দেশের সর্বত্রই চলছে লকডাউন। কিন্তু এরই মধ্যেই দেশে ঊর্ধ্বমুখী করোনায় মৃত্যুর হার, বুধবার পর্যন্ত যে সংখ্যা ছিল ৪১, বৃহস্পতিবার সেই সংখ্যা ৫০ পেরোল। আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ২০০০। এদিকে, "করোনা রুখতে লকডাউন আবশ্যিক, কিন্তু পরিকল্পনার অভাবে এই ২১ দিনের লকডাউন শ্রমিকদের জীবনে অন্ধকার এনে দিয়েছে", বৃহস্পতিবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে এমন সুরেই মোদীকে বিঁধলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী।
এদিকে ক্রমশই কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে রাজ্যগুলিকে। রাজ্যের তহবিল কম থাকায় প্রাথমিক ত্রাণ ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় সহায়তার আর্জি আজ জানাবেন সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। অন্যদিকে, করোনা পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে দিল্লির নিজামুদ্দিনে তবলিঘি জামাতের জমায়েত। ওই ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়া যেসব বিদেশি ভিসা নীতি লঙ্ঘন করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার। পাশাপাশি ওই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
করোনার ভয়াল দাপটে জাতিসংঘের বিশ্ব জলবায়ু শীর্ষ সম্মেলন স্থগিত করা হয়েছে। এ বছর এই সম্মেলনের আয়োজক দেশ ছিল ব্রিটেন। কিন্তু করোনা অতিমারীতে আক্রান্ত ব্রিটেনের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, "২০২০ সালের নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই সম্মেলনের। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই তা স্থগিত করা হল।" এদিকে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা প্রায় ৪৭ হাজার। স্পেন, ফ্রান্স, চিন এবং ইরানের পর এই ভাইরাসের কারণে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে।
Read the full story English
Live Blog
Corona Lockdown Situation in India West Bengal Kolkata Live Updates. করোনা লকডাউনের সব খবরের আপডেটস জানতে চোখ রাখুন এখানে...
দিল্লি আইআইটি সূত্রে খবর, আরও পিছিয়ে যেতে পারে জয়েন্ট এন্ট্রান্স (অ্যাডভান্সড)। কারণ, এখনও ‘মেইন’ পরীক্ষা কবে হবে তার দিন পাকাপাাকি ভাবে নির্ধারিত হয়নি। তাই, মনে করা হচ্ছে ‘মেইন’ পরীক্ষা পিছিয়ে গেলে যথারীতি পিছতে হবে জয়েন্ট এন্ট্রান্স (অ্যাডভান্সড) পরীক্ষার দিন।জয়েন্ট এন্ট্রান্স (অ্যাডভান্সড) পরীক্ষার জন্য ১৭ মে নির্ধারিত করা হয়েছিল। এদিকে করোনা ভাইরাসের জেরে স্থগিত করা হয়েছে জয়েন্ট এন্ট্রান্স মেইন। কবে পরীক্ষা হবে তার তারিখ এখনও জানা যায়নি।
‘জয়শ্রী রাম’ ধ্বনিতে করোনা আবহে বাংলায় লকডাউনের অন্য় ছবি ধরা পড়ল। রামনবমী পুজো ঘিরে মন্দিরে মন্দিরে ভিড় জমালেন ভক্তরা। যার জেরে ভাইরাস মোকাবিলায় লকডাউন অমান্য়ের ছবি আরও একবার সামনে এল পশ্চিমবঙ্গে। রামনবমীর পুজো উপলক্ষে রাজ্য়ের বিভিন্ন মন্দিরে হাজার হাজার ভক্ত সমাগমে করোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখার সরকারি পরামর্শ কার্যত ধোপে টিকল না।
রামনবমী উপলক্ষে বৃহস্পতিবার রাজ্য়ের বিভিন্ন মন্দিরের বাইরে ভক্তদের দীর্ঘ লাইন চোখে পড়েছে। যদিও করোনা পরিস্থিতিতে এ বছর রামনবমীর মিছিল বা কর্মসূচি বাতিল করেছে ভিএইচপি। করোনা রুখতে ভগবান রামের শরণাপন্ন হতে মন্দিরে মন্দিরে ভক্তদের সেই চেনা ছবি ধরা পড়েছে জেলায় জেলায়। বিস্তারিত পড়ুন
বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা নিয়ে দু’বার দু’রকম সরকারি তথ্য সামনে এল। ‘বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫৩’, বৃহস্পতিবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠক করে এমন তথ্যই জানান আধিকারিকরা। কয়েক ঘণ্টা পর সন্ধ্যায় ফের সাংবাদিক বৈঠক করে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা জানালেন, ”৫৩ নয়, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৩৪”। মাত্র কয়েক ঘণ্টার তফাতে করোনা আক্রান্তের সংখ্যা নিয়ে এমন ‘বিভ্রান্তি’ ঘিরে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। বিস্তারিত পড়ুন
করোনা আবহে আবারও দেশবাসীর উদ্দেশে বক্তব্য় রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকাল ৯টায় দেশবাসীর উদ্দেশে ভিডিও বার্তা দেবেন বলে টুইট করে জানালেন প্রধানমন্ত্রী। তবে ঠিক কী নিয়ে বার্তা দেবেন মোদী, সে ব্য়াপারে স্পষ্ট করেননি। সম্ভবত করোনাভাইরাস পরিস্থিতি ও লকডাউন নিয়েই দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বার্তা দেবেন বলে মনে করা হচ্ছে। বিস্তারিত পড়ুন
“করোনা রুখতে লকডাউন আবশ্যিক, কিন্তু পরিকল্পনার অভাবে এই ২১ দিনের লকডাউন শ্রমিকদের জীবনে অন্ধকার এনে দিয়েছে”, বৃহস্পতিবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে এমন সুরেই মোদীকে বিঁধলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী।
করোনাভাইরাসের জেরে রাজ্যজুড়ে ২১ দিনের লকডাউন আবহে রেশন বিলিকে কেন্দ্র করে উত্তেজনার আবহ সামাল দিতে ফের পুলিশি পদক্ষেপ বাংলায়। লকডাউনে বন্ধ হয়েছে রাজ্যের দোকানপাট, বাজার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বুধবার বিনামূল্যে রেশন দেওয়া শুরু হতেই রেশন দোকানের সামনে শুরু হয় বিশৃঙ্খলা। সামাজিক দূরত্বের নির্দেশ অগ্রাহ্য করেই সারিবদ্ধ হতে শুরু করে সাধারণ মানুষ। এই চিত্র দেখা যায় রাজ্যের বেশ কয়েকটি জায়গায়। পড়ুন- “প্রতিশ্রুতি মতো দেওয়া হচ্ছে না রেশন”, বিনামূল্যে রেশন বিলি ঘিরে বিশৃঙ্খল বাংলা
লকডাউনে ঘরবন্দী দেশে শ্রমিকদের প্রতি উত্তরপ্রদেশের প্রশাসনের বেনজির দৃষ্টিভঙ্গি নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করল টলিউড। ২১ দিনের লকডাউনের মধ্যেই যারা উত্তরপ্রদেশ ফিরেছেন সেই সব শ্রমিকদের রাস্তায় বসিয়ে তাঁদের গায়ে দেওয়া হল ক্লোরিন মিশ্রিত জল। করোনাভাইরাস সংক্রমণ রুখতে এমন ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বরেলি প্রশাসন। সবিস্তারে পড়ুন- কীটনাশক-জলে শ্রমিক স্নান যোগীরাজ্যে, নিন্দায় সরব টলিউড
করোনাভাইরাসের দাপট ক্রমশই বৃদ্ধি পাচ্ছে দেশে। বুধবারই দেশে আক্রান্ত হয়েছেন ৪৩৭ জন। সেই প্রেক্ষিতেই এবার ‘নীতি বদল’ মোদী সরকারের। নভেল করোনাভাইরাসকে সবরকমভাবে মোকাবিলা করতে এবং সংক্রমণ রুখতে হাসপাতালে রোগী ভর্তির ক্ষেত্রে আনা হচ্ছে নতুন নিয়ম। জানা গিয়েছে, রোগীর দেহে করোনার ইতিবাচক সাড়া পাওয়া গেলে তবেই ভর্তি করানো যাবে হাসপাতালে। নচেৎ থাকতে হবে ‘হোম আইসোলেশনেই’। পড়ুন- করোনায় নীতি পরিবর্তন সরকারের
করোনার থাবায় একের পর খেলার মেগা ইভেন্ট বাতিল হচ্ছে। এবার বাতিল হয়ে গেল উইম্বলডন ২০২০। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার বাতিল হল এই মেগা ইভেন্ট। করোনা পরিস্থিতিতে আগামী বছর বসবে উইম্বলডনের আসর। জানা যাচ্ছে, ২০২১ সালের ২৮ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত হবে উইম্বলডন ২০২০। করোনার জেরে কার্যত নজিরবিহীনভাবে একবছরের জন্য পিছিয়ে গিয়েছে টোকিও অলিম্পিক্সও। বিস্তারিত পড়ুন- করোনার থাবায় বাতিল উইম্বলডন ২০২০, হবে একুশে
লক ডাউন এর কারণে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) সিদ্ধান্ত নিয়েছে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত পড়ুয়াকে পরবর্তী ক্লাসে তুলে দেওয়া হবে। নবম ও একাদশ শ্রেণীর পড়ুয়াদের স্কুলের অভ্যন্তরীণ সিদ্ধান্তের উপর নির্ভর করে পাস করানো হবে। টুইটারে মানবসম্পদ উন্নয়ন বিভাগের মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক বলেছেন, “কোভিড ১৯-এর কারণে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আমি সিবিএসই-কে প্রথম-অষ্টম শ্রেণীর সমস্ত শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণী / গ্রেডে উত্তীর্ণ করার পরামর্শ দিয়েছি।” সবিস্তারে পড়ুন: করোনা পরিস্থিতিতে, সিবিএসই বোর্ডের প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়ারা সকলে উত্তীর্ণ