PM Modi in Singapore:দু'দিনের সিঙ্গাপুর সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সিঙ্গাপুরে পৌঁছানোর পর তাকে জমকালো অভ্যর্থনা জানানো হয় এবং বৃহস্পতিবার সিঙ্গাপুর পার্লামেন্টেও তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এর আগে ব্রুনাই সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কী কী বিষয়ে আলোচনা?
RG Kar Case: আরজি কর তদন্তে CBI! হঠাৎ বুকে 'ব্যথা' টালা থানার OC-র! ফেরাল একাধিক হাসপাতাল
সফরের দ্বিতীয় দিনে, প্রধানমন্ত্রী মোদী সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং-এর সাথে প্রতিনিধি পর্যায়ে আলোচনা করেন। এই সময় বিদেশমন্ত্রী জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সেমিকন্ডাক্টর সম্পর্কিত একটি বড় চুক্তি সহ দুই দেশের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়। ভারত ও সিঙ্গাপুরের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে মোদীর এই সফরে। ডিজিটাল প্রযুক্তি-সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে সহমত পোষণ করেছে দুই দেশ।
The discussions with my friend, PM Lawrence Wong continued today. Our talks focused on boosting cooperation in areas like skilling, technology, healthcare, AI and more. We both agreed on the need to boost trade relations. @LawrenceWongST pic.twitter.com/FOSxXQOI3u
— Narendra Modi (@narendramodi) September 5, 2024
আজই সুপ্রিমে স্বস্তি কেজরিওয়ালের? শুরু শুনানি, কী যুক্তি আপ সুপ্রিমোর?
সিঙ্গাপুর সফরে প্রধানমন্ত্রী মোদী এবং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওংয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে দুই দেশের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিগুলি দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করবে বলেই আশা প্রকাশ করেছেন মোদী। ভারত ও সিঙ্গাপুর ডিজিটাল প্রযুক্তি, সেমিকন্ডাক্টর, স্বাস্থ্য এবং দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে। লরেন্স ওংয়ের সঙ্গে সাক্ষাতের পর, প্রধানমন্ত্রী মোদী সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে লিখেছেন 'আমরা উভয়েই বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছি।'
Sharing my remarks during meeting with PM @LawrenceWongST.https://t.co/ipc5WmnY6x
— Narendra Modi (@narendramodi) September 5, 2024
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল 'এক্স'-এ লিখেছেন, 'ভারত ও সিঙ্গাপুর কৌশলগত অংশীদারিত্বকে উন্নত করার লক্ষ্যে সম্পর্কের একটি নতুন অধ্যায়ে পৌঁছেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং আজ সিঙ্গাপুরে একটি ফলপ্রসূ বৈঠক করেছেন। নেতারা একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্বে সম্পর্ককে উন্নীত করতে সম্মত হয়েছেন"৷ আজ প্রধানমন্ত্রী সিঙ্গাপুরের শিল্পপতিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন এবং দেশের সেমিকন্ডাক্টর খাতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। মোদি এবং ওং একটি সেমিকন্ডাক্টর উত্পাদন কেন্দ্রও পরিদর্শন করবেন।