Advertisment

আজই সুপ্রিমে স্বস্তি কেজরিওয়ালের? শুরু শুনানি, কী যুক্তি আপ সুপ্রিমোর?

Arvind Kejriwal: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আবেদনের শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টে। দিল্লির আফগারি দূর্নীতি কেলেঙ্কারিতে জেলবন্দী কেজরিওয়াল তাঁর গ্রেফতারি চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Delhi News Live: arvind kejriwal verdict supreme court

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আবেদনের শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টে।

Arvind Kejriwal: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আবেদনের শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টে। দিল্লির আফগারি দূর্নীতি কেলেঙ্কারিতে জেলবন্দী কেজরিওয়াল তাঁর গ্রেফতারি চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেছিলেন। তার ভিত্তিতেই চলছে শুনানি। বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি উজ্জল ভূঁইয়ার বেঞ্চে এই মামলার  শুনানি চলছে।  কেজরিওয়ালের পক্ষে আদালতে সওয়াল করছেন সিনিয়র আইনজীবী অভিষেক মনু সিংভি। আবগারি নীতি কেলেঙ্কারির মামলায় সিবিআইয়ের গ্রেফতারিকে চ্যালেঞ্জ করেছে আপ সুপ্রিমো। 

Advertisment

RG Kar Case: আরজি কর তদন্তে CBI! হঠাৎ বুকে 'ব্যথা' টালা থানার OC-র! ফেরাল একাধিক হাসপাতাল



দিল্লির মুখ্যমন্ত্রী জামিন প্রত্যাখ্যান এবং আবগারি নীতি কেলেঙ্কারির মামলায় সিবিআইয়ের গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলেছেন।  সিবিআইয়ের গ্রেফতারের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে দুটি পৃথক পিটিশন দায়ের করেছেন তিনি। দিল্লি হাইকোর্টের ৫ আগস্ট গ্রেফতারি বহাল রাখার আদেশকেও চ্যালেঞ্জ করেছেন আপ সুপ্রিমো। সাম্প্রতিক দিনে সুপ্রিম কোর্ট বিজয় নায়ারের জামিন মঞ্জুর করেছে। পাশাপাশি মাসখানেক আগে প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াও জামিন পান।

Suvendu Adhikari: 'শান্তি, অহিংসা নয়, নেতাজির পথেই আন্দোলন', চরম হুঁশিয়ারি শুভেন্দুর

জামিনের পক্ষে এই যুক্তিগুলো দিয়েছেন কেজরিওয়ালের আইনজীবী

জামিনের আবেদনের শুনানির সময়, কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মনু সিংভি যুক্তি দিয়েছিলেন যে 'আবগারি নীতি মামলায় সিবিআই দায়ের করা এফআইআর-এ কেজরিওয়ালের নাম নেই। এছাড়াও, সম্প্রতি কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়ার সময়, সুপ্রিম কোর্ট বলেছিল যে দিল্লির মুখ্যমন্ত্রী সমাজের জন্য হুমকির কারণ নন।

অরবিন্দ কেজরিওয়াল দুটি পৃথক পিটিশন দাখিল করেছেন, যার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। একটি পিটিশনে কেজরিওয়াল সিবিআইয়ের হাতে তাঁর গ্রেপ্তারকে চ্যালেঞ্জ করেছেন। দ্বিতীয় পিটিশনে কেজরিওয়াল জামিনের আবেদন করেছেন। এর আগে ৫ আগস্ট দিল্লি হাইকোর্ট কেজরিওয়ালের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল এবং তাকে ট্রায়াল কোর্টে যাওয়ার নির্দেশ দেয়। উল্লেখ্য ২৬ জুন কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল সিবিআই। ইতিমধ্যেই ইডি মামলায় জামিন পেয়েছেন কেজরিওয়াল। যদিও কেজরিওয়ালের জামিনের বিরোধিতা করেছে সিবিআই। কেজরিওয়ালের জামিনের বিরুদ্ধে আদালতে জবাব দাখিল করেছে তদন্তকারী সংস্থা। সিবিআই বলেছে, কেজরিওয়ালের আবেদনের কোনো ভিত্তি নেই। মামলাকে রাজনৈতিক রং দিতে চান আবেদনকারীরা।

মোদীর স্বপ্নের বন্দে ভারতে বিছানায় শুয়ে সফর, দুরন্ত উদ্যোগ কেন্দ্রের

কেজরিওয়াল দুটি পিটিশন দাখিল করেছেন

২৩ শে আগস্ট, সুপ্রিম কোর্ট সিবিআইকে এই মামলায় পাল্টা হলফনামা দাখিল করার অনুমতি দিয়েছিল এবং কেজরিওয়ালকে তার জবাব দেওয়ার জন্য দু'দিন সময় দিয়েছিল। ইতিমধ্যেই ইডি মামলায় জামিন পেয়েছেন কেজরিওয়াল। কেজরিওয়াল দুটি পিটিশন দাখিল করেছেন। একটি পিটিশনে তিনি জামিন নাকচকে চ্যালেঞ্জ করেছেন এবং অন্যটিতে তিনি সিবিআইয়ের হাতে গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়েছেন। ইডি মামলায় ১২ জুলাই সুপ্রিম কোর্ট থেকে জামিন পান কেজরিওয়াল। ইডি মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পাওয়ার পরে, সিবিআই ২৬ জুন তিহার জেল থেকে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে।

Sharad Pawar : মমতার দেখানো পথে হাঁটার ভাবনা! ধর্ষণবিরোধী বিল আনার পক্ষে জোরালো সওয়াল

১২ আগস্ট, কেজরিওয়াল তার গ্রেপ্তার বহাল রাখার দিল্লি হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। এমন পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট থেকে কেজরিওয়াল স্বস্তি পাবেন কি না, সেই দিকেই আজ সবার চোখ। সুপ্রিম কোর্ট সম্প্রতি মদ কেলেঙ্কারির মামলায় মনীশ সিসোদিয়া, কে কবিতা এবং বিজয় নায়ারকে জামিন দিয়েছে।

ED-CBI Kejriwal Arvind Kejriwal Delhi liquor scam supreme court
Advertisment