Advertisment

হাতে ছাড়পত্র, ফারুক ওমরের দর্শনার্থী দলীয় নেতৃত্ব

ন্যাশনাল কনফারেন্সের প্রাক্তন বিধায়ক দেবেন্দ্র সিং রানা বলেছেন, 'রবিবার সকালে দলীয় প্রতিনিধিরা ইন্ডিগো বিমানে জম্মু থেকে শ্রীনগর যাবেন।'

author-image
IE Bangla Web Desk
New Update
Farooq Abdullah, ফারুক আবদুল্লা

ফারুক আবদুল্লা।

কোর্টের অনুমতি মিলেছিল আগেই। এবার ছাড়পত্র মিলল রাজ্য প্রশাসনের। গত দু'মাস ধরে আটক ফারুক আবদুল্লা ও ওমর আবাদুল্লার সঙ্গে দেখা করতে পারবেন ন্যাশনাল কনফারেন্সের এর প্রতিনিধি দল। শনিবার, এই ঘোষণা করা হয় জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক। ন্যাশনাল কনফারেন্সের প্রাক্তন বিধায়ক দেবেন্দ্র সিং রানা বলেছেন, 'রবিবার সকালে দলীয় প্রতিনিধিরা ইন্ডিগো বিমানে জম্মু থেকে শ্রীনগর যাবেন।' তাঁর সংযোজন, 'সরকারি এক আধিকারিক রাজ্যপালের এই ঘোষণার কথা জানিয়েছেন।'

Advertisment

আরও পড়ুন: ভারত ও বাংলাদেশের মধ্যে সাতটি দ্বিপাক্ষিক চুক্তি সাক্ষরিত

জম্মু-কাশ্মীরে কেন্দ্রীয় পদক্ষেপের জেরে উপত্যকায় শান্তি বজায় রাখতে এক মাসেরও বেশি সময় ধরে বন্দি করে রাখা হয়েছে ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লা ও সহ-সভাপতি ওমর আবদুল্লাকে। প্রশাসনের এই আচরণকে ‘গণতন্ত্রের হত্যা’ বলে অভিযোগ করেছেন ভূস্বর্গের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী। তাদের সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছিল না। কেন দলের নেতাদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলা হয়। প্রতিবাদে আদালতের দ্বারস্থ হন জম্মু-কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স নেতৃত্ব। সেই আবেদনের ভিত্তিতেই শর্ত সাপেক্ষে দলীয় দুই সাংসদকে ফারুক আবদুল্লা ও ওমর আবদুল্লার সঙ্গে শর্ত সাপেক্ষে দেখা করার অনুমতি মঞ্জুর করেন জম্মু-কাশ্মীর হাইকোর্টের বিচারক সঞ্জীব কুমার।

আরও পড়ুন: সঙ্কটে কংগ্রেস, নির্বাচনের মুখেই পদত্যাগ দলের প্রাক্তন সভাপতির

কোর্টের দেওয়া শর্তে বলা হয়েছে, এই সাক্ষাতের পর সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে পারবেন না ওই দুই এনসি সাংসদ। রায়ে বলা হয়, ‘আবেদনকারীদের নিশ্চিৎ করতে হবে যেন এই সাক্ষাৎ সৌজন্যের মধ্যেই সীমাবদ্ধ থাকে। দুই নেতার শারীরিক সুস্থতা নিয়েই কেবল খোঁজ খবর নেবেন তাঁরা ও এই সাক্ষাৎ নিয়ে পরে সংবাদ মাধ্যমের সামনে কিছু প্রকাশ করা যাবে না।’ আদালত জম্মু-কাশ্মীরের ডেপুটি পুলিশ কমিশনারকে দ্রুত এই সাক্ষাৎ করানোর বিষয়ে উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছিল। সরকারের তরফে কোর্টকে জানানো হয়েছিল, ‘এই সাক্ষাতে আনুষ্ঠানিক কোনও বাধা নেই। তবে, শান্তি ভঙ্গ হতে পারে এমন কোনও আচরণ করা উচিত হবে না।’

Read the full story in English

jammu and kashmir
Advertisment