Advertisment

'অপরাধীরা অবাধে ঘুরে বেড়াচ্ছেন', আরজি কর আবহে গর্জে উঠলেন রাষ্ট্রপতি

President Murmu: 'অপরাধীরা অবাধে ঘুরে বেড়াচ্ছেন,ভয়ে সিঁটিয়ে নির্যাততরা'! দেশজুড়ে আরজি কর কাণ্ডের প্রতিবাদের মধ্যেই নারী নিরাপত্তা নিয়ে বিরাট মন্তব্য করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
murmu on RG Kar

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

President Murmu On RG Kar: 'অপরাধীরা অবাধে ঘুরে বেড়াচ্ছেন,ভয়ে সিঁটিয়ে নির্যাততরা'! দেশজুড়ে আরজি কর কাণ্ডের প্রতিবাদের মধ্যেই নারী নিরাপত্তা নিয়ে বিরাট মন্তব্য করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 

Advertisment

RG Kar আবহে বড় মন্তব্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

আরজি কর কাণ্ডে দিকে দিকে জোরালো হচ্ছে প্রতিবাদ। নারী নির্যাতন নিয়ে দেশজুড়ে প্রবল ক্ষোভের মধ্যেই রাষ্ট্রপতির এহেন মন্তব্য সামনে এসেছে। সুপ্রিম কোর্টের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সম্মেলনে রাষ্ট্রপতি মুর্মু দেশে নারীদের বিরুদ্ধে ঘটে চলা একের পর এক অপরাধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি তিনি ধর্ষণের মত গুরুতর অপরাধের ক্ষেত্রে দ্রুত বিচারের দাবিও জানিয়েছেন।

RG Kar Incident: হঠাৎ আরজি করের নির্যাতিতার পরিবারকে ফোন কুণালের, কী কথা হল?

তিনি আরও বলেন, 'যখন ধর্ষণের মতো মামলায় আদালতের রায় সামনে আসে, তখন হয়ত দেখা গিয়েছে এক প্রজন্ম কেটে গিয়েছে। এতে সাধারণ মানুষের মনে হয়, বিচার প্রক্রিয়ায় সংবেদনশীলতার অভাব রয়েছে।' গ্রামের মানুষের কাছে আদালত ভগবানতুল্য। সেখানে তাঁরা ন্যায়বিচারের আশায় যান। কিন্তু বিচার প্রক্রিয়ার বিলম্ব নিয়ে উষ্মা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

Ripun Bora quits TMC: অস্বস্তি আরও বাড়ল মমতা-অভিষেকের, অসম থেকে বড় দুঃসংবাদ এল তৃণমূলের

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দিকে দিকে চলছে প্রতিবাদ-বিক্ষোভ। এর পাশাপাশি মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির নামী অভিনেতাদের বিরুদ্ধে যৌন হয়রানি ও ধর্ষণের এক ডজনেরও বেশি ঘটনা প্রকাশ্যে আসে। যাকে কেন্দ্র নারীদের উপর ঘটে চলা অপরাধের ঘটনায় এদিন উদ্বেগ প্রকাশ করেন প্রেসিডেন্ট মুর্মু।  

রাস্তায় নেমে পরিষেবা, আরজি কর কাণ্ডে প্রতিবাদের মাঝেই অভিনব উদ্যোগ

মুর্মু দীপ্ত কন্ঠে বলেন, 'এটি আমাদের সমাজের একটা অন্ধকার দিক! কিছু ক্ষেত্রে, অপরাধ করার পরেও তারা নির্ভয়ে ঘুরে বেড়ায়। যারা অপরাধের শিকার তাঁরা নিজেরা ভয়ে সিঁটিয়ে থাকেন'। রবিবারই দেশের শীর্ষ আদালতের নয়া প্রতীক চিহ্ন,পতাকার উন্মোচন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ধর্ষণের মতো জঘন্য অপরাধে বিচার প্রদানে বিলম্বের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। সমাবেশে ভাষণ দেওয়ার সময়, ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচার ব্যবস্থার আধুনিকীকরণের প্রচেষ্টার কথারও উল্লেখ করেন।

জোর করে পদত্যাগ ৪৯ শিক্ষককে, বাংলাদেশে ভাল নেই সংখ্যালঘুরা

Droupadi Murmu RG Kar Medical College
Advertisment