Advertisment

Corona Lockdown Situation Updates: গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত ৭০৪-মৃত ২৮

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭০৪ জন। করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্য়ু হয়েছে ২৮ জনের, যা এখনও পর্যন্ত সর্বোচ্চ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভারতে উদ্বেগ বাড়াচ্ছে করোনা। গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭০৪ জন। করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্য়ু হয়েছে ২৮ জনের, যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। এদিন স্বাস্থ্য়মন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল জানিয়েছেন, করোনায় মৃতদের মধ্য়ে প্রায় ৬৩ শতাংশের বয়স ৬০ বছর বা তার ঊর্ধ্বে।

Advertisment

বিশ্বের ত্রাস করোনাভাইরাস। 'এই ভয়ঙ্কর ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারত অনুকরণীয়।' বিজেপির ৪০তম প্রতিষ্ঠা দিবসে জানালেন প্রধানমন্ত্রী মোদী। তিনি দলের নেতা, কর্মীদের উদ্দেশে বলেন, 'এই দিনটি ভারতের জন্য সংকল্পের দিন। বিশ্ব ও দেশ সংকটের সম্মুখীন। করোনাভাইরাসের সংক্রমণ রুতেই হবে। এই লড়াইতে ভারত নজির সৃষ্টি করেছে। কেন্দ্র এবং সব রাজ্য সরকার জোটবদ্ধভাবে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে।'ভারতে করোনা সংক্রমিত ৪,০৬৭ জন। এর মধ্যে ৮০ শতাংশ সংক্রমণের ঘটনা ঘটেছে দেশের ৬২টি জেলায়। আগামী ১৪ মার্চ দেশজুড়ে ২১ দিনের লকডাউনের মেয়াদ শেষ হবে। এইসব জেলায় তারপরও নিষেধাজ্ঞা বহাল থাকতে পারে বলে জানা গিয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুশারে, ভারতে ৪.১ দিনে করোনাভাইরাস সংক্রমণের হার দ্বিগুন হয়েছে। গত মাসে নিজামুদ্দিনের ঘটনা না ঘটলে এই মাত্রায় সংক্রমণ ছড়াতে সময় লাগতো প্রায় ৭.৪ দিন। এ দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১০৯ জনের।

এদিকে এ রাজ্যেও বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা।এদিন মুখ্য়মন্ত্রী জানান, ”আজ ১২টা পর্যন্ত বাংলায় করোনা আক্রান্তের সংখ্য়া ৬১, এর মধ্য়ে ৫৫টি কেস ৭ টি পরিবারের। বাংলায় করোনা আক্রান্তদের মধ্য়ে ৯৯ শতাংশের বিদেশ যোগ রয়েছে। করোনায় বাংলায় এখনও পর্যন্ত মৃত্য়ু হয়েছে ৩ জনের। ১৩ জনকে সুস্থ করে ছাড়া হয়েছে”।

Read full in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Live Blog

Coronavirus Lockdown Situation In India West Bengal Kolkata Updates. করোনা লকডাউন পরিস্থিতির সব খবর জানতে চোখ রাখুন এখানে...














22:13 (IST)06 Apr 20





















কোভিড ১৯ রোগীর মৃতদেহ দাহ বা গোর দেওয়া কি নিরাপদ?

গত সপ্তাহে মুম্বইয়ের বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন একটি সার্কুলার জারি করে জানায়, সমস্ত কোভিড ১৯ ম়তদের দেহ কোনও আনুষ্ঠানিকতা ছাড়া নিকটবর্তী শ্মশানে দাহ করতে হবে। পরে এই সার্কুলার সংশোধন করে বলা হয়, বড় কোনও গোরস্থানে মৃতদেহ সমাধিস্থও করা যেতে পারে।

কেন এই নির্দেশ?

১৮৮৭ সালের মহামারী আইন অনুসারে মুম্বইয়ের মিউনিসপ্যাল কমিশনার কোভিড ১৯ আটকানোর জন্য নির্দেশ দেবার অধিকারী। কমিশনার জানিয়েছেন, এক স্থানীয় নেতা গোরস্থানগুলি অতি ঘন বসতিপূর্ণ হবার দরুন সেখান থেকে সংক্রমণের সম্ভাবনা রয়েছে বলেই এই নোটিস। এ ঘটনা সংশোধনী জারির আগেকার। বিস্তারিত পড়ুন

21:42 (IST)06 Apr 20





















‘করোনায় হটস্পট নয় এমন এলাকা খোলার প্রস্তুতি নিন’, কেন্দ্রীয় মন্ত্রীদের বার্তা মোদীর

দেশের যেখানে করোনার সংক্রমণ ঘটেনি, সেখানে যাতে ধীরে ধীরে লকডাউন তোলা হয়, সে ব্য়াপারে কেন্দ্রীয় মন্ত্রীদের প্রস্তুতি নিতে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা-যুদ্ধে দেশজুড়ে চলছে ২১ দিনের লকডাউন। এই পরিস্থিতিতে সোমবার কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন মোদী।

সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, করোনার প্রভাব পড়েছে অর্থনীতিতে। এই প্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রীদের পরিকল্পনা নিতে এদিন নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। করোনায় ৮০ শতাংশ সংক্রমণের ঘটনা ঘটেছে দেশের ৬২ জেলায়। সরকারি সূত্রে জানা যাচ্ছে, ১৪ এপ্রিল লকডাউনের পরও ওই সব জেলায় নিষেধাজ্ঞা বজায় থাকবে। বিস্তারিত পড়ুন

21:00 (IST)06 Apr 20





















করোনায় ৭০ হাজার লিটার হ্য়ান্ড স্য়ানিটাইজার বানাবে বাকার্ডি

করোনার বিরুদ্ধে যুদ্ধে শামিল মদ প্রস্তুতকারক সংস্থা বাকার্ডিও। ভাইরাস মোকাবিলায় ৭০ হাজার লিটার হ্য়ান্ড স্য়ানিটাইজার তৈরি করবে বাকার্ডি। সোমবার এমনটাই জানিয়েছে ওই সংস্থা। জেলার সরকারি হাসপাতালে ওই হ্য়ান্ড স্য়ানিটাইজার সরবরাহ করা হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য়, করোনা রুখতে হ্য়ান্ড স্য়ানিটাইজার অন্য়তম উপাদান। ভাইরাস থেকে বাঁচতে বারবার সাবান বা হ্য়ান্ড স্য়ানিটাইজার দিয়ে হাত ধোওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে বাজারে কার্যত অমিল হ্য়ান্ড স্য়ানিটাইজার। বিস্তারিত পড়ুন

20:34 (IST)06 Apr 20





















গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত ৭০৪-মৃত ২৮

ভারতে উদ্বেগ বাড়াচ্ছে করোনা। গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭০৪ জন। করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্য়ু হয়েছে ২৮ জনের, যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। এদিন স্বাস্থ্য়মন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল জানিয়েছেন, করোনায় মৃতদের মধ্য়ে প্রায় ৬৩ শতাংশের বয়স ৬০ বছর বা তার ঊর্ধ্বে।

18:09 (IST)06 Apr 20





















বড় সিদ্ধান্ত স্বাস্থ্য মন্ত্রকের

দেশে উর্ধ্বমুখী করোনা আক্রান্তের সংখ্যা। নিজামুদ্দিনের জমায়েতের ফলে বেড়েছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিল স্বাস্থ্য মন্ত্রক। তাবলিগি জামাতে অংশগ্রহণ করা ২৫ হাজার জনকে এবার পাঠান হল কোয়ারেন্টাইনে। পাশাপাশি হরিয়ানার পাঁচটি গ্রামকেও সিল করা হয়েছে।

15:18 (IST)06 Apr 20





















লকডাউনে বিশ্বের ঘরে ঘরে হিংসা বৃদ্ধিতে রাষ্ট্রসংঘ প্রধানের উদ্বেগ প্রকাশ

বিশ্ব আতঙ্কিত করোনার দাপটে, বিভিন্ন দেশে লকডাউনের আবহেও পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। সেই সঙ্গে বাড়ছে ঘরে ঘরে হিংসাও। সেই মর্মে এবার সব দেশের রাষ্ট্রনেতাদের কাছে বিষয়টি খতিয়ে দেখার আর্জি জানালেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরাস। সোমবার তিনি জানান যে এই লকডাউনের বিশ্বে “মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে গার্হস্থ্য হিংসা”। তাই অবিলম্বে সেদিকে দৃষ্টি নিক্ষেপ করতে অনুরোধ জানিয়েছেন সব সরকারকে। বিস্তারিত পড়ুন

13:47 (IST)06 Apr 20





















মহেশতলায় মহাযজ্ঞ

লকডাউনে ঘরবন্দি ভারত। তবে, মহেশতলার ব্রাইট টেলার্সে গেলে ছবিটা একেবারে অন্যরকম। নাওয়া-খাওয়া ভুলে প্রায় পাঁচশ শ্রমিক এখানে ‘পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট’ বা পিপিই বানানোর কাজ করে চলেছেন। করোনা চিকিৎসায় ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য এই পিপিই খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই রাজ্য সরকার তন্তজকে পিপিই বানানোর বরাত দিয়েছে। পরে রাজ্যের আওতাধীন এই সংস্থা ব্রাইট টেলার্সকে পিপিই তৈরির নির্দেশ দেয়। এরপর থেকেই লকডাউনে ব্যস্ততা বেড়েছে। বিস্তারিত পড়ুন

13:29 (IST)06 Apr 20





















জরুরি অবস্থার মুখোমুখি ভারত: রঘুরাম রাজন

দেশে ক্রমশই গাঢ় হচ্ছে করোনার প্রকোপ। লকডাউন দেশে সোমবার সকালেই আক্রান্তের সংখ্যা ছাড়াল চার হাজারেরও বেশি। সেই আবহে এবার মুখ খুললেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। দেশের এই সঙ্কটজনক অবস্থায় কীভাবে দরিদ্র সম্প্রদায়কে রক্ষা করা যায় তার জন্য দক্ষতা এবং ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের সঙ্গে কেন্দ্র সরকারের উচিত আলোচনা করা এমন কথাও জানান রাজন। সেই প্রেক্ষিতেই তিনি বলেন যে এই মুহুর্তে এই করোনা অতিমারীর ফলে “স্বাধীনতার পর সবথেকে বড় জরুরি অবস্থার মুখোমুখি ভারত”। বিস্তারিত পড়ুন

12:43 (IST)06 Apr 20





















প্রধানমন্ত্রীর আর্জি

লকডাউন আবহে দলের প্রতিষ্ঠা দিবসে এদিন বিজেপি নেতা, কর্মীদের কাছে পঞ্চ আর্জি জানান প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর আর্জি...

১) গরীবদের সাহায্য করুন, দুস্থদের খাওয়ানোর ব্যবস্থা করুন।
২) সকলকে মাস্ক ব্যবহার করতে হবে। প্রয়োজনে কাপড় দিয়ে মাস্ত তৈরি করে নিন।
৩) যাঁরা করোনাভাইরাস সংক্রমণের বিরুদ্ধে লড়াই করছেন তাঁদের স্যালুট জানান।
৪) মানুষের কাছে গিয়ে 'আরোগ্য সেতু' অ্যাপ ডাউনলোডের জন্য আবেদন করুন।
৫) প্রধানমন্ত্রী কেয়ারস ফান্ডে উদারহস্তে দান করুন।

12:13 (IST)06 Apr 20





















ভারত লড়াই অনুকরণযোগ্য: মোদী

বিজেপির চল্লিশতম প্রতিষ্টা দিবসে এদিন বক্তব্য পেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দলের নেতা, কর্মীদের উদ্দেশে বলেন, 'এই দিনটি ভারতের জন্য সংকল্পের দিন। বিশ্ব ও দেশ সংকটের সম্মুখীন। করোনাভাইরাসের সংক্রমণ রুতেই হবে। এই লড়াইতে ভারত নজির সৃষ্টি করেছে। বিশ্বের কাছে করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের দেশ আজ অনকরণীয়। কেন্দ্র এবং সব রাজ্য সরকার জোটবদ্ধভাবে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে।' লকডাউনে দেশবাসী পরিণতিবোধের পরিচায় দিয়েছেন বলেও জানান মোদী। এদিনও তিনি জানান, 'আগামী দিনে শক্ত লড়াইয়ের জন্য দেশ প্রস্তুত রয়েছে।'

12:00 (IST)06 Apr 20





















১৪ এপ্রিলের পরও ৬২ জেলায় জারি থাকবে লকডাউন

ভারতে নোভেল করোনাভাইরাস সংক্রমণের হার ক্রমশ উর্ধ্বমুখী। ইতিমধ্যেই চার হাজারের বেশি মানুষ সংক্রমিত। এর মধ্যে ৮০ শতাংশ সংক্রমের ঘটনা ঘটেছে দেশের ৬২ জেলায়। মোট ৭৩৬ টির মধ্যে ২৭৪ জেলা থেকে করোনা পজেটিভের হদিশ মিলেছে। সরকারি শীর্ষ সূত্র মারফত জানা গিয়েছে, দেশজোড়া লকডাউনের পরবর্তী সময়ও অতি মাত্রায় করোনা প্রভাবিত এই ৬২ জেলায় বিধি-নিষেধ জারি থাকার সম্ভাবনা প্রবল। আগামী ১৪ এপ্রিল ভারতে করোনা লকডাউনের সময়সীমা শেষ হবে। বিস্তারিত  পড়ুন

10:49 (IST)06 Apr 20





















বিজেপি বিধায়কের জন্মদিনে কয়েকশ লোকের জমায়েত

বিধায়কের জন্মদিন বলে কথা। লকডাউনের নিয়মকে তাই বুড়ো-আঙুল। মহারাষ্ট্রের ওয়ার্ধার বিজেপি বিধায়ক দাদারাও কাচের বাড়ির সামনে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে জমায়েত করলেন কয়েক'শ মানুষের। তবে, তিনি অনুগামীদের নিমন্ত্রণ জানাননি বলে দাবি করেছেন গেরুয়া দলের বিধায়ক কাচে। লকডাউনের নিয়ম আগ্রাহ্য হওয়ায় কাচের বিরুদ্ধে মহামারী আইনের অন্তর্ভূক্ত ধারায় নোটিস জারি করেছে স্থানীয় প্রশাসন।In midst of lockdown, 200 gather to celebrate BJP MLA’s birthday in Maharashtra. FULL REPORT | https://t.co/S07H0RA2cU pic.twitter.com/yZmaUUerSH— The Indian Express (@IndianExpress) April 6, 2020

10:39 (IST)06 Apr 20





















রাজ্যে করোনায় মৃত্যু নির্ধারণ করবে বিশেষজ্ঞ কমিটি

রোগীর মৃত্যু নোভেল করোনা ভাইরাসে, নাকি অন্য কোনও রোগে হয়েছে- তা নির্ধারণ করতে বিশেষজ্ঞ কমিটি গঠন করল রাজ্যের সরকার। কোনও হাসপাতাল বা নার্সিংহোমে কোভিড-১৯ পজিটিভ রোগীর মৃত্যু হলে সেই সংক্রান্ত সব তথ্য এবার থেকে স্বাস্থ্য দফতরে পাঠাতে হবে। মমতা সরকার গঠিত বিশেষজ্ঞ কমিটি এখন থেকে খতিয়ে দেখবে যে মৃত ব্যক্তির করোনার সংক্রমণের ফলেই মৃত্যু হয়েছে কি না? রবিবার সরকারের তরফে এক নির্দেশিকায় একথাই জানানো হয়েছে।

সম্প্রতি রাজ্য়ে করোনায় মৃত্যু সংখ্যা ঘিরে বিভ্রান্তি ছড়ায়। স্বাস্থ্য দফতরের চিকিৎসকদের কমিটি বাংলায় করোনা আক্রান্তের সংখ্য়া ৭ বলে জানান। এর দেড় ঘন্টার মদ্যেই মুখ্যসচিব রাজীব সিনহা নবান্নে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন যে, রাজ্যে কোভিড-১৯ সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের। এরপরই পাঁচ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হল।

10:29 (IST)06 Apr 20





















হাসপাতালে বরিস জনসন

করোনাভাইরাসে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে রবিবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ১০ দিন ধরে আইসোলেশনে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তবে, এখনও তাঁর শরীরে করোনার উপসর্গ রয়ে গিয়েছে। তাই কোনও ঝুঁকি না নিয়ে বরিশ জনসনকে হাসপাতালে ভর্তি করা হয়।

গত ২৭ মার্চ জানা যায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করোনা পজিটিভ। তারপর থেকেই সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের একটি ঘরে স্বেচ্ছা-আইসোলেশনে চলে যান ব্রিটিশ প্রধানমন্ত্রী। গত শুক্রবার আইসোলেশন কাটিয়ে তাঁর কাজে ফেরার কথা ছিল। কিন্তু, গত তিন দিন ধরে প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় চিকি‍ৎসকরা তাঁকে কাজে ফেরার অনুমতি দেননি। জানা গিয়েছে, করোনার উপসর্গ থেকে যাওয়ায় রবিবার রাতে বরিস জনসনকে হাসপাতালে ভর্তি করা হয়।

10:24 (IST)06 Apr 20





















দেশে করোনায় মৃত্যু একশ ছাড়ালো

ভারতে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। সোমবার সকালে স্বাস্থ্যমন্ত্রকে দেওয়া তথ্য অনুশারে দেশে কোভিড-১৯ পজেটিভ ৪,০৬৭ জন। ভয়ঙ্কর এই ভাইরাসে মৃত্যুর সংখ্যাও বেড়েছে। এ দেশে করোনায় মৃত্যু একশ ছাড়িয়েছে। সোমবার এখনও পর্যন্ত এই সংখ্যা ৮৩ থেকে বেড়ে হয়েছে ১০৯।

করোনাভাইরাসের গোষ্ঠী সংক্রমণ এড়াতে দেশজুড়ে ২১ দিনের লকডাউন জারি রয়েছে। বন্ধ গণপরিবহণ ও আন্তর্দেশীয়-আন্তর্জাতিক উড়ান পরিষেবা। কার্যত গৃহবন্দি গোটা ভারত। প্রয়োজনীয় কারণ ছাড়া দেশবাসীকে বাড়ি থেকে বেরোতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

যুক্তিপূর্ণ কারণ ছাড়া লকডাউন অগ্রাহ্য করলে কড়া শাস্তির মুখে পড়তে হবে। মহামারি আইনে জারি হয়েছে নির্দেশিকা। এক্ষেত্রে দোষী ব্যক্তির ৬ মাসের হাজতবাস বা হাজার টাকা জরিমানা গুণতে হবে। কলকাতা পুলিশও জারি করেছে কড়া বার্তা। বিভিন্ন রাস্তায় চলছে নাকা-চেকিং।

West Bengal coronavirus India corona kolkata
Advertisment