BJP Leader Rupa Ganguly Arrested: ছাত্র মৃত্যুকে কেন্দ্র করে বুধবার চূড়ান্ত উত্তেজনা ছড়িয়ে পড়েছিল কলকাতা দক্ষিণ শহরতলির বাঁশদ্রোণীতে। নবম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু ঘিরে গতকাল ব্যাপক গণ্ডগোল চলে বাঁশদ্রোণীতে। তারই জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায়। বাঁশদ্রোণীতে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি। থানা ঘেরাও কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করা হয় রূপা গঙ্গোপাধ্যায়কে (Rupa Ganguly Arrested)।
বুধবার মহালয়ার দিনে বাঁশদ্রোণীতে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। পে লোডারের ধাক্কায় স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যুর পর রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। স্থানীয় প্রশাসন ও এলাকার কাউন্সিলরের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার বাসিন্দারা। পে লোডারটিতেও ভাঙচুর চালানো হয়। এলাকার উত্তেজনাকর পরিস্থিতির খবর পেয়ে সেখানে গিয়ে পৌঁছে পাটুলি থানার পুলিশ। পুলিশের উপরেও আক্রমণের অভিযোগ ওঠে উত্তেজিত বাসিন্দাদের বিরুদ্ধে। এলাকার কাউন্সিলর ঘটনাস্থলে না আসায় ক্ষোভের আগুন তীব্র হতে থাকে।
পাটুলি থানার ওসিকে আটকে রেখে বিক্ষোভ চলে। কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার প্রদীপ ঘোষাল গতকাল সেখানে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন। এরপর রাতেই বাঁশদ্রোণী থানায় গিয়ে বিক্ষোভ শুরু করেন বিজেপির কর্মী-সমর্থকরা। সেই কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। পুলিশের সঙ্গে তর্কাতর্কি বেঁধে যায় বিজেপি নেতৃত্বের। রুবি মণ্ডল-সহ বিজেপির বেশ কয়েকজন আটক করে পুলিশ। এরপরে বিজেপি নেত্রী রূপা গাঙ্গোপাধ্যায় জানিয়ে দেন, তিনি রাতভর থানার সামনে ধরনা অবস্থানে থাকবেন।
আরও পড়ুন- Durga Puja 2024: পুজো শুরু পুরোদমে! মহালয়ার রাতেই শ্রীভূমির পুজোয় উপচে পড়া ভিড
সেই মতো রাতভর ধরনার পর বৃহস্পতিবার সকালে রূপা গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে বিজেপি নেত্রীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। গ্রেফতার করে রূপা গঙ্গোপাধ্যায়কে লালবাজারে নিয়ে যায় পুলিশ।