New SEBI Chief: SEBI-এর নতুন প্রধান হিসাবে নিযুক্ত হলেন বর্তমান অর্থ সচিব তুহিন কান্ত পান্ডে। মাধবী বুচের স্থলাভিষিক্ত হয়ে তিনি বোর্ডের দায়িত্ব নেবেন। আসুন জেনে নেওয়া যাক তিনি কত কোটির মালিক? কত বেতন পাবেন জানলে চমকে যাবেন।
কেন্দ্রীয় সরকার অর্থ ও রাজস্ব দফতরের সচিব তুহিন কান্ত পান্ডেকে বাজার নিয়ন্ত্রক সংস্থা SEBI-এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছেন। তিনি মাধবী পুরী বুচের স্থলাভিষিক্ত হবেন, যার মেয়াদ এই মাসে শেষ হচ্ছে। তুহিন কান্ত পান্ডে ১৯৮৭ ব্যাচের ওড়িশা ক্যাডারের আইএএস অফিসার। প্রাথমিকভাবে তিনি পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অথবা দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য SEBI-এর দায়িত্ব সামলাবেন।
তুহিন পান্ডে কে?
তুহিন কান্ত পান্ডে মোদী সরকারের অনেক গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। তুহিন পান্ডে আগে ডিআইপিএএম-এর সচিব ছিলেন। আলী রাজা রিজভীর অবসর গ্রহণের পর তাকে ডিপিই (পাবলিক এন্টারপ্রাইজ বিভাগ) এর দায়িত্ব দেওয়া হয়। এর পর, তিনি অর্থ মন্ত্রকে অর্থ সচিব হিসাবেও নিযুক্ত হন।
সেবি প্রধানের পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল একটি পদ। কারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করাও তাঁর দায়িত্ব। তুহিন পান্ডেকে এমন এক সময়ে সেবির প্রধান করা হয়েছে যখন বাজার এক বিরাট মন্দার মধ্য দিয়ে যাচ্ছে এবং বিনিয়োগকারীদের কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতিতে তুহিন পান্ডের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তুহিন পান্ডে সেবি প্রধান পদের জন্য ভারত সরকারের সচিবের সমান বেতন পাবেন। বাড়ি ও গাড়ি ছাড়া এই বেতন প্রতি মাসে ৫,৬২,৫০০ টাকা।
তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি এবং ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এরপর তিনি বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। SEBI-এর প্রধান হিসেবে তাঁর নিয়োগ এমন এক সময়ে হয়েছে যখন বাজার নিন্মমুখী। বিনিয়োগকারীদের মাথায় হাত। তাঁর নিয়োগের মধ্যে দিয়ে ভবিষ্যতে বাজারে অনেক পরিবর্তন আসতে পারে। এই মুহূর্তে তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ রয়েছে, বাজরে স্থিতিশীলতা বজায় রাখা, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি করা।