PM Modi Varanasi Visit : বিমানবন্দরে নেমেই 'অ্যাকশনে' মোদী, চাইলেন রিপোর্ট! প্রশাসনকে কঠোরতম ব্যবস্থা নেওয়ার নির্দেশ

PM Modi Varanasi Visit : বারাণসী বিমানবন্দরে অবতরণের সঙ্গে সঙ্গে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের কাছ থেকে গোটা ঘটনার সম্পূর্ণ বিবরণ নেন এবং পাশাপাশি মোদীর স্পষ্ট নির্দেশ, 'এই মামলায় কঠোর ব্যবস্থা নিন'।

PM Modi Varanasi Visit : বারাণসী বিমানবন্দরে অবতরণের সঙ্গে সঙ্গে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের কাছ থেকে গোটা ঘটনার সম্পূর্ণ বিবরণ নেন এবং পাশাপাশি মোদীর স্পষ্ট নির্দেশ, 'এই মামলায় কঠোর ব্যবস্থা নিন'।

author-image
IE Bangla Web Desk
New Update
PM Modi Varanasi Visit

বিমানবন্দরে নেমেই 'অ্যাকশনে' মোদী, চাইলেন রিপোর্ট! প্রশাসনকে কঠোরতম ব্যবস্থা নেওয়ার নির্দেশ

PM Modi Varanasi Visit : বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে অ্যাকশনে মোদী। চেয়ে পাঠালেন রিপোর্ট! প্রশাসনকে কঠোরতম ব্যবস্থা নেওয়ার নির্দেশ। 

Advertisment

বারাণসী বিমানবন্দরে অবতরণের সঙ্গে সঙ্গে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের কাছ থেকে গোটা ঘটনার সম্পূর্ণ বিবরণ নেন এবং পাশাপাশি মোদীর স্পষ্ট নির্দেশ, 'এই মামলায় কঠোর ব্যবস্থা নিন'।  

নিজের সংসদীয় নির্বাচনী এলাকায় ৫০তম সফরে আজ বারাণসীতে আসেন প্রধানমন্ত্রী মোদী। বিমানবন্দরে অবতরণের পরপরই, জেলার শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে একটি দিন কয়েক আগেই বারাণসীতে ঘটে যাওয়া ধর্ষণ কাণ্ডের বিষয়ে যাবতীয় তথ্য নেন। শহরে সাম্প্রতিক ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী পুলিশ কমিশনার, বিভাগীয় কমিশনার এবং জেলা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন।  

প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে এই ঘটনায় জড়িত সকল অপরাধীকে চিহ্নিত করতে হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, শহরের আইনশৃঙ্খলাকে যে কোন  মূল্যে আও কঠোর করতে হবে।  ভবিষ্যতে এই ধরনের ঘটনার যাতে না পুনরাবৃত্তি না ঘটে তার জন্য তিনি প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।

Advertisment

বাংলার রাজনীতিতে নক্ষত্র পতন! প্রয়াত রেজ্জাক মোল্লা

প্রধানমন্ত্রী বলেন, বারাণসী কেবল একটি ধর্মীয় ও সাংস্কৃতিক শহর নয়, গোটা দেশের মধ্যে বারাণসীর এক আলাদা মাহাত্ম্য রয়েছে। এই শহরে নিরাপত্তা ব্যবস্থা কঠোর হওয়া উচিত যাতে এখানে আগত ভক্ত, পর্যটক এবং স্থানীয় মানুষ সম্পূর্ণ নিরাপদে থাকতে পারেন। 

দিন কয়েক আগে, বারাণসীতে ১৯ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের মত গুরুতর ঘটনা সামনে আসতেই দেশ জুড়ে তোলপাড় পড়ে যায়। ঘটনার জেরে স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।  বারাণসী সফরের সময়, প্রধানমন্ত্রী উন্নয়নের পাশাপাশি বারাণসীকে নারী, শিশু এবং সাধারণ নাগরিকদের জন্য একটি নিরাপদ শহর হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

'একদিন জেলে যেতেই হবে', SSC-কাণ্ডে মুখ্যমন্ত্রীকে চরম বার্তা দিলীপের!

বিজেপি কর্মী এবং স্থানীয় জনপ্রতিনিধিরা প্রধানমন্ত্রীর এই কঠোর অবস্থানের প্রশংসা করে বলেছেন, "প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে, অপরাধের বিরুদ্ধে "জিরো টলারেন্স" নীতি রয়েছে সরকারের।  প্রধানমন্ত্রীর এই হস্তক্ষেপ কেবল নির্যাতিতা ও পরিবারকে ন্যায়বিচার পেতে সাহায্য করবে তাই নয় বরং পুলিশ ও প্রশাসনকেও ভবিষ্যতে আরও সতর্ক করবে"।  

modi