Advertisment

Israel-Hamas: হামাসকে চরম হুঁশিয়ারি, বন্দীমুক্তিতে ডেডলাইন ট্রাম্পের

Israel-Hamas War: ট্রাম্প তার বিবৃতিতে বলেছেন, "যদি বন্দীদের মুক্তি না দেওয়া হয়, তাহলে যারা মানবতাবিরোধী এই অপরাধ করেছে তাদের আমেরিকা ইতিহাসের সবচেয়ে বড় শাস্তি দিতে একবারও ভাববে না।"

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Trump confirms plan to declare national emergency

হামাসকে এবার খোলামেলা হুঙ্কার, বন্দীমুক্তিতে ডেডলাইন ট্রাম্পের

Israel-Hamas: হামাসকে খোলাখুলি হুমকি। এবার বন্দীদের মুক্তির দাবিতে জোরালো সওয়াল ভাবী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ২০২৫ সালের ২০ জানুয়ারির মধ্যে হামাসের হাতে বন্দীদের মুক্তি না দিলেই হবে চরম 'সর্বনাশ'।

Advertisment

সোমবার (২ ডিসেম্বর) হামাসের বিরুদ্ধে কড়া মন্তব্য করেছেন আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি গাজা উপত্যকায় বন্দী মানুষদের মুক্তির বিষয়ে হামাসকে সতর্ক করেছেন। ট্রাম্প বলেন, ২০২৫ সালের ২০ জানুয়ারির মধ্যে বন্দীদের মুক্তি না দিলে মধ্যপ্রাচ্যে বিপর্যয় নেমে আসবে। 

ট্রাম্প তার বিবৃতিতে বলেছেন, "যদি বন্দীদের মুক্তি না দেওয়া হয়, তাহলে যারা মানবতাবিরোধী এই অপরাধ করেছে তাদের আমেরিকা ইতিহাসের সবচেয়ে বড় শাস্তি দিতে একবারও ভাববে না।" 

ইজরায়েলের তথ্য অনুসারে, ২০২৩ সালের ৭  অক্টোবর ইজরায়েলে হামাসের হামলার সময় ২৫০ জনেরও বেশি লোককে বন্দী করা হয়েছিল। এর মধ্যে প্রায় ১০১ জন বিদেশী ও ইজরায়েলি  নাগরিক এখনও হামাসের হেফাজতে রয়েছে। হামাস দাবি করেছে যে বন্দীদের মধ্যে মৃত্যু হয়েছে ৩৩ জনের।  

হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে ইজরায়েল হামাসকে নির্মূল করতে লাগাতার হামলা চালিয়ে আসছে। এই যুদ্ধে পুরো গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে তা সত্ত্বেও থেমে নেই হামাস। হামাস ইজরায়েলি সেনাবাহিনীকে গাজা ছাড়ার দাবি জানিয়েছে। হামাসের দাবিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে।

 যুদ্ধ শুরুর পর থেকে ইজরায়েল গাজা উপত্যকায় বারবার হামলা চালিয়ে আসছে। এই হামলায় এ পর্যন্ত ৪৪,৪০০ এর বেশি নিহত হয়েছেন। এ ছাড়া গাজার অধিকাংশ জনসংখ্যা বাস্তুচ্যুত। এ বিষয়ে গাজার ভারপ্রাপ্ত প্রধান খলিল আল-হাইয়া বলেছেন, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত বন্দি বিনিময় হবে না।

Donald Trump Hamas
Advertisment