Advertisment

Bank Holiday Today: গুরু নানক জয়ন্তীতে বন্ধ থাকবে ব্যাঙ্ক? খোলা থাকছে শেয়ার মার্কেট?

Gurpurab Bank Holiday 2024: আজ গুরু নানক জয়ন্তী। গুরু নানক জয়ন্তী শিখ সম্প্রদায়ের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র উৎসব। প্রতি বছর কার্তিক পূর্ণিমার দিনে গুরু নানক জন্মবার্ষিকী পালিত হয়।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Bank Holiday..

কোন রাজ্যগুলিতে আজ ব্যাঙ্ক বন্ধ থাকবে?

Bank RBI Bank Holiday Today State Wise List for Guru Nanak Jayanti (Gurpurab)2024: আজ সারাদেশের পাশাপাশি বিশ্বজুড়ে পালিত হচ্ছে গুরু নানক জয়ন্তী। বিশেষ এই দিন উপলক্ষে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশ অনুসারে (আরবিআই) অনেক রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ব্যাঙ্কিং পরিষেবা সংক্রান্ত কোন কাজে বেরোনোর আগে জেনে নিন আজ কী বাংলাতেও বন্ধ থাকছে ব্যাঙ্ক?  

Advertisment

আজ গুরু নানক জয়ন্তী। গুরু নানক জয়ন্তী শিখ সম্প্রদায়ের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র  উৎসব। প্রতি বছর কার্তিক পূর্ণিমার দিনে গুরু নানক জন্মবার্ষিকী পালিত হয়। এই উপলক্ষে, অনেক রাজ্যে স্কুল, কলেজ এবং অফিসও বন্ধ রয়েছে। দেশের অনেক রাজ্যে আজ বন্ধ থাকছে ব্যাঙ্কিং পরিষেবা।

গুরু নানক জয়ন্তীতে বন্ধ থাকবে ব্যাঙ্ক? খোলা থাকছে শেয়ার মার্কেট?

যে রাজ্যগুলিতে আজ ব্যাঙ্ক বন্ধ থাকবে- 
গুরু নানক জয়ন্তী উপলক্ষ্যে মিজোরাম, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা, অরুণাচল প্রদেশ, রাজস্থান, জম্মু, উত্তরপ্রদেশ, নয়াদিল্লি, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, শ্রীনগর এবং পশ্চিমবঙ্গে ব্যাঙ্কিং পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে।  ব্যাঙ্কের পাশাপাশি বন্ধ থাকবে শেয়ার বাজারও।

অশোকনগরে রেল অবরোধ, কাল থেকেই হুড়মুড়িয়ে পারদ পতন?

ডিজিটাল ব্যাংকিং সুবিধা অব্যাহত থাকবে
গুরু নানক জয়ন্তী উপলক্ষ্যে ব্যাঙ্কগুলি বন্ধ থাকলেও গ্রাহকরা এটিএম, ডিজিটাল ব্যাঙ্কিং এবং ইউপিআই-এর মাধ্যমে আর্থিক পরিষেবা ব্যবহার করতে পারেন। জরুরী ব্যাংকিং এর প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে অনলাইন লেনদেনের সুবিধাও চালু থাকবে। তবে আগামীকাল ১৬ নভেম্বর মাসে তৃতীয় শনিবার। ফলে সেদিন খোলা থাকছে ব্যাঙ্ক। কিন্তু শনিবার রাজ্যের অনেক সরকারি অফিস ছুটি থাকবে।  

Bank Holidays Guru Nanak
Advertisment