Advertisment

ভারতের জন্য ১০ কোটি ডোজের রাশিয়ান ভ্যাকসিন তৈরি করবে এই সংস্থা

ভারতে ভ্যাকসিন প্রস্তুত হলে পড়শি দেশগুলিতে যদি প্রয়োজন হয় তাহলে সেখানেও ভ্যাকসিন সরবরাহ করতে পারবে তারা।

author-image
IE Bangla Web Desk
New Update
Afgnistan returnees will get polio vaccine in kolkata airport, wb govt takes initiative

হায়দ্রাবাদ ভিত্তিক একটি ওষুধপ্রস্তুতকারক সংস্থা হেটেরো ড্রাগস রাশিয়ার প্রস্তুত করা স্পুটনিক ভি ভ্যাকসিন তৈরি করবে ভারতে। প্রায় ১০ কোটি ডোজের টিকা উৎপাদন করবে তাঁরা। ২০২১ সালে এই উৎপাদন শুরু হবে, এমনটাই জানিয়েছে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ)।

Advertisment

আরডিআইএফ এর পক্ষ থেকে জানান হয়েছে হেটেরো বায়োফার্মা আগামী বছর জুড়েই এই ভ্যাকসিন উৎপাদন করবে। ভারতে ভ্যাকসিন প্রস্তুত হলে পড়শি দেশগুলিতে যদি প্রয়োজন হয় তাহলে সেখানেও ভ্যাকসিন সরবরাহ করতে পারবে তারা। এমনিতেই ভারতের ডা: রেড্ডির ল্যাবরেটরিতে শেষ পর্যায়ের ট্রায়াল হওয়ার কথা রয়েছে রাশিয়ান ভ্যাকসিনের।

আরও পড়ুন, কোভিড ভ্যাকসিন নিয়ে সংশয় প্রকাশ, টিকা নিতে অনিচ্ছুক ব্রাজিলের প্রেসিডেন্ট

সম্প্রতি এই ভ্যাকসিনের কার্যকারীতা নিয়ে রাশিয়ায় একটি অন্তর্বর্তী তথ্য বিশ্লেষণ হয়েছে, যেখানে দেখা গিয়েছে এই ভ্যাকসিনের কার্যকারিতা প্রায় ৯১.৪ শতাংশ। সম্প্রতি ব্রিকস সম্মেলনে করোনা মোকাবিলায় ভ্যাকসিন তৈরির বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পুটনিক ভি ভারত ও চিনে প্রস্তুত করার কথা জানিয়েছিলেন।

আরও পড়ুন, কোভিড আক্রান্ত রোগীদের চিন্তায় রাখছে পালমোনারি ফাইব্রোসিস

আরডিআইএফ একটি বিবৃতি জানিয়েছে, "৫০টি দেশ থেকে প্রায় ১২ কোটি ডোজের স্পুটনিক ভ্যাকসিন উৎপাদনের আবেদন এসেছে। বিশ্বের বাজারে এই ভ্যাকসিন তৈরি করতে আরডিআইএফ-এর অংশীদার হবে ভারত, ব্রাজিল, চিন , দক্ষিণ কোরিয়া এবং আরও কয়েকটি দেশ। আমরা ভারতের ক্লিনিকাল ট্রায়ালের ফলাফলের দিকেও লক্ষ্য রাখছি। "

Read the story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

russia Sputnik V
Advertisment