Advertisment

প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের বিয়ের সেলিব্রেশনে মাতবেন মুম্বইয়ের প্রখ্যাত ডাব্বাওলারাও

মহারাষ্ট্রের বিয়ের ট্রাডিশনার পোশাক ব্রিটিশ কনস্যুলেটের মাধ্যমে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলকে উপহার হিসেবে পাঠানোর পরিকল্পনা নিয়েছে ডাব্বাওয়ালাদের সংগঠন।

author-image
IE Bangla Web Desk
New Update
dabbawalas

প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের বিয়ের দিন মিষ্টিমুখ করাবেন ডাব্বাওয়ালারা। প্রতীকী ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস।

হাতে আর মাত্র ক’টা দিন, তারপরই ব্রিটিশ রাজ পরিবারে বাজবে সানাই। প্রিন্স হ্যারি ও হলিউড অভিনেত্রী মেগান মার্কেলের চার হাত এক হবে এবার। এই হাই প্রোফাইল বিয়ের উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে এ দেশের মায়ানগরীতেও। প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের বিয়ের সেলিব্রেশনে মাতবেন মুম্বইয়ের ডাব্বাওয়ালারাও। মধ্যাহ্নভোজের খাবার ভরা টিফিন বক্স অফিসকর্মীদের কাছে পৌঁছে দিয়ে যাঁরা বাণিজ্যনগরীতে এক অনন্য নজির করে চলেছেন নিয়মিত, এবার তাঁরাই ব্রিটিশ রাজ পরিবারের এই এলাহি বিয়েতে মাতবেন। আগামী ১৯ মে গাঁটছড়া বাঁধবেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। ওই দিন মুম্বইয়ে সরকারি হাসপাতালের রোগীদের পরিজনদের মিষ্টি বিলি করবেন ডাব্বাওয়ালারা। এমনই অভিনব ভাবে ব্রিটিশ রাজপরিবারের বিয়েতে মেতে উঠবেন এঁরা।

Advertisment

আরও পড়ুন, চুপিসাড়ে বিয়ে সেরে ফেললেন নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদি

এ প্রসঙ্গে মুম্বইয়ে ডাব্বাওয়ালা অ্যাসোসিয়েশনের মুখপাত্র সুভাষ তালেকর বলেন, ‘‘ব্রিটিশ রাজ পরিবারের সঙ্গে আমাদের অনেক আবেগ জড়িয়ে রয়েছে। কয়েক বছর আগে প্রিন্স চার্লসের বিয়েতে আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম আমরা। সেখানে আমাদের খুব শ্রদ্ধা দেখিয়েছিলেন ওঁরা।’’ ১৯ মে বিয়ের দিন, টাটা মেমোরিয়্যাল হাসপাতাল, কেইএম হাসপাতাল ও ওয়াদিয়া হাসপাতালের রোগীর পরিজনদের মিষ্টি বিতরণ করা হবে বলে জানিয়েছেন তিনি। এই হাসপাতালগুলিতে রোগীর পরিজনদের নিয়মিত খাবারও বিতরণ করেন তাঁরা বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন, সাত পাকে বাঁধা পড়লেন সোনম কাপুর, মুম্বইয়ে জমকালো বিয়ের অনুষ্ঠান

শুধু মিষ্টিমুখ করিয়ে সেলিব্রেশনই নয়, বিয়েতে হবু দম্পতির জন্য উপহারও পাঠানো হচ্ছে ডাব্বাওয়ালাদের তরফে। মহারাষ্ট্রের বিয়ের ট্রাডিশনাল পোশাক ব্রিটিশ কনস্যুলেটের মাধ্যমে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলকে উপহার হিসেবে পাঠানোর পরিকল্পনা নিয়েছে ডাব্বাওয়ালাদের সংগঠন।

prince harry national news meghan markle
Advertisment