Rahul Gandhi On Modi Govt: 'যারা বিদ্বেষকে রাজনৈতিক হাতিয়ার করে ক্ষমতার সিঁড়িতে আরোহণ করছে, তারাই সারাদেশে ভয়ের রাজত্ব কায়েম করছে'। মোদী সরকারকে এবার বেনজির আক্রমণ করলেন বিরোধী দল নেতা রাহুল গান্ধী। এক্স-এ এক পোস্টে রাহুল গান্ধী বলেছেন, 'প্রকাশ্যে যারা হিংসা ছড়াচ্ছে, আইনের শাসনকে চ্যালেঞ্জ ছুঁড়ছে, সেই সকল দুষ্কৃতীদের মাথায় বিজেপির সরকারের হাত রয়েছে। তাই তারা এই ধরণের অপরাধ করার সাহস পাচ্ছে"।
মায়ের সঙ্গে কথা সুনিতার, মহাকাশ থেকে কী বার্তা দিলেন?
মোদী সরকারকে তুলোধনা রাহুলের
"সংখ্যালঘুদের উপর হামলা"
এক্স-এ পোস্ট করার সময়, রাহুল গান্ধী লিখেছেন, "সংখ্যালঘুদের উপর বিশেষ করে মুসলমানদের উপর ক্রমাগত আক্রমণ চলছে এবং সরকার নীরব দর্শক হয়ে তা দেখছে। এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করে আইনের শাসন বজায় রাখতে হবে। ভারতের সাম্প্রদায়িক ঐক্য এবং ভারতীয়দের অধিকারের ওপর যে কোনো আক্রমণ সংবিধানের উপর আক্রমণ! যেটা কংগ্রেস কোনভাবেই বরদাস্ত করবে না। বিজেপি যতই চেষ্টা করুক না কেন, আমরা যে কোনো মূল্যে বিদ্বেষের বিরুদ্ধে ভারতকে ঐক্যবদ্ধ করার ঐতিহাসিক যুদ্ধে জয়ী হব"।
Kolkata Metro: কলকাতা মেট্রোয় এ যেন সোনার ইতিহাস! নজিরবিহীন কীর্তির শিখরে বাঙালির গর্বের পাতালরেল
গো মাংস খাওয়ার সন্দেহে হরিয়ানা ও মহারাষ্ট্রে দুই মুসলিম ব্যক্তির উপর হামলার ঘটনার রাহুল গান্ধীর এই মন্তব্য সামনে আসে। তিনি বলেন, “যারা বিদ্বেষকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে ক্ষমতার সিঁড়িতে আরোহণ করেছে, তারা ক্রমাগত দেশজুড়ে ভয়ের রাজত্ব কায়েম করছে! সংখ্যালঘুদের উপর, বিশেষ করে যখন মুসলমানদের উপর হামলা অব্যাহত রয়েছে এবং তখন সরকার নীরব দর্শক হয়ে দেখছে,"।
বৈধ নথি ছাড়াই মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ হাজার হাজার ভারতীয়র!
'অপরাধীরা অবাধে ঘুরে বেড়াচ্ছেন', আরজি কর আবহে গর্জে উঠলেন রাষ্ট্রপতি