ব্যাঙ্ক প্রতারণার মামলায় গ্রেফতার করা হল মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথের ভাইপোকে। ৩৫৪ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণার মামলায় মঙ্গলবার রাতুল পুরীকে গ্রেফতার করল ইডি। মোসার বেয়ারের প্রাক্তন এগজিকিউটিভ ডিরেক্টরকে আর্থিক তছরুপের ধারায় অভিযুক্ত করা হয়েছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর ভাইপোকে আদালতে তোলা হবে বলে সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর।
উল্লেখ্য, গত রবিবার এ মামলায় এফআইআর দায়ের করে সিবিআই। একইসঙ্গে ৬টি জায়গায় তল্লাশি অভিযান চালায় সিবিআই। সংস্থার প্রাক্তন ও বর্তমান ডিরেক্টরদের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই।
আরও পড়ুন: প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী চিদাম্বরমকে ডেকে পাঠাল ইডি
আরও পড়ুন: ফোনে তিন তালাক না মানতে চাওয়ায় বধূহত্যার অভিযোগ, পুলিশ বলছে পণের জন্য খুন
রাতুল ছাড়াও তাঁর বাবা দীপক পুরী, নীতা পুরী, সঞ্জয় জৈন ও বিনীত শর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। প্রতারণা, দুর্নীতির মামলায় তাঁদের অভিযুক্ত করা হয়েছে বলে পিটিআই সূত্রে খবর। এর আগে মোসার বেয়ার সংস্থার নামে নথিভুক্ত করা ৩০০ কোটি টাকার একটি বাংলো অ্যাটাচ করে আয়কর দফতর।
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে অভিযোগে বলা হয়েছে যে, বিভিন্ন ব্যাঙ্কের থেকে ১৯৬২ কোটি টাকার বিভিন্ন ধরনের ঋণের সুবিধা নিয়েছে ওই কোম্পানি।ব্যাঙ্কের তরফে দাবি করা হয়েছে, নথি জাল ও নকল করে অর্থ নিয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক থেকে।
Read the full story in English