Advertisment

Rupa Ganguly Arrested: রাতভর বাঁশদ্রোণী থানায় ধর্না, গ্রেফতার BJP নেত্রী রূপা গাঙ্গুলি

Rupa Ganguly Arrested: বাঁশদ্রোণী থানায় গতকাল রাত থেকে ধর্না কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। পুলিশের কাজে বাধার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Rupa Ganguly Arrested, রূপা গাঙ্গুলি গ্রেফতার

লালবাজারের সেন্ট্রাল লক আপে বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়।

BJP Leader Rupa Ganguly Arrested: ছাত্র মৃত্যুকে কেন্দ্র করে বুধবার চূড়ান্ত উত্তেজনা ছড়িয়ে পড়েছিল কলকাতা দক্ষিণ শহরতলির বাঁশদ্রোণীতে। নবম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু ঘিরে গতকাল ব্যাপক গণ্ডগোল চলে বাঁশদ্রোণীতে। তারই জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায়। বাঁশদ্রোণীতে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি। থানা ঘেরাও কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করা হয় রূপা গঙ্গোপাধ্যায়কে (Rupa Ganguly Arrested)।

Advertisment

বুধবার মহালয়ার দিনে বাঁশদ্রোণীতে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। পে লোডারের ধাক্কায় স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যুর পর রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। স্থানীয় প্রশাসন ও এলাকার কাউন্সিলরের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার বাসিন্দারা। পে লোডারটিতেও ভাঙচুর চালানো হয়। এলাকার উত্তেজনাকর পরিস্থিতির খবর পেয়ে সেখানে গিয়ে পৌঁছে পাটুলি থানার পুলিশ। পুলিশের উপরেও আক্রমণের অভিযোগ ওঠে উত্তেজিত বাসিন্দাদের বিরুদ্ধে। এলাকার কাউন্সিলর ঘটনাস্থলে না আসায় ক্ষোভের আগুন তীব্র হতে থাকে।

পাটুলি থানার ওসিকে আটকে রেখে বিক্ষোভ চলে। কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার প্রদীপ ঘোষাল গতকাল সেখানে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন। এরপর রাতেই বাঁশদ্রোণী থানায় গিয়ে বিক্ষোভ শুরু করেন বিজেপির কর্মী-সমর্থকরা। সেই কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। পুলিশের সঙ্গে তর্কাতর্কি বেঁধে যায় বিজেপি নেতৃত্বের। রুবি মণ্ডল-সহ বিজেপির বেশ কয়েকজন আটক করে পুলিশ। এরপরে বিজেপি নেত্রী রূপা গাঙ্গোপাধ্যায় জানিয়ে দেন, তিনি রাতভর থানার সামনে ধরনা অবস্থানে থাকবেন।

আরও পড়ুন- West Bengal Weather Update: বঙ্গোপসাগরে আবারও দানা বাঁধছে নিম্নচাপ! পুজো ভাসাবে বৃষ্টি? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট

আরও পড়ুন- Durga Puja 2024: পুজো শুরু পুরোদমে! মহালয়ার রাতেই শ্রীভূমির পুজোয় উপচে পড়া ভিড

আরও পড়ুন- Durgapuja 2024 : নজরকাড়া থিমে কলকাতাকে টেক্কা! লাখো দর্শনার্থীর প্রশংসা কুড়াতে তৈরি কল্যাণী আইটিআই মোড়ের পুজো

সেই মতো রাতভর ধরনার পর বৃহস্পতিবার সকালে রূপা গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে বিজেপি নেত্রীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। গ্রেফতার করে রূপা গঙ্গোপাধ্যায়কে লালবাজারে নিয়ে যায় পুলিশ।

bjp rupa ganguly Arrested
Advertisment