earthquake: আফগানিস্তানের ভূমিকম্পের আঁচ দিল্লিতেও, সাতসকালে কেঁপে উঠল রাজধানী-সহ বিস্তীর্ণ এলাকা

5.9 Magnitude Quake Strikes Afganistan:বুধবার ভোরে আফগানিস্তানে ৫.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দিল্লি-এনসিআর এবং ভারতের অন্যান্য অংশেও কম্পন অনুভূত হয়েছে, যদিও কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

5.9 Magnitude Quake Strikes Afganistan:বুধবার ভোরে আফগানিস্তানে ৫.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দিল্লি-এনসিআর এবং ভারতের অন্যান্য অংশেও কম্পন অনুভূত হয়েছে, যদিও কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

author-image
IE Bangla Web Desk
New Update
EARTHQUAKE

Earthquake: প্রতীকী ছবি।

earthquake afganistan tremors magnitude in delhi noida ncr: বুধবার আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৫.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে জাতীয় ভূকম্পন কেন্দ্র। এনসিএস জানিয়েছে, ভূমিকম্পটি ৭৫ কিলোমিটার (৪৬ মাইল) গভীরে ছিল এবং এর কেন্দ্রস্থল ছিল প্রায় ১০৮,০০০ জনসংখ্যার শহর বাঘলান থেকে ১৬৪ কিলোমিটার পূর্বে।

Advertisment

এনসিএসের মতে, ভূমিকম্পটি ৭৫ কিলোমিটার গভীরে হয়েছিল। ৫.৯ মাত্রার ভূমিকম্পটি গুরুতর ক্ষয়ক্ষতির জন্য যথেষ্ট শক্তিশালী বলে মনে করা হয়, বিশেষ করে ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে। তবে এখনও পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। দিল্লি এবং পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা ভূমিকম্পের অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরেই উদ্বেগ যেন বিদ্যুৎ গতিতে বাড়তে শুরু করে।

বুধবারের ভূমিকম্পটি সাম্প্রতিক দিনগুলিতে এশিয়ান অঞ্চলে আঘাত হানা ধারাবাহিক ভূমিকম্পের মধ্যে একটি। রাষ্ট্রসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস (UNOCHA) অনুসারে, আফগানিস্তান দেশটি বন্যা, ভূমিধ্বস এবং ভূমিকম্প সহ প্রাকৃতিক দুর্যোগের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

UNOCHA উল্লেখ করেছে, যে আফগানিস্তানে ঘন ঘন ভূমিকম্পের ফলে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। কয়েক দশক ধরে সংঘাত এবং অনুন্নয়নের সাথে লড়াই করছেন সেখানকার বাসিন্দারা। আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পের ইতিহাস রয়েছে এবং রেড ক্রসের মতে, হিন্দুকুশ পর্বতমালা একটি ভূতাত্ত্বিকভাবে সক্রিয় অঞ্চল। যেখানে প্রতি বছর ভূমিকম্প হয়। এএনআই এক প্রতিবেদনে জানিয়েছে, আফগানিস্তান ভারতীয় এবং ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের মধ্যে অসংখ্য ফল্ট লাইনের উপর অবস্থিত, যার মধ্যে একটি ফল্ট লাইন সরাসরি হেরাতের মধ্য দিয়ে গেছে।

Advertisment

আরও পড়ুন- Wealthiest 10 Cities: এগুলোই বিশ্বের সেরা ১০ ধনী শহর, তালিকায় ভারতের কতগুলো রয়েছে?

বুধবার কাকভোরে দিল্লিতে জোরালো কম্পন অনুভূত হয়েছে। আফগানিস্তানের ভূমিকম্পের আঁচ ভারতের রাজধানীতে। এদিন ভূকম্পনে ঘুম ভাঙে দিল্লিবাসীর। তবে যতক্ষণ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় এই ভূমিকম্পের খবর চাউর না হয় ততক্ষণ বিষয়টির ব্যাপকতা অতটা বোঝা যায়নি। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা ভূমিকম্পের অভিজ্ঞতা পোস্ট করার পর থেকেই রকেট গতিতে ভূকম্পন নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা বেড়েছে জনমানসে। যদিও এই ভূমিকম্পের জেরে তেমন কোনও বড় ক্ষয়ক্ষতি বা হাতাহতের খবর মেলেনি। গত কয়েক মাসে একাধিকবার ভূ-কম্পন অনুভূত হয়েছে দিল্লিতে। তাই ভূমিকম্প নিয়ে রীতিমতো আতঙ্কে রয়েছেন দিল্লিবাসী।

আরও পড়ুন- Mehul Choksi Arrested: অবশেষে গ্রেফতার, বেলজিয়াম পুলিশের জালে PNB আর্থিক প্রতারণার 'কিংপিন' মেহুল চোকসি

Afganistan delhi earthquake