Corona Lockdown Situation Updates: পেনশন কমছে না কেন্দ্রীয় সরকারি কর্মীদের

সম্প্রতি একটি ভুয়ো খবর ছড়ায়, যেখানে বলা হয়েছিল দেশের এই পরিস্থিতিতে কমতে কিংবা বন্ধ হতে পারে পেনশন।

সম্প্রতি একটি ভুয়ো খবর ছড়ায়, যেখানে বলা হয়েছিল দেশের এই পরিস্থিতিতে কমতে কিংবা বন্ধ হতে পারে পেনশন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রতীকী ছবি।

করোনা আবহে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর শোনাল অর্থমন্ত্রক। সম্প্রতি একটি ভুয়ো খবর ছড়ায়, যেখানে বলা হয়েছিল দেশের এই পরিস্থিতিতে কমতে কিংবা বন্ধ হতে পারে পেনশন। রবিবারই অর্থমন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয় যে বেতন কিংবা পেনশনে কোনওরকম কাটছাঁট করা হচ্ছে না।

Advertisment

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৫ হাজার অতিক্রান্ত। রবিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যা অনুসারে ভারতে করোনা সংক্রামিতের সংখ্যা ১৫,৭১২। সুস্থ হয়ে উঠেছেন ২,২৩০ জন। মৃতের সংখ্যাও বেড়ে হয়েছে ৫০৭ জন। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে করোনার থাবা সবচেয়ে বেশি। করোনা সংক্রমণ বৃদ্ধির নিরিখে ইতিমধ্যেই হটস্পট ও ক্লাস্টার চিহ্নিত করা হয়েছে। ব্যাপক হারে নমুনা পরীক্ষাই এখন সরকারের অন্যতম অগ্রাধিকার। এই আবস্থায় কোনও রোগী জ্বর, সর্দি-কাশি নিয়ে হাসপাতালে গেলেই তাঁর নমুনা পরীক্ষা হবে। শুধু তাই নয়, অন্যান্য রোগ নিয়ে হাসপাতালে গেলেও রোগীর করোনা পরীক্ষা করা হবে। করোনা সংক্রমণ রুখতে দেশের প্রতিটি হাসপাতালকেই সব রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে নির্দেশ দেওয়া হবে।

বাংলাতেও করোনায় মৃত ও আক্রান্তের সংখ্য়া বাড়েছে। পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত ১৭৮ জন, মৃত বেড়ে হয়েছে ১২। শনিবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই সংখ্যা জানিয়েছেন মুখ্যসচিব রাজীব সিনহা।গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ২৩ লক্ষের বেশি। মৃত ১.৬ লাখ। কোনোভাবেই রোখা যাচ্ছে না মৃত্যুমিছিল। জনস হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্য অনুসারে গত ২৪ ঘন্টায় মার্কিন মুলুকে মৃত্যু হয়েছে ১,৮৯১ জনের। পরিসংখ্যান অনুযায়ী, আমেরিকায় মোট ৩৮ হাজার ৯২৮ জনের মৃত্যু হয়েছে, সেরে উঠেছেন ৬৬ হাজার ৩৫৭ জন মানুষ।

Read in English

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Live Blog

Coronavirus Lockdown Situation In India West Bengal Kolkata Updates. করোনা লকডাউন পরিস্থিতির সব খবর জানতে চোখ রাখুন এখানে...














21:00 (IST)19 Apr 20





















করোনা আবহে স্বস্তির খবর!

" id="lbcontentbody">
15:55 (IST)19 Apr 20





















পূর্ব বর্ধমানে প্রথম করোনা আক্রান্তের হদিশ

পূর্ব বর্ধমানে এই প্রথম করোনা আক্রান্তের হদিশ মিলল। কলকাতার মেটিয়াবুরুজ ফেরত পূর্ব বর্ধমানের বাসিন্দা এক যুবকের কোভিড পজিটিভ ধরা পরায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জেলাজুড়ে। ওই যুবকের সংস্পর্শে আসা অন্তত ৫০ জনকে কোয়ারেন্টিন সেন্টারে পাঠানো হয়েছে। যুবকের বাড়ি খণ্ডঘোষ থানার বাদুলিয়া গ্রামকে সিল করে দেওয়া হয়েছে।

publive-image

15:45 (IST)19 Apr 20





















ভারতে করোনাভাইরাসে সামগ্রিক মৃত্যুহার ৩.৩%

ভারতে এখনও পর্যন্ত করোনাভাইরাসে সামগ্রিক মৃত্যুহার ৩.৩ শতাংশ। এর মধ্যে ৭৫.৩ শতাংশই ষাটোর্ধ্ব। মৃতদের ৮৩ শতাংশই ক্রনিক রোগে ভুগছিলেন। স্বাস্থ্যমন্ত্রকের বিশ্লেষণে প্রকাশ, মৃতদের ৪২.২ শতাংশই পঁচাত্তর বছরের বেশি বয়সী। এরমধ্য়ে ৬০-৭৫ বছর বয়সী প্রায় ৩৩.১ শতাংশের মৃত্যু হয়েছে। ৪৫-৬০ বছর বয়য়ী করোনায় মৃতের সংখ্যা প্রায় ১০.৩ শতাংশ। ১৪.৪ শতাংশ মৃতের বয়স ৪৫ বছরের নিচে।

করোনা হানায় ক্রমশ উদ্বেগ বাড়ছে দেশে। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৫ হাজার পার করেছে। সাংবাদিক বৈঠকে স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল আরও জানিয়েছেন, এখনও পর্যন্ত ২১.৮ শতাংশ করোনা আক্রান্তের তবলিঘি জামাত যোগ চিহ্নিত করা গিয়েছে। দিল্লি, তেলঙ্গানা, তামিলনাড়ুতে তাঁরা আক্রান্ত হয়েছেন। পড়ুন বিস্তারিত

15:44 (IST)19 Apr 20





















রাজ্যে স্বাস্থ্য সচিবকে কোয়ারান্টাইনে পাঠানোর ভাবনা

শনিবার রাজ্যে যে ২৩ জনের করোনাভাইরাসের সংক্রমণের খবর পাওয়া গিয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের ৫২ বছর বয়সী এক শীর্ষ আধিকারিক, এবং একটি ২১ মাসের শিশু। এই নিয়ে রাজ্যে সক্রিয় করোনাভাইরাস কেসের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৮; মৃতের তালিকায় সংযোজন হয়েছে আরও দু’জনের, ফলে এখন পর্যন্ত সরকারিভাবে মৃত ১২ জন।

নবান্নে এক সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা বলেন, “গত ২৪ ঘণ্টায় ২৩ জন নতুন COVID-19 পজিটিভ রোগীর খবর পাওয়া গিয়েছে, এবং রোগমুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন সাতজন। বর্তমানে রাজ্যে সক্রিয় কেসের সংখ্যা ১৭৮, সেরে উঠেছেন মোট ৬২ জন।” সক্রিয় কেস-এর হিসেব করা হচ্ছে রোগমুক্ত এবং মৃতদের বাদ দিয়ে। তবে নতুন করে আক্রান্তদের ক্ষেত্রে জেলাওয়ারি হিসেব এখনও দেয় নি রাজ্য। পড়ুন বিস্তারিত

14:28 (IST)19 Apr 20





















ই-কমার্সে অনাবশ্যক পন্যের ডেলিভারিতে নিষেধাজ্ঞা

অত্যাবশ্যকীয় পণ্য বাদে লকডাউনে ই-কমার্সের কাজে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র। তবে, অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহে কোনও বাধা নেই বলে জানানো হয়েছে। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই মর্মেই নির্দেশিকা জারি করা হয়েছে।

লকডাউনে মেয়াদ ৩ মে পর্যন্ত বাড়ানো হয়। তারপর গত বুধবার, নতুন নির্দেশিকা জারি হয়। সেখানেই উল্লেখ ছিল যে, লকডাউনে ২০ এপ্রিল থেকে ই-কামার্সের নির্দিষ্ট ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। কিন্তু, অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ ছাড়া রবিবার নির্দেশিকা জারি করে ই-কমার্সের বাকি ক্ষেত্রে ছাড় প্রত্যাহার করল কেন্দ্র। পড়ুন বিস্তারিত

12:55 (IST)19 Apr 20





















সম্পূর্ণ লকডাউনেই দিল্লি

কৃষি সহ বেশ কয়েকটি ক্ষেত্রকে লকডাউনের আওতার বাইরে রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্র। তবে, দিল্লিতে সেই নির্দেশ বলবৎ হবে না। জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মুখ্যমন্ত্রী মনে করছেন, দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্য়া বাড়ছে। এই পরিস্থিতিতে অর্থনীতির স্বার্থে চলাফেরা ও কার্ষকলাপে ছাড় দিলে অবস্থা আরও শোচনীয় হতে পারে। এক সপ্তাহ পরে এই ছাড়ের বিষয়টি পুনর্বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে।কেজরিওয়াল বলেছেন, 'অর্থনৈতিক স্বার্থে আমিও লকডাউনে বেশ কয়েকটি ক্ষেত্রে ছাড় দাবি করেছিলাম। কিন্তু, এর জন্য বহু মানুষের প্রাণ চলে যেতে পারে। তখন আমরা নিজেদেরই ক্ষমা করতে পারব না। দিল্লিবাসীর শারীরিক অবস্থায় কথা মাথায় রেখে সিন্ধান্ত নিয়েছি যে, এখন কোনও ছাড় দেওয়া হবে না। এক সপ্তাহ বাদে পরিস্থিতি পর্যালোচনা করে ছাড়ের সিন্ধান্ত নেওয়া হবে।'

12:10 (IST)19 Apr 20





















বিস্মিত রাজ্যপাল

করোনা আবহে ফের তিক্ততা বাড়ছে রাজ্যপাল-নবান্ন সম্পর্কের। রেশন ও ত্রাণ বন্টন নিয়ে স্বরাষ্ট্রসচিবের জবাবে বিস্ময় প্রকাশ করে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রবিবার টুইটে রাজ্যপাল লেখেন, 'বিজেপি সাংসদদের কাজে বাধা দেওয়া হচ্ছে। একজন ১০০০ মানুষকে খাবার বিলি করতে পারেন। কিন্তু এই পরিস্থিতিতে অন্যরা কেন কিছুই করতে পারেন না। আমি বিস্মিত। এই দেখনদারি আচরণ মোটেও কাম্য নয়। এসব মেনে নেওয়া যায় না। আচরণে বদল আনুন- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন। সাংসদ সুভাষ সরকার, অর্জুন সিং, জন বার্লা, রাজু বিস্তের অভিযোগ যথেষ্ট যুক্তিপূর্ণ। তাঁরা কাজে সত্যিই বাধা পেয়েছেন। অভিযোগ উড়িয়ে দেওয়ার মতো নয়।'

11:15 (IST)19 Apr 20





















চার রাজ্যে ওষুধের দোকানগুলোকে বিশেষ নির্দেশ

কেউ জ্বর, সর্দি-কাশির ওষুধ কিনলেই ক্রেতার নাম, ঠিকানা ও ফোন নম্বর নথিভুক্ত করে রাখতে হবে। ওষুধের দোকানগুলিকে এই নির্দেশ দিয়েছে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, বিহার ও মহারাষ্ট্র সরকার। রোগী করোনা আক্রান্ত কিনা তা জানতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। স্বাস্থ্যমন্ত্রক ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে যে, কোনও রোগী জ্বর, সর্দি-কাশি নিয়ে হাসপাতালে গেলেই তাঁর নমুনা পরীক্ষা হবে।

বহু মানুষ প্যারাসিটামল জাতীয় ওষুধ কিনছেন। করোনার উপসর্গ জ্বর, সর্দি-কাশি হলেই প্যারাসিটামল খাচ্ছেন। মনে করা হচ্ছে, করোনা পরীক্ষা ও কোয়ারেন্টাইনে যাওয়া এড়াতেই মানুষের এই পদক্ষেপ। এছাড়া রয়েছে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়ার ভয়। ইতিমধ্যেই তেলেঙ্গানায় এমন বহু করোনা আক্রান্তের সন্ধান মিলেছে যাঁরা প্রথমে নিজে থেকেই জ্বরের ওষুধ খেযেছিলেন। পরে, পরীক্ষায় পজেটিভ ধরা পড়ে। এই ধরনের ঘটনা এড়াতেই চার রাজ্যে ওষুধের দোকানগুলিকেবিশেষ এই নির্দেশ দিয়েছে। পড়ুন বিস্তারিত

10:16 (IST)19 Apr 20





















৪ মে থেকে দেশের বাছাই করা গন্তব্যে বিমান পরিষেবা

আগামী ৪ মে থেকে দেশের মধ্যে বাছাই করা কিছু গন্তব্যে বিমান পরিষেবা চালু করতে চলেছে এয়ার ইন্ডিয়া। পয়লা জুন থেকে চালু হচ্ছে বিশেষ কিছু পথে আন্তর্জাতিক বিমান পরিষেবা। দেশের দ্বিতীয় দফার লকডাউনের মধ্যেই এই ঘোষণা করল এয়ার ইন্দিয়া কর্তৃপক্ষ।

বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, “সারা বিশ্বে চলতে থাকা জরুরি অবস্থার কথা মাথায় রেখে ৩ মে এবং ৩১ মে পর্যন্ত যথাক্রমে দেশের মধ্যে এবং আন্তর্জাতিক সমস্ত গন্তব্যে বিমান পরিষেবা বন্ধ রাখা হবে”। শনিবার থেকে সংস্থার ওয়েবসাইটেও একই তথ্যের উল্লেখ করা হয়েছে। পড়ুন বিস্তারিত

10:14 (IST)19 Apr 20





















জ্বরের লক্ষণ দেখা দিলেই পরীক্ষা

করোনা সংক্রমণ বৃদ্ধির নিরিখে ইতিমধ্যেই হটস্পট ও ক্লাসটার চিহ্নিত করা হয়েছে। ব্যাপকহারে নমুনা পরীক্ষাই এখন সরকারের অন্যতম অগ্রাধিকার। এই আবস্থায় কোনও রোগী জ্বর, সর্দি-কাশি নিয়ে হাসপাতালে গেলেই তাঁর নমুনা পরীক্ষা হবে। শুধু তাই নয়, অন্যান্য রোগ নিয়ে হাসপাতালে গেলেও রোগীর করোনা পরীক্ষা করা হবে। করোনা সংক্রমণ রুখতে দেশের প্রতিটি হাসপাতালকেই সব রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে নির্দেশ দেওয়া হবে। পড়ুন বিস্তারিত

09:59 (IST)19 Apr 20





















২৪ ঘন্টায় ৯২০ কোভিড-১৯ পজিটিভ

রবিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যা অনুসারে ভারতে করোনা সংক্রামিতের সংখ্যা ১৫,৭১২। গত ২৪ ঘন্টায় ভারতজুড়ে মোট ৯২০ জন সংক্রমিত হয়েছেন। সুস্থ হয়ে উঠেছেন ২,২৩০ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫০৭ জন।

করোনা-যুদ্ধে ভারতের প্রশংসা করেছে রাষ্ট্রসংঘ। অতিমারী দমনের লড়াইয়ে যেসব দেশ অন্য় দেশকে সাহায্য়ের জন্য় হাত বাড়িয়ে দিয়েছে সেই সব দেশকে স্যালুট জানিয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেজ।

উত্তরবঙ্গে বিজেপি নেতাদের ত্রাণ সামগ্রী বিলি ঘিরে পুলিশি আটকের যে অভিযোগ সামনে এসেছে রাজ্যে তার ভিত্তিতে এবার রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহার কাছে ঘটনার প্রতিক্রিয়া চেয়ে পাঠিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

kolkata India West Bengal coronavirus corona