Former Tripura CM Biplab Deb has sought divorce, his wife Niti Deb said: বিবাহ বিচ্ছেদ চেয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এবার আর কোনও রাখঢাক নয়, সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ বিবৃতি দিয়ে একথা জানিয়েছেন তাঁর স্ত্রী নীতি দেব। সেই দীর্ঘ বিবৃতির ছত্রে ছত্রে রয়েছে দেব-দম্পতির ২৪ বছরের নানা স্মৃতি। বিপ্লব-নীতির দুই সন্তান রয়েছে। বর্তমান পরিস্থিতিতে সন্তানদের নিয়ে উদ্বেগের সুর ধরা পড়েছে নীতির দীর্ঘ পোস্টে। যদিও বিষয়টি নিয়ে এখনও বিপ্লব দেবের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
বিপ্লব দেব এখন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী। বাংলার পড়শি রাজ্যের দাপুটে রাজনীতিবিদ এখন পশ্চিম ত্রিপুরার BJP সাংসদ। তিনি নাকি বিবাহ বিচ্ছেদ চেয়েছেন। অন্তত তাঁর স্ত্রী নীতি দেব সোশ্যাল মিডিয়ায় যে দীর্ঘ পোস্ট করেছেন তাতে তারই উল্লেখ রয়েছে।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নীতি লিখেছেন, "দেব জি বিবাহবিচ্ছেদ চাইছেন। তাঁর নিজের কারণগুলি শেয়ার করা তাঁর পক্ষে গুরুত্বপূর্ণ। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু কখনও কখনও, আমাদের সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও, কোনও বিকল্প থাকে না। কোনও মহিলাই এভাবে বিবাহবিচ্ছেদ করতে চায় না। এটি একটি সহজ যাত্রা নয়। এটি আমার ভালবাসা এবং অঙ্গীকারের প্রমাণ যে আমি এটি প্রকাশ্যে শেয়ার করছি।"
নিজের সন্তানদের প্রসঙ্গ তুলে ধরে নীতি আরও লিখেছেন, "কোনও মা তাঁর পরিবার ভাঙতে চান না। তবুও আমাদের বন্ধন রক্ষা করার জন্য আমার অটল প্রচেষ্টা সত্ত্বেও, আমার সঙ্গী শুনতে বা বুঝতে অস্বীকার করার কারণে সংগ্রাম চালিয়ে গিয়েছি। আমি আমাদের সম্পর্ক রক্ষা করার জন্য আমার হৃদয় এবং আত্মা উৎসর্গ করেছি। তবুও বাইরের প্রভাবের শক্তি তার প্রতিশ্রুতিকে ছাপিয়ে গিয়েছে। ২৪ বছর একসাথে থাকার পর, এটা খুবই হৃদয়বিদারক যে তাঁর আর সেই অনুভূতি নেই।"
আরও পড়ুন- West Bengal News Live:আবারও বাংলাদেশ সীমান্তে অশান্তি, কাঁটাতার লাগানো নিয়ে BSF-BGB তুমুল তর্কাতর্কি
বিপ্লব এবং নীতির দুই সন্তান রয়েছে। সন্তানদের কথাও তাঁর দীর্ঘ পোষ্টে উল্লেখ করেছেন নীতি। সন্তানের কাছে তাঁদের বাবা-মার গুরুত্ব কতখানি সে কথাও ফুটে উঠেছে তাঁর দীর্ঘ পোষ্টে। নীতি দেব এ ব্যাপারে প্রকাশ্যে জানালেও ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের তরফে এখনও পর্যন্ত এ ব্যাপারে কিছু জানানো হয়নি। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর পারিবারিক সম্পর্ক নিয়ে খোদ তাঁর স্ত্রীর এই পোস্ট ত্রিপুরার রাজনীতিতে এখন দারুণ চর্চায়।
আরও পড়ুন- Mahakumbh Stampede:‘আমাদের চিৎকার-কান্না কেউ শোনেনি, কেবল হেঁটেই গেছে’, মহাকুম্ভে বিপর্যয়ের দুঃসহ স্মৃতির বর্ণনা স্বজনহারাদের