Delhi Doctor Shot Dead:আরজি কর কান্ডের ঘটনায় যখন দেশ জুড়ে প্রতিবাদ বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে, হাসপাতালের ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে ফের লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা, ঠিক সেই সময় দিল্লির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসককে পয়েন্ট জিরো রেঞ্জ থেকে গুলি করে খুনের ঘটনায় দেশ জুড়ে আলোড়ণ পড়ে গিয়েছে। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, প্রথমে হাসপাতালে এসে আততায়ীরা ওই চিকিৎসকের বিষয়ে খোঁজ নেন, এরপর ড্রেসিং-য়ের অজুহাতে তার কেবিনে ঢুকে চিকিৎসককে লক্ষ্য করে পয়েন্ট জিরো রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়।
চিকিৎসক খুনের ঘটনায় আলোড়ন সৃষ্টি হয়েছে দিল্লিতে। দিল্লির জৈতপুর এলাকায় এক বেসরকারি হাসপাতালের চিকিৎসককে গুলি করে খুনের ঘটনায় ছড়িয়েছে চূড়ান্ত চাঞ্চল্য। জানা গিয়েছে দুই নাবালক চিকিৎসার অজুহাতে হাসপাতালে এসে পয়েন্ট জিরো রেঞ্জ থেকে ওই চিকিৎসককে লক্ষ্য করে গুলি ছোঁড়ে । দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, প্রথমে হাসপাতালে ওই চিকিৎসকের বিষয়ে খোঁজ নেওয়া হয়েছিল।
দুর্ঘটনার পর অর্ধশতাব্দী পার, বরফ ঢাকা পাহাড় থেকে উদ্ধার চার সেনার নিথর দেহ
হাসপাতালের তরফে জানানো হয়েছে গতকাল রাত ১টার নাগাদ দুই যুবক হাসপাতালে আসে এবং তাদের মধ্যে একজন ডাক্তারকে পায়ের ড্রেসিং বদলানোর অজুহাতে তাঁর কেবিনে ঢোকেন। এর পর হামলাকারীরা কেবিনে ঢুকে ডাক্তারকে খুব কাছ থেকে গুলি করে খুন করে। দিল্লি পুলিশ রাত ১.৪৫ মিনিটে এই ঘটনার খবর পায়। হাসপাতালের পাশের বাসিন্দা এক ব্যক্তি ফোনে পুলিশকে খবর দেন।
দিল্লি পুলিশ জানিয়েছে, মৃত চিকিৎসকের নাম জাভেদ। হাসপাতালের কর্মীদের মতে, দুই যুবক চিকিৎসা করতে এসেছিলেন। চিকিৎসা শেষে চিকিৎসকের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন। চিকিৎসকের কেবিনে যেতেই তারা চিকিৎসককে গুলি করেন। পুলিশ এই ঘটনায় এফআইআর দায়ের করেছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্তদের খোঁজে চলছে জোর তল্লাশি ।
রাতভর বাঁশদ্রোণী থানায় ধর্না, গ্রেফতার BJP নেত্রী রূপা গাঙ্গুলি