Advertisment

Earthquake Today: ভয়াবহ ভূমিকম্প! কেঁপে উঠল দিল্লি, চূড়ান্ত আতঙ্ক

Delhi Earthquake: আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পের প্রভাব পড়ল দিল্লিতে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.৭। সকাল ১১.২৬ মিনিটে ভূমিকম্প অনুভূন হয়।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Earthquake in various areas of Duars including Jalpaiguri, ভূমিকম্প, জলপাইগুড়িতে ভূমিকম্প

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পের প্রভাব পড়ল দিল্লিতে।

Delhi Afganistan Earthquake: আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পের প্রভাব পড়ল দিল্লিতে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.৭। আফগানিস্তানের স্থানীয় সময় অনুযায়ী সকাল ১১.২৬ মিনিটে ভূমিকম্প অনুভূত  হয়, যার প্রভাব পড়ে দিল্লিতেও। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কাবুল থেকে সামান্য দূরে মাটির ২৫৫ কিলোমিটার গভীরে এবং এর তীব্রতা এতটাই বেশি ছিল যে দিল্লিতেও কম্পন অনুভূত হয়েছে।

Advertisment

'আন্দোলনরত চিকিৎসকদের হুমকি দিইনি', বিতর্ক বাড়তেই সোচ্চার মমতা

ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টারের মতে, বৃহস্পতিবার সকাল ১১টা ২৬ মিনিটে কাবুলের ২৭৭ কিলোমিটার উত্তর-পূর্বে মাটির ২৫৫ কিলোমিটার গভীরে ৫.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হাতে। কম্পনটি এতই শক্তিশালী ছিল যে কম্পন দিল্লি-এনসিআর অঞ্চলেও অনুভূত হয়েছে। দিল্লির পাশাপাশি দিরাজস্থানের কিছু এলাকায় ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন।

২৪ ঘন্টার মধ্যে ২ নাবালিকাকে ধর্ষণ, তোলপাড় ফেলা অভিযোগ যোগীরাজ্যে

Afganistan delhi earthquake
Advertisment