Advertisment

West Bengal News Highlights: সুকান্তর সঙ্গে দেখা করে সিবিআই আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ আরজি করের নির্যাতিতার মা-বাবার

West Bengal News Highlights Today 30 Jan, 2025: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Sukanta Majumder, BJP

News in West Bengal Live: কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। Photograph: (ফাইল চিত্র)

Latest West Bengal News Highlights: আরজি কর মেডিক্যাল কলেজের নির্যাতিতা চিকিৎসকের মা-বাবার সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এর আগেও নির্যাতিতার মা-বাবা সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এবার কেন্দ্রীয় মন্ত্রীর সামনে এক কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ করেছেন তাঁরা। তাঁদের অভিযোগ উপযুক্ত স্থানে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

Advertisment

অন্যদিকে, গতকালই সুপ্রিম কোর্ট আরজি করের নির্যাতিতার বাবা-মাকে নতুন করে আবেদনপত্র দাখিলের পরামর্শ দিয়েছিল। এমনকী তাঁরা মামলা তুলে নেবেন কিনা সে ব্যাপারেও তাঁদের ভেবে চিন্তে জানাতে বলেছেন প্রধান বিচারপতি। তবে CBI-এর উপর ক্ষোভ যাচ্ছে না নির্যাতিতার পরিবারের। আরও একবার তা স্পষ্ট করেছেন নির্যাতিতার বাবা। তিনি বলেছেন, "আমরা এটা বলতে বাধ্য হচ্ছি, সিবিআই আমাদের তদন্ত করতে এসেছিল। কিন্তু এখন ওরাই আমাদের প্রতিপক্ষ হয়ে কাজ করছে। তাই সমস্যা দিন দিন বেড়েই চলেছে।"

এদিকে, বিপত্তি যেন পিছু ছাড়ছে না প্রয়াগরাজের মহাকুম্ভের। ফের কুম্ভমেলায় আগুন। পদপিষ্ট হওয়ার পরদিনই আগুন লাগল কিছু তাঁবুতে। পুড়ে ছাই হয়ে যায় তাঁবুগুলি। সেক্টর-২২ লেগেছে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে দমকল বাহিনী। পৌঁছন প্রশাসনিক আধিকারিকরাও। তাঁবুগুলি ফাঁকা ছিল বলে হতাহতের খবর নেই। গত ১৯ জানুয়ারি ১১ দিন আগে আগুন লেগেছিল কুম্ভমেলার সেক্টর ১৯-এ। সেদিন প্রায় দুই শতাধিক তাঁবু পুড়ে যায়।

  • Jan 30, 2025 18:23 IST

    West Bengal News Live: আরজি করের নির্যাতিতার মা-বাবার সঙ্গে সাক্ষাৎ সুকান্ত মজুমদারের

    আরজি কর মেডিক্যাল কলেজের নির্যাতিতা চিকিৎসকের মা-বাবার সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এর আগেও নির্যাতিতার মা-বাবা সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এবার কেন্দ্রীয় মন্ত্রীর সামনে এক কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ করেছেন তাঁরা। তাঁদের অভিযোগ উপযুক্ত স্থানে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।



  • Jan 30, 2025 16:56 IST

    West Bengal News Live: ফের আগুন মহাকুম্ভে, পুড়ল বেশ কিছু তাঁবু

    বিপত্তি যেন পিছু ছাড়ছে না প্রয়াগরাজের মহাকুম্ভের। ফের কুম্ভমেলায় আগুন। পদপিষ্ট হওয়ার পরদিনই আগুন লাগল কিছু তাঁবুতে। পুড়ে ছাই হয়ে যায় তাঁবুগুলি। সেক্টর-২২ লেগেছে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে দমকল বাহিনী। পৌঁছন প্রশাসনিক আধিকারিকরাও। তাঁবুগুলি ফাঁকা ছিল বলে হতাহতের খবর নেই। গত ১৯ জানুয়ারি ১১ দিন আগে আগুন লেগেছিল কুম্ভমেলার সেক্টর ১৯-এ। সেদিন প্রায় দুই শতাধিক তাঁবু পুড়ে যায়।



  • Advertisment
  • Jan 30, 2025 15:47 IST

    West Bengal News Live:CBI-কে শোকজ

    আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলা নিয়ে এবার কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই-কে শোকজ করল বিশেষ আদালত। তদন্তকারী সংস্থার এক আধিকারিককে রীতিমতো ধমকও দিয়েছেন বিচারক। আগামিকালের মধ্যে সিবিআইকে প্রয়োজনীয় নথি জমার নির্দেশ দেওয়া হয়েছে।

    বিস্তারিত পড়ুন- RG Kar Case: আরজি করে আর্থিক দুর্নীতির মামলা, নিম্ন আদালত শোকজ করল CBI-কে



  • Jan 30, 2025 15:16 IST

    West Bengal News Live:ট্যাংরায় উত্তেজনা

    কলকাতার ট্যাংরার ক্রিস্টোফার রোডে একটি বহুতল হেলে পড়েছে। কলকাতা পুরসভার কর্মীরা বৃহস্পতিবার বেলা বাড়তেই সেই বহুতলটি ভাঙতে গিয়েছিলেন। কিন্তু তার আগেই ওই বহুতলের মহিলারা চূড়ান্ত বিক্ষোভ শুরু করেন। গেটে তালা ঝুলিয়ে বাড়ির ভিতর থেকে তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন। তুমুল বিক্ষোভের জেরে বাড়ি ভাঙার কাজ শুরুই করতে পারেনি পুলিশ এবং পুরসভা।



  • Jan 30, 2025 14:09 IST

    West Bengal News Live:'স্বাস্থ্যসাথী' নিয়ে জনস্বার্থ মামলা খারিজ

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প 'স্বাস্থ্যসাথী'। এই 'স্বাস্থ্যসাথী' প্রকল্প নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার সেই মামলা খারিজ করে দিয়েছে আদালত। মামলা খারিজের সময় প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, 'জনহিতকর কাজে রাজ্য সরকার যে কোনও প্রকল্প চালু করতে পারে। স্বাস্থ্যসাথী প্রকল্প চালুর বিষয়টি সরকারি একটি সিদ্ধান্ত। সরকারের নির্দিষ্ট নীতির মাধ্যমেই এই প্রকল্প চালু করা হয়েছে। এতে আদালত হস্তক্ষেপ করবে না।'



  • Jan 30, 2025 13:09 IST

    West Bengal News Live:ফের চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু

    ফের চোর সন্দেহে যুবককে গণপিটুনি, মৃত্যু। চঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায়। ঘটনার খবর পেয়ে এলাকায় যায় পুলিশ। ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মহেশতলা পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের একটি নির্মীয়মাণ আবাসন থেকে রক্তাক্ত অবস্থায় যুবকের দেহ উদ্ধার হয়। স্থানীয়দের মাধ্যমে সেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ওই যুবকের দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়। 

    বিস্তারিত পড়ুন- Maheshtala lynching: ফের চোর সন্দেহে গণপিটুনি, যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ



  • Jan 30, 2025 12:44 IST

    West Bengal News Live:আগ্নেয়াস্ত্র, কার্তুজ উদ্ধার

    বাসন্তীর পর আবারও অস্ত্র উদ্ধার মগরাহাট থেকে। এবার পাঁচটি দেশি পিস্তল একটি দেশি বন্দুক ও ৪১টি কার্তুজ উদ্ধার করল ডায়মন্ড হারবার জেলা পুলিশ। মগরাহাট থানায় গোপন সূত্রে খবর আসে। এক ব্যক্তির কাছে বেআইনি আগ্নেয়াস্ত্র মজুতের খবর মেলে। সেই সূত্র মারফত থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে একটি দল মগরাহাটের রঙ্গনবেড়িয়া গ্রামে হানা দেয়। এক ব্যক্তিকে আটক করে। তার বাড়িতে তল্লাশি চালিয়ে পাঁচটি ওয়ান শাটার দেশি আগ্নেয়াস্ত্র ও একটি পাইপ গান সহ ৪১ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।



  • Jan 30, 2025 12:19 IST

    West Bengal News Live: স্কুলকেই 'হাট' বানিয়েছে পঞ্চায়েত

    শিক্ষকের আকালে তালা পড়ে গিয়েছে স্কুলে। বন্ধ হয়ে থাকা সেই স্কুলের বারান্দা সহ চারপাশ জুড়ে এখন বসছে হাট। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের ভাল্যগ্রাম জুনিয়র হাই স্কুলের এমন পরিণতি দেখে যারপরনাই ব্যাথিত স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রী ও এলাকার শিক্ষানুরাগীরা। বিরোধীরাও ঘটনার সমালোচনায় মুখর হয়েছে। তাঁরা বলছেন, শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের জেরে লাটে উঠে যাওয়া বঙ্গের শিক্ষা ব্যবস্থার প্রতীক এখন হয়ে উঠেছে ভাল্যগ্রাম জুনিয়র হাই স্কুল। 

    বিস্তারিত পড়ুন- Purba Bardhaman News: শিক্ষকের অভাবে স্কুলে তালা ঝুলেছে, শিক্ষাঙ্গণকেই 'হাট' বানিয়েছে পঞ্চায়েত



  • Jan 30, 2025 11:40 IST

    West Bengal News Live: বাংলাদেশ সীমান্তে উত্তেজনা

    আবারও বাংলাদেশ সীমান্তে উত্তেজনা। এবার ঘটনাটি ঘটেছে কোচবিহারের মেখলিগঞ্জের সীমান্তবর্তী তিনবিঘা এলাকায়। কৃষি জমিতে শক্ত খুঁটি লাগানোর সময় গ্রামবাসীদের বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। গ্রামবাসীরা কৃষি জমির ওপর কাঁটাতার লাগাচ্ছিলেন। বিজিবি বাধা দিতেই ঘটনাস্থলে যায় বিএসএফ। তাঁরা জানান, ওই এলাকা ভারতীয় ভূখণ্ডের মধ্যেই পড়ে। বিজিবি এভাবে বাধা দিতে পারে না। তর্কাতর্কি শুরু হয়ে যায় BSF ও BGB-র মধ্যে। এরই মাঝে কাঁটাতার লাগিয়ে ফেলন গ্রামবাসীরা।



  • Jan 30, 2025 11:20 IST

    West Bengal News Live: মহাকুম্ভে পুণ্যস্নানে গিয়ে প্রাণ গেল কলকাতার প্রৌঢ়ের

    মহাকুম্ভে পুণ্যস্নানে গিয়ে প্রাণ গেল বিজয়গড়ের প্রৌঢ়ার। মৃত বাসন্তী পোদ্দার কলকাতা পুরসভার ৯৫ নম্বর ওয়ার্ডের অশ্বিনীনগরের বাসিন্দা। মহাকুম্ভে পুণ্যস্নান করতে সোমবার ছেলে-মেয়ে ও বোনের সঙ্গে প্রয়াগরাজে যান প্রৌঢ়া। ছেলের দাবি, মাঝরাতেই তাঁরা সঙ্গম ঘাটের উদ্দেশ্য রওনা দেন।রাত ১টা থেকে দেড়টার মধ্যে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে।  প্রয়াগরাজ থেকে অ্যাম্বুল্যান্সে করে প্রৌঢ়ার দেহ আজই আনা হচ্ছে কলকাতায়।



  • Jan 30, 2025 11:18 IST

    West Bengal News Live:তাঁর সিঁথিতে সিঁদুর ছাত্রের, কী বললেন সেই অধ্যাপিকা?

    সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও-য় ক্লাসরুমের মধ্যেই অধ্যাপিকার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেখা যায় প্রথম বর্ষের এক ছাত্রকে। নদিয়ার হরিণঘাটা রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 'ম্যাকআউট'-এর ক্যাম্পাসের সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে। প্রবল সমালোচনা হয়েছে ওই ভিডিও-কে নিয়ে। এরপরই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সেই অধ্যাপিকা। রাখঢাক না রেখেই এবার সোজাসাপ্টা উত্তর দিলেন পায়েল বন্দ্যোপাধ্যায়।

    বিস্তারিত পড়ুন- Haringhata: ক্লাসেই তাঁর সিঁথিতে সিঁদুর ছাত্রের, ভিডিও ভাইরাল হতেই কী বললেন সেই অধ্যাপিকা?



  • Jan 30, 2025 09:45 IST

    West Bengal News Live:সরস্বতী পুজোয় ঝেঁপে বৃষ্টি?

    এই বছর আগামী রবিবার অর্থাৎ ২ ফেব্রুয়ারি এবং তার পরের দিন সোমবার অর্থাৎ ৩ ফেব্রুয়ারি, দু'দিনই সরস্বতী পুজো করবেন অনেকে। কারণ ওই দু'দিনই পঞ্চমী তিথি থাকছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, সরস্বতী পুজোর দিন এবার বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, শীতের অনুভূতি জোরালো হওয়া বেশ কঠিন। 



  • Jan 30, 2025 09:42 IST

    West Bengal News Live: শাহের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দুর

    দিল্লিতে গিয়েছিলেন ভোটের প্রচারে। তারই ফাঁকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি সূত্রে জানা গিয়েছে, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে শাহের সঙ্গে আলোচনা করেছেন শুভেন্দু। আগামী বছরই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে দলের রণকৌশল নির্ধারণ নিয়েও কথা হয়েছে দুই নেতার।



Bangla News Bengali News Today news in west bengal news of west bengal Mahakumbh 2025 Mahakumbh Stampede
Advertisment