Advertisment

Amanatullah Khan Arrest: আপ নেতার গ্রেফতারিতে চূড়ান্ত চাঞ্চল্য, রাজনীতির অভিযোগ আনল দল

Amanatullah Khan Arrest: আম আদমি পার্টির নেতা ও বিধায়ক আমানতুল্লাহ খানকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার (২ রা সেপ্টেম্বর) আপ বিধায়ক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গ্রেফতার হওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Amanatullah Khan Arrest:

আম আদমি পার্টির নেতা ও বিধায়ক আমানতুল্লাহ খানকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।



Amanatullah Khan Arrest: আম আদমি পার্টির নেতা ও বিধায়ক আমানতুল্লাহ খানকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার (২ রা সেপ্টেম্বর) আপ বিধায়ক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গ্রেফতার হওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন। ৪ ঘন্টা অভিযান ও জিজ্ঞাসাবাদের পর ইডি আধিকারিকরা তাঁকে গ্রেফতার করেন। দিল্লি ওয়াকফ বোর্ডের সঙ্গে জড়িত একটি আর্থিক তছরুপ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলেই ইডি সূত্রে খবর।  

Advertisment

'অপরাধীরা অবাধে ঘুরে বেড়াচ্ছেন', আরজি কর আবহে গর্জে উঠলেন রাষ্ট্রপতি

অস্বস্তি বাড়ল আপের

আপ বিধায়ক আমানতুল্লাহ খানের বিরুদ্ধে দিল্লি ওয়াকফ বোর্ডে ৩২ জনকে বেআইনিভাবে নিয়োগ করার অভিযোগ  রয়েছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে তহবিল অপচয়ের অভিযোগও রয়েছে। এই মামলায় তদন্ত চলছে। সিবিআই এই বিষয়ে একটি এফআইআর দায়ের করেছে এবং দিল্লি পুলিশের কাছে তিনটি অভিযোগও দায়ের করা হয়েছে। আর্থিক তছরুপ মামলার তদন্ত করছে ইডি।

বৈধ নথি ছাড়াই মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ হাজার হাজার ভারতীয়র!

দিল্লি ওয়াকফ বোর্ডের তৎকালীন সিইও এই ধরনের বেআইনি নিয়োগের বিরুদ্ধে বিবৃতি জারি করেছিলেন। তদন্তকালে আমানতুল্লাহর ঘনিষ্ঠদের কাছ থেকে উদ্ধার করা হয় বিপূল পরিমাণে নগদ টাকা। এ ব্যাপারে আমানতুল্লাহকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর পাশাপাশি তার বিরুদ্ধে ওয়াকফ বোর্ডের সম্পত্তি বেআইনিভাবে ভাড়া দেওয়ার অভিযোগ রয়েছে। যদিও আম আদমি পার্টি এই গ্রেপ্তারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছে।

'ভয়ের রাজত্ব কায়েম করছে সরকার', হুঁশিয়ারি রাহুলের

শেষ সুযোগ! ফ্রি'তে আধার কার্ড আপডেটের বিরাট সুযোগ

ED AAP Mla
Advertisment