এবার আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতেও গ্রেফতার হলেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় গতকালই দিল্লির বিশেষ আদালত ইডির আবেদনের ভিত্তিতে তিহার জেলে চিদাম্বরমকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয়। এমনকি জানায় প্রয়োজনে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেফতারও করা যাবে। আজ সকালে ইডির তদন্তকারীরা তিহার জেলে প্রায় ঘন্টা দুয়েক পি চিদাম্বরমকে জিজ্ঞাসাবাদ করেন। তারপরই গ্রেফতার করা হয় তাঁকে।
আরও পড়ুন: কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষ, নিহত ৩ জঙ্গি
দিকে আজ সকালে তিহারে চিদম্বরমের সঙ্গে দেখা করতে যান তাঁর ছেলে কার্তি ও স্ত্রী নলিনী। মিডিয়া দুর্নীতিকাণ্ডে সিবিআই আগেই গ্রেফতার করেছে কংগ্রেসের বর্ষীয়ান নেতা চিদাম্বরমকে। আগামী ১৭ই অক্টোবর পর্যন্ত তাঁর জেলল হেফাজতের নির্দেশ হয়েছে আগেই।
Delhi: Karti Chidambaram and Nalini Chidambaram also reached Tihar jail. #INXMediaCase https://t.co/G4nySW8HDV pic.twitter.com/5sv95lUKop
— ANI (@ANI) October 16, 2019
আরও পড়ুন: বিকেল ৫টায় শেষ হচ্ছে অযোধ্যা-শুনানি
গত মঙ্গলবার ইডি’র তরফে দিল্লির বিশেষ আদালতের কাছে আবেদন জানানো হয় যেন রাউস অ্যাভিনিউয়ের আদালত চত্বরেরই নির্দিষ্ট একটি স্থানে চিদাম্বরমকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেওয়া হয়। কিন্তু জবাবে ইডি-কে আদালত জানায় “এখানে আপনাদের প্রকাশ্য জিজ্ঞাসাবাদ এবং গ্রেফতারি এই ব্যক্তির মর্যাদার সঙ্গে বেমানান”। পরে, তিহার জেলেই আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দেওয়া হয় ইডিকে।
আরও পড়ুন: প্রার্থনায় ইকবালের কবিতায় আপত্তি, ভিএইচপির অভিযোগে বহিষ্কৃত প্রধান শিক্ষক
আজ বিকেলে পি চিদাম্বরমকে আদালতে পেশ করা হতে পারে। তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রসঙ্গত, এই একই মামলায় সিবিআই ২১ অগাস্ট প্রাক্তন অর্থমন্ত্রীকে গ্রেফতার করেছিল। সেই মামলার প্রেক্ষিতেই ৫ সেপ্টেম্বর থেকে তিহারে রয়েছেন চিদম্বরম। এর আগে ১৫ দিন সিবিআই হেফাজতেও কাটিয়েছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন ২০০৭ সালে বিদেশ থেকে ৩০৫ কোটি টাকার তহবিল পাওয়ার জন্য আইএনএক্স মিডিয়াকে বিশেষ সুবিধা পাইয়ে দিয়েছিলেন। এর বিনিময়ে তাঁর ছেলে কার্তি চিদম্বরমের সংস্থাকে নাকি বিরাট অঙ্কের ঘুষ দেয় আইএনএক্স মিডিয়া। যদিও চিদম্বরম ও তাঁর ছেলে সেই অভিযোগ অস্বীকার করেন।
Read the full story in English
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the General News in Bangla by following us on Twitter and Facebook
Web Title:
'ভোটে অনাচার হলেই অপসারণ', রাজ্য পুলিশ-প্রশাসনকে কড়া বার্তা নির্বাচন কমিশনের
'আমরাই খাওয়াব, বানিয়ে দেব ঘর', বাগবাজার বস্তিবাসীদের বরাভয় মমতার
মাথায় ক্ষতচিহ্ন, বাথটবে রক্তাক্ত পরিণীতি, প্রকাশ্যে 'দ্য গার্ল অন দ্য ট্রেন'-এর টিজার
মেয়েদের বিয়ের বয়স নিয়ে বিতর্কিত মন্তব্য, শিশুসুরক্ষা কমিশনের নোটিস কংগ্রেস নেতাকে
ধোনি, রায়না, বিরাট সবারই কন্যাসন্তান, 'এ তো ভবিষ্যতের মহিলা ক্রিকেট টিম', বলছেন অমিতাভ
১৬ জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন! শতাব্দী রায়ের ফ্যান ক্লাবের পোস্ট ঘিরে জল্পনা
ফোনে আড়ি পাতা হচ্ছে দাবি শোভনের, 'ভিত্তিহীন' অভিযোগ বলে ওড়াল তৃণমূল