কানায় কানায় পূর্ণ মোতেরা স্টেডিয়াম। তারই মাঝে মঞ্চে এলেন সস্ত্রীক প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রধানমন্ত্রী মোদী। শুরু হল 'নমস্তে ট্রাম্প' অনুষ্ঠান। তাঁদের দেখেই উচ্ছ্বাসে ভাসল মোতেরা। ভাষণে ভারত ও 'বন্ধু' মোদীকে প্রশংসায় ভরিয়ে দিলেন ট্রাম্প। জানালেন, '৮০০০ হাজার মাইল দূর থেকে এদেশে এসেছি শুধু বলতে যে, ভারতকে আমেরিকা ভালবাসে।' মোদীকে তাঁর প্রকৃত বন্ধু হিসাবেও সম্বোধন করেন ট্রাম্প। এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি থেকে সন্ত্রাসবাদ দমনে উভয় দেশের পদক্ষেপ প্রসঙ্গেও এদিন মুখ খোলেন প্রেসিডেন্ট। অসন্তোষ ঝেড়ে মঙ্গলবার ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি হবে বলেও এদিন ঘোষণা করেন তিনি।
ভারণের শুরুতেই মোতেরায় দর্শকদের উদ্দেশ্যে হিন্দিতে 'নমস্তে' বলেন প্রেসিডেন্ট। এরপরই চা-ওয়ালা মোদীর স্তুতি করেন তিনি। বলেন, 'মোদী চায়ের দোকানে কাজ করেও দেশের প্রধানমন্ত্রী হয়েছে। যা উজ্জ্বল একটি দিক। এর থেকেই প্রমাণিত যে ভারতে যে কেউ ক্ষমতার চরমসীমায় পৌঁছাতে পারে।' গত কয়েক বছর ধরে ভারতের উন্নয়নে মোদী প্রভূত পদক্ষেপ করেছে বলে জানান ট্রাম্প। আশাপ্রকাশ করে বলেন, 'ভারত শুধু মহাকাশে একাধিক উপগ্রহই পাঠাচ্ছে না। ভারতীয় অর্থনীতিও ঊর্ধ্বমুখী। আগামী ১০ বছরের মধ্যে এ দেশ থেকে দারিদ্র বিলুপ্ত হয়ে যাবে।'
Addressing #NamasteTrump with my friend @realdonaldtrump. Join live! https://t.co/yzeG58lS8S
— Narendra Modi (@narendramodi) February 24, 2020
মোতেরার অভ্যর্থনায় মুগ্ধ ট্রাম্প। বললেন, ' বৈচিত্রই ভারতের শক্তি। ভারতের আতিথেয়তা আমি ও মেলানিয়া চিরকাল মনে রাখব। ভারত আমেরিকা একে অপরের প্রকৃত বন্ধু।'
সিএএ-প্রস্তাবিত এনআরসি নিয়ে ভারতজুড়ে প্রতিবাদ আন্দোলন চলছে। এ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল আন্তর্জাতিক মঞ্চ। এ দেশে এসে ধর্মীয় স্বাধীনতার অধিকার নিয়ে ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীকে প্রশ্ন করতে পারেন বলে জানিয়েছিলেন হোয়াইট হাউসের আধিকারিক। কিন্তু, মোদীকে স্বস্তি দিয়ে ভারতের বহুত্ববাদ, সংস্কৃতির উল্লেখ করে এদিন মোতেরায় প্রেসিডেন্ট বলেন, 'ভারতের একতাই বিশ্বের অনুপ্রেরণা। এদেশে হিন্দু, মুসলমান, খ্রিষ্টান সবাই মিলেমিশে থাকেন।'
আরও পড়ুন: ভারতের আতিথেয়তা আমি মনে রাখব: ট্রাম্প
সন্ত্রাসবাদ মোকাবিলায় প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতকে সবধরণের সহায়তার আশ্বাস দেন প্রেসিডেন্ট। ঘোষণা করেন যে, 'মঙ্গলবার প্রতিরক্ষাক্ষেত্রে তিনশ কোটি ভারত-মার্কিন চুক্তি সম্পন্ন হবে। ভারতকে অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করবে আমেরিকা।' ইসলামিক সন্ত্রাসবাদ মোকাবিলাতেও এক যোগে কাজ করবে ভারত আমেরিকা। এই প্রসঙ্গেই সন্ত্রাসদমনে বিশেষত পাকিস্তানের মাটি থেকে জঙ্গিবাদ মুছে দিতে একযোগে কাজের বার্তা দেন ট্রাম্প। এছাড়াও যুদ্ধের অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক নিয়ে আশাপ্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।
পরে মোদীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে নিজের ভাষণ শেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প।
আরও পড়ুন: ৩০০ বছরের ইতিহাসে প্রথমবার, স্নান করল তাজমহল
'নমস্তে ট্রাম্প' অনুষ্ঠানের শেষে জবাবি ভাষণে ভারত আমেরিকার মধ্যে স্বাভাবিক, স্বতস্ফূর্ত বন্ধুত্ব রয়েছে ও থাকবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী মোদী।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন