RG Kar Case: অসুস্থ বললেও ভর্তি নেওয়া হয়নি টালা থানার ওসিকে। সূত্রের খবর, গতকাল বিকেল ৫টার পর আলিপুরের এক বেসরকারি হাসপাতালে গেলেও ভর্তি নেওয়া হয়নি টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে। তার আগে ও পরে ৫২ বছর বয়সী এই পুলিশ অফিসার একাধিক নার্সিংহোমে গিয়েছিলেন বলে সূত্রের খবর।
গতকাল বিকেলে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল বুকে 'ব্যথা' নিয়ে আলিপুরের একটি বেসরকারি নামী হাসপাতালে যান। জরুরি বিভাগে তাঁর যাবতীয় পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি বলে হাসপাতাল সূত্রে খবর। তাঁকে এক ঘণ্টা অবজার্ভেশনে রাখা হয়েছিল। সূত্রের খবর, তাঁর ভর্তির প্রয়োজন নেই বলে চিকিৎসকরা জানিয়ে দেন। তিনি ভর্তি হওয়ার জন্য আবেদন করলেও তাতে সাড়া দেননি চিকিৎসকরা। তাঁদের মতে, কোনও সমস্যা না থাকলে অহেতুক ভর্তি করার প্রয়োজন নেই।
সূত্রের খবর, একাধিক বেরসকারি হাসপাতালে গেলেও অভিজিৎ মণ্ডলকে ভর্তি নেওয়া হয়নি। বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও চিকিৎসক সূত্রে খবর, সকালে দমদম নাগেরবাজারে একটি বেসরকারি হাসপাতালে তিনি যান। সেখানে নিজের পরিচয় দেন তিনি। ১০ শতাংশ ডিসকাউন্ট দিয়ে চিকিৎসাও হয়। সেখানে ভর্তি না নেওয়ায় তারপর যান চিনারপার্কে একটি নার্সিং হোমে। সেখান থেকে আলিপুরের নামী একাধিক বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন এই পুলিশ অফিসার। কোনও হাসপাতালেই তাঁকে ভর্তি নেওয়া হয়নি।
আরও পড়ুন- Suvendu Adhikari: 'শান্তি, অহিংসা নয়, নেতাজির পথেই আন্দোলন', চরম হুঁশিয়ারি শুভেন্দুর
তার মধ্যে একটি হাসপাতালে তাঁর একাধিক পরীক্ষ-নিরীক্ষা করা হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার নথি দেখে বলে সব স্বাভাবিক আছে। অ্যাংজাইটি থেকে হতে পারে। আলিপুরের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা নীচেই নেমে আসে। সেখান থেকেও তাঁকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তীতে ইকবালপুরে একটি নার্সিংহোমে যান। জানা গিয়েছে, শেষে তিনি যান এজেসি বোস রোড সংলগ্ন আরেক বেসরকারি হাসপাতালে। শেষমেষ সেখান থেকেও ফের পাঠিয়ে দেওয়া হয় বলে সূত্রের খবর।
আরও পড়ুন- RG Kar Protest: মিছিলে হামলা-মারধর, মুছল 'জাস্টিস ফর আরজি কর', কাঠগড়ায় তৃণমূল, কুণাল কী বললেন?
চিকিৎসকদের দাবি, হাসপাতালগুলির সিসিটিভি ফুটেজ দেখলেই বিষয়টি আরও স্পষ্ট হবে। আরজি করে নিহত তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় গতকাল সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজির হয়েছিলেন কলকাতা পুলিশের সিটের দুই আধিকারিক। আরজি করের আর্থিক দুর্নীতির তদন্তও করেছিল টালা থানা। এর আগে একাধিক ব্যক্তিকে তলব করে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। আরও পুলিশ আধিকারিকদের তলব করা হবে বলে সিবিআই সূত্রে খবর।
আরও পড়ুন- Road word in Station: বিধাননগর-সহ কয়েকটি স্টেশনের নামের পর কেন 'রোড' লেখা থাকে? জানুন আসল কারণ