Wealthiest 10 Cities: এগুলোই বিশ্বের সেরা ১০ ধনী শহর, তালিকায় ভারতের কতগুলো রয়েছে?

According to Henley & Partners' 2025 report, New York City is the world’s wealthiest city: Henley & Partners প্রকাশিত রিপোর্টে বিশ্বের সবচেয়ে ধনী শহরগুলোর তালিকায় একনম্বরে রয়েছে নিউ ইয়র্ক।

According to Henley & Partners' 2025 report, New York City is the world’s wealthiest city: Henley & Partners প্রকাশিত রিপোর্টে বিশ্বের সবচেয়ে ধনী শহরগুলোর তালিকায় একনম্বরে রয়েছে নিউ ইয়র্ক।

author-image
IE Bangla Web Desk
New Update
Wealthiest Cities: ধনী শহর

Wealthiest Cities: ধনী শহর। (ছবি- প্রতীকী)

World’s Wealthiest Cities 2025: New York Tops, Mumbai Emerges as India’s Richest City: বিশ্বের ১০ সবচেয়ে ধনী (Top 10) শহরের তালিকায় ২০২৫ সালে শীর্ষে রয়েছে নিউ ইয়র্ক সিটি, যেখানে বর্তমানে ৩,৮৪,৫০০ জন মিলিয়নিয়ার বসবাস করেন। এই তালিকায় সবচেয়ে বেশি শহর রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের—মোট ১১টি। নিউ ইয়র্কের পর দ্বিতীয় স্থানে রয়েছে দ্য বে এরিয়া (সান ফ্রান্সিসকো ও সিলিকন ভ্যালি), যেখানে ৩,৪২,৪০০ জন মিলিয়নিয়ার এবং ৮২ জন বিলিয়নিয়ার রয়েছেন।

Advertisment

বিশ্বের ধনীতম শহরগুলির তালিকায় আরও আছে:-

র‍্যাঙ্ক শহর দেশ মিলিয়নিয়ারের সংখ্যা বিলিয়নিয়ারের সংখ্যা
1 নিউ ইয়র্ক সিটি যুক্তরাষ্ট্র ৩,৮৪,৫০০ ৬৬
2 বে এরিয়া যুক্তরাষ্ট্র ৩,৪২,৪০০ ৮২
3 টোকিও জাপান ২,৯২,৩০০ ১৮
4 সিঙ্গাপুর সিঙ্গাপুর ২,৪২,৪০০ ৩০
5 লস অ্যাঞ্জেলেস যুক্তরাষ্ট্র ২,২০,৬০০ ৪৫
6 লন্ডন যুক্তরাজ্য ২,১৫,৭০০ ৩৩
7 প্যারিস ফ্রান্স ১,৬০,১০০ ২২
8 হংকং চীন (SAR) ১,৫৪,৯০০ ৪০
9 সিডনি অস্ট্রেলিয়া ১,৫২,৯০০ ২২
10 শিকাগো যুক্তরাষ্ট্র ১,২৭,১০০ ২৫

ভারতের ধনীতম শহর কোনগুলি?

Advertisment

আরও পড়ুন- বিরল যোগে বিরাট বদল, নতুন বছরে ভাগ্য চমকাবে এই তিন রাশির

২০২৫ সালে ভারতের ধনীতম শহরের শীর্ষে রয়েছে মুম্বই। এখানকার মিলিয়নিয়ারের সংখ্যা ৫১,২০০ এবং বিলিয়নিয়ারের সংখ্যা ২৫। গত এক দশকে মিলিয়নিয়ারের সংখ্যা বেড়েছে ৬৯%। এর পরেই রয়েছে দিল্লি, যেখানে মিলিয়নিয়ারের সংখ্যা ৩১,২০০ এবং বিলিয়নিয়ারের সংখ্যা ১৬, বৃদ্ধির হার ৮২%।

আরও পড়ুন- সিদ্ধসাধক রাঙাঠাকুর! ভক্তদের কাছে মুশকিল আসান, জীবন্ত কিংবদন্তি

র‍্যাঙ্ক শহর মিলিয়নিয়ার বিলিয়নিয়ার বৃদ্ধি হার (২০১৪-২৪)
27 মুম্বই ৫১,২০০ ২৫ ৬৯%
39 দিল্লি ৩১,২০০ ১৬ ৮২%

এছাড়া বেঙ্গালুরু ক্রমশ ধনী শহরের তালিকায় উঠে আসছে, যেখানে বর্তমানে ৪৩ জন সেন্টি-মিলিয়নিয়ার রয়েছেন। এ প্রতিবেদনের মাধ্যমে পরিষ্কার, ভারতের অর্থনৈতিক কেন্দ্রবিন্দুগুলি কেবল আয়তনে নয়, ধনসম্পদের পরিমাণেও ক্রমশ বিশ্বমানে পৌঁছচ্ছে।

আরও পড়ুন- মেহুল চোকসিকে কি ভারতে ফেরানো সম্ভব? দেশে ফিরলে তার ভবিষ্যৎ কী?

Henley & Partners-এর ‘World’s Wealthiest Cities Report 2025’ থেকে এই পরিসংখ্যানগুলো জানা গিয়েছে। গত একদশকে ভারতে ধনীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। আর, সেই ধনীদের কয়েকজন বিশ্বের সেরা ধনী ব্যবসায়ীদের সঙ্গেও সম্পদের পরিমাণে টেক্কা দিচ্ছেন। এক্ষেত্রে ভারতের অগ্রগতিই ঘটেছে।

আরও পড়ুন- মঙ্গলের মহাদশায় বিভিন্ন রাশিতে আমূল বদল, কারা পাবেন সোনালি জীবন, কাদের জুটবে ব্যর্থতা?

তবে, বিশেষজ্ঞদের একাংশের অভিযোগ, ভারতে ধনীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়েই বেড়েছে দরিদ্রের সংখ্যাও। ফলে, সমাজে অর্থনৈতিক অসাম্য ক্রমশ বাড়ছে।

world City Top 10