Advertisment

Corona Lockdown Situatione Updates: কংগ্রেসের পরামর্শ 'আংশিক এবং লঘুভাবে' নিচ্ছে কেন্দ্র, সরব সোনিয়া

তিনিই এও বলেন যে কংগ্রেসের তরফে যে পরামর্শ দেওয়া হয়েছিল করোনা মোকাবিলা করতে তা অত্যন্ত লঘু এবং আংশিকভাবে গ্রহণ করেছে কেন্দ্র।

author-image
IE Bangla Web Desk
New Update
sonia gandhi

সোনিয়া গান্ধী। ফাইল চিত্র।

ভারতে যেভাবে বৃদ্ধি পাচ্ছে করোনার দাপট সেই প্রেক্ষেপটে ফের একবার মোদী সরকারকে তোপ দাগলেন কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধী। দিল্লিতে অনুষ্ঠিত কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে কংগ্রেসে অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধী বলেন যে তিন সপ্তাহ আগে অনুষ্ঠিত শেষ বৈঠকের পর থেকে ক্রমশ 'ছড়িয়ে পড়ে এবং গতি বৃদ্ধি' হয়েছে। তিনিই এও বলেন যে কংগ্রেসের তরফে যে পরামর্শ দেওয়া হয়েছিল করোনা মোকাবিলা করতে তা অত্যন্ত লঘু এবং আংশিকভাবে গ্রহণ করেছে কেন্দ্র। এমনকী কেন্দ্রের এমন সিদ্ধান্তের ফলেই যে পরিযায়ী শ্রমিকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন, তাও উল্লেখ করেন সোনিয়া।

Advertisment

এদিকে রাজ্যে পা রাখার পর প্রায় দেড়দিন গুরুসদয় দত্ত রোডে বিএসএফের অতিথিশালায় ঘরবন্দি থাকার পর আজ প্রথমেই রাজারহাটের কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শনে বেরোন কেন্দ্রীয় প্রতিনিধি দল। তাঁদের সঙ্গে রয়েছে রাজ্যের এক স্বাস্থ্য আধিকারিক। সূত্রের খবর, কেন্দ্রীয় প্রতিনিধি দল আজ রাজ্যের বেশকিছু হটস্পট এবং করোনা হাসপাতালের পরিস্থিতি খতিয়ে দেখবেন। পাশাপাশি উত্তরবঙ্গেও কেন্দ্রীয় প্রতিনিধিদের অপর দলের সঙ্গে দেখা করতে গিয়েছেন উত্তরবঙ্গের মুখ্য স্বাস্থ্য আধিকারিকেরা।

করোনা আবহে দেশের অস্বস্তি বাড়িয়ে আক্রান্তের সংখ্যা পেরোল ২১ হাজার। এখনও কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি অব্যাহত। বাড়ছে মৃত্যুসংখ্যাও। এ দেশে করোনা মৃতের সংখ্যা ৬৫২। এদিকে বাংলায় করোনা আক্রান্তের সংখ্যাও বাড়ছে। রাজ্যে এই মুহূর্তে করোনা আক্রান্ত ৩০০, করোনা মুক্ত হয়েছেন ৭৯, বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই তথ্য তুলে ধরেছেন মুখ্যসচিব রাজীব সিনহা। মুখ্যসচিব আরও বলেন, "আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে পরীক্ষা করা হচ্ছে। কম পরীক্ষা করা হচ্ছে, এ অভিযোগ ঠিক নয়। গত ২৪ ঘণ্টায় ৮৫৫টি করোনা পরীক্ষা হয়েছে। রাজ্যে মোট পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৩৭টি”।

Read the story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Live Blog

Coronavirus Lockdown Situation In India-West Bengal-Kolkata Updates. করোনা লকডাউন পরিস্থিতির সব খবর জানতে চোখ রাখুন এখানে...














12:38 (IST)23 Apr 20





















আজ রাজ্যের পরিস্থিতি পরিদর্শন কেন্দ্রীয় দলের

রাজারহাটের পর এবার এম আর বাঙ্গুর হাসপাতালের কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শনে গেলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। আজ সকালে প্রায় এক ঘন্টা ধরে রাজারহাটের কোয়ারেন্টাইন সেন্টারের পরিস্থিতি ঘুরে দেখেন এই দলটি। পর্যাপ্ত ব্যবস্থা, ওষুধ এবং মেডিকেল কিট আছে কি না তাও খতিয়ে দেখেন তাঁরা, এমনটাই সূত্রের খবর। রাজ্যের করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ১০ জনের প্রতিনিধি দল এসেছে রাজ্যে। যার মধ্যে একটি দল আজ কলকাতা ছাড়াও রাজ্যের ৭টি হটস্পট হাওড়া, উত্তর ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর জেলাগুলি পরিদর্শন করতে পারেন তাঁরা। অন্যদিকে উত্তরবঙ্গের কালিংপং, দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলা পরিদর্শনে যেতে পারে অপর দলটি।

12:12 (IST)23 Apr 20





















ফের করোনা মোকাবিলায় মোদীর বিরুদ্ধে সরব সোনিয়া

ভারতে যেভাবে বৃদ্ধি পাচ্ছে করোনার দাপট সেই প্রেক্ষেপটে ফের একবার মোদী সরকারকে তোপ দাগলেন কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধী। দিল্লিতে অনুষ্ঠিত কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে কংগ্রেসে অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধী বলেন যে তিন সপ্তাহ আগে অনুষ্ঠিত শেষ বৈঠকের পর থেকে ক্রমশ 'ছড়িয়ে পড়ে এবং গতি বৃদ্ধি' হয়েছে। তিনিই এও বলেন যে কংগ্রেসের তরফে যে পরামর্শ দেওয়া হয়েছিল করোনা মোকাবিলা করতে তা অত্যন্ত লঘু এবং আংশিকভাবে গ্রহণ করেছে কেন্দ্র। এমনকী কেন্দ্রের এমন সিদ্ধান্তের ফলেই যে পরিযায়ী শ্রমিকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন, তাও উল্লেখ করেন সোনিয়া।

11:26 (IST)23 Apr 20





















কেন্দ্রীয় দলের রাজ্য পরিদর্শন নিয়ে মমতাকে টুইট রাজ্যপালের

কেন্দ্রীয় দলের রাজ্যে করোনা পরিস্থিতি পরিদর্শন নিয়ে কম জলঘোলা হয়নি। দেড় দিন শহরে ঘরবন্দি থাকার পর আজই রাজারহাটে কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শনে যান কেন্দ্রীয় দল। এদিকে সেই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ আর্জি জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। টুইটে তিনি লেখেন, "মুখ্যমন্ত্রীকে আবেদন জানাচ্ছি কেন্দ্রীয় প্রতিনিধি দলের নির্বিঘ্নে কাজ করার ব্যবস্থা আপনি নিশ্চিত করুন। পূর্ব মেদিনীপুর ও বিষ্ণুপুরে হু-এর পরিদর্শন টিমকে রেড কার্পেট পেতে স্বাগত জানান হয়েছে। হু-এর সেই এলাকা পরিদর্শনে কী লাভ? সংবিধানকে রক্ষা করার সময় এসেছে।"

10:57 (IST)23 Apr 20





















রাজ্যের কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শন কেন্দ্রীয় দলের

বিএসএফের অতিথিশালায় ঘরবন্দি থাকার পর আজ প্রথমেই রাজারহাটের কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শনে বেরোন তাঁরা। তাঁদের সঙ্গে রয়েছে রাজ্যের এক স্বাস্থ্য আধিকারিক। সূত্রের খবর, কেন্দ্রীয় প্রতিনিধি দল আজ রাজ্যের বেশকিছু হটস্পট এলাকা এবং করোনা হাসপাতালের পরিস্থিতি খতিয়ে দেখবেন।

09:44 (IST)23 Apr 20





















মমতাকে দুষলেন রাজ্যপাল

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে রাজ্যপাল বলেন, “রাজ্যে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে কতজন মারা যাচ্ছেন সেই পরিসংখ্যান গোনার কেউ নেই সরকারের তরফে। রাজনৈতিক নেতারা এবং নাগরিকদের উদ্বেগ সেই কারণেই বেড়ে চলেছে। এর ফলে স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত অডিট কমিটি কিছু জানায়নি। ফলে পরিস্থিতি আরও খারাপের দিকেই এগোচ্ছে।” সবিস্তারে পড়ুন- ‘করোনায় মৃত্যুসংখ্যা হিসেব করার লোক নেই বাংলায়’, রাজ্যপালের নিশানায় মমতা

08:26 (IST)23 Apr 20





















করোনা-যোদ্ধাদের উপর হামলা করলেই জেল, জরিমানা

করোনা-যুদ্ধে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখে নতুন অর্ডিন্যান্স আনল মোদী সরকার। স্বাস্থ্যকর্মীদের উপর হামলা হলে, দোষ প্রমাণিত হলে শাস্তিস্বরূপ ৭ বছরের জেল হতে পারে। জেলের পাশাপাশি ৫ লক্ষ টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে। বুধবার অর্ডিন্যান্স আনার কথা ঘোষণা করতে গিয়ে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর।এদিন, সাংবাদিক বৈঠকে প্রকাশ জাভড়েকর বলেন, ”মহামারী থেকে দেশকে রক্ষা করছেন স্বাস্থ্যকর্মীরা। তাঁদের উপর কোনওরকম হেনস্থা বা হামলা বরদাস্ত করা হবে না। একটা অর্ডিন্য়ান্স আনা হয়েছে। রাষ্ট্রপতির অনুমোদনের পরই এটা বাস্তবায়িত করা হবে”। পড়ুন- ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের উপর হামলায় ৭ বছরের জেল, মোদী সরকারের নয়া অর্ডিন্যান্স

08:22 (IST)23 Apr 20





















সেরার সেরা নমো!

করোনা যুদ্ধে নয়া নজির গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা মোকাবিলায় নেতৃত্বের নিরিখে বিশ্বের রাষ্ট্রনেতাদের মধ্য়ে শীর্ষ স্থান অধিকার করেছেন মোদী। বুধবার এমনই একটা সমীক্ষার রিপোর্ট টুইট করে এহেন দাবি করেছেন মোদী মন্ত্রিসভার অন্য়তম শীর্ষ মন্ত্রী নির্মলা সীতারমন।আমেরিকার একটি সংস্থার সমীক্ষার ফলে দেখা গিয়েছে, করোনা-যুদ্ধে বিশ্বের জনপ্রিয় ১০ নেতার মধ্য়ে প্রথম স্থানে জায়গা করে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৬৮ পয়েন্ট পেয়ে তালিকার শীর্ষে রয়েছেন নমো। বিস্তারিত পড়ুন- নয়া নজির মোদীর, করোনা-যুদ্ধে সেরার সেরা প্রধানমন্ত্রী

করোনা আবহে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদের টুইট করা ভিডিও ঘিরে বিতর্ক। ”বাড়ির লোককে সম্পূর্ণ অন্ধকারে রেখে, কোনও কিছু না জানিয়ে মৃতদেহ হাসপাতাল থেকে নিয়ে চলে যাওয়া হয়েছে এবং মৃতদেহর সৎকারও করে দেওয়া হয়েছে…”, একথা লিখে একটি ভিডিও টুইট করেছেন আসানসোলের সাংসদ। বাবুলের এই টুইট বার্তার পাল্টা হিসেবে তৃণমূল মহাসচিব তথা রাজ্য়ের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের অভিযোগ, ”বিজেপি ফেক ভিডিও (ভুয়ো ভিডিও) ছড়াচ্ছে”।

বুধবার চিকিৎসকদের সংগঠন আইএমএ-র প্রতিনিধি দলের সঙ্গে ভিডিও বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংবাদ সংস্থা এএনআইয়ের খবর, সেই বৈঠকে চিকিৎসকদের সুরক্ষার বিষয়ে আশ্বস্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।লকডাউনে চিকিৎসকদের উপর হেনস্তার প্রতিবাদে প্রতীকী প্রতিবাদের ডাক দিয়েছিলেন চিকিৎসকরা। সেই প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহারের জন্যও চিকিৎসকদের আহ্বান জানানো হয়। পরে সেই আর্জিতে সাড়া দিয়ে প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার করে আইএমএ।

coronavirus West Bengal national news
Advertisment