Advertisment

ফের গ্রেফতার পি চিদাম্বরম, আইএনএক্স মিডিয়া মামলায় এবার গ্রেফতার করল ইডি

আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় গতকালই দিল্লির বিশেষ আদালত ইডির আবেদনের ভিত্তিতে তিহার জেলে চিদাম্বরমকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয়। এমনকি জানায় প্রয়োজনে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেফতারও করা যাবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম।

এবার আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতেও গ্রেফতার হলেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় গতকালই দিল্লির বিশেষ আদালত ইডির আবেদনের ভিত্তিতে তিহার জেলে চিদাম্বরমকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয়। এমনকি জানায় প্রয়োজনে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেফতারও করা যাবে। আজ সকালে ইডির তদন্তকারীরা তিহার জেলে প্রায় ঘন্টা দুয়েক পি চিদাম্বরমকে জিজ্ঞাসাবাদ করেন। তারপরই গ্রেফতার করা হয় তাঁকে।

Advertisment

আরও পড়ুন: কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষ, নিহত ৩ জঙ্গি

দিকে আজ সকালে তিহারে চিদম্বরমের সঙ্গে দেখা করতে যান তাঁর ছেলে কার্তি ও স্ত্রী নলিনী। মিডিয়া দুর্নীতিকাণ্ডে সিবিআই আগেই গ্রেফতার করেছে কংগ্রেসের বর্ষীয়ান নেতা চিদাম্বরমকে। আগামী ১৭ই অক্টোবর পর্যন্ত তাঁর জেলল হেফাজতের  নির্দেশ হয়েছে আগেই।

আরও পড়ুন: বিকেল ৫টায় শেষ হচ্ছে অযোধ্যা-শুনানি

গত মঙ্গলবার ইডি’র তরফে দিল্লির বিশেষ আদালতের কাছে আবেদন জানানো হয় যেন রাউস অ্যাভিনিউয়ের আদালত চত্বরেরই নির্দিষ্ট একটি স্থানে চিদাম্বরমকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেওয়া হয়। কিন্তু জবাবে ইডি-কে আদালত জানায় “এখানে আপনাদের প্রকাশ্য জিজ্ঞাসাবাদ এবং গ্রেফতারি এই ব্যক্তির মর্যাদার সঙ্গে বেমানান”। পরে, তিহার জেলেই আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দেওয়া হয় ইডিকে।

আরও পড়ুন: প্রার্থনায় ইকবালের কবিতায় আপত্তি, ভিএইচপির অভিযোগে বহিষ্কৃত প্রধান শিক্ষক

আজ বিকেলে পি চিদাম্বরমকে আদালতে পেশ করা হতে পারে। তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রসঙ্গত, এই একই মামলায় সিবিআই ২১ অগাস্ট প্রাক্তন অর্থমন্ত্রীকে গ্রেফতার করেছিল। সেই মামলার প্রেক্ষিতেই ৫ সেপ্টেম্বর থেকে তিহারে রয়েছেন চিদম্বরম। এর আগে ১৫ দিন সিবিআই হেফাজতেও কাটিয়েছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন ২০০৭ সালে বিদেশ থেকে ৩০৫ কোটি টাকার তহবিল পাওয়ার জন্য আইএনএক্স মিডিয়াকে বিশেষ সুবিধা পাইয়ে দিয়েছিলেন। এর বিনিময়ে তাঁর ছেলে কার্তি চিদম্বরমের সংস্থাকে নাকি বিরাট অঙ্কের ঘুষ দেয় আইএনএক্স মিডিয়া। যদিও চিদম্বরম ও তাঁর ছেলে সেই অভিযোগ অস্বীকার করেন।

Read the full story in English

P Chidambaram ED
Advertisment