/indian-express-bangla/media/media_files/k6FnS2sDx8I5JJBrg6Bv.jpg)
দুর্ঘটনার পরেই ছবি
Pune Helicopter Crash: পুনেতে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা। তিনজনের মৃত্যু। ঘটনাস্থলে পুলিশ ও মেডিকেল টিমের আধিকারিকরা।
বুধবার সকালে মহারাষ্ট্রের পুনেতে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা ঘটে। বাভধান বুদ্রুক গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পাওয়া মাত্রই শুরু হয় উদ্ধার অভিযান। ঘটনাস্থলে মেডিক্যাল টিম পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে ২ জন পাইলট ও ১ জন ইঞ্জিনিয়ার রয়েছেন বলে জানা গিয়েছে।
দেবীপক্ষে প্রতিবাদী মহিলাদের 'গায়ে হাত', দুপুরে জুনিয়ার ডাক্তারদের ডাকে রাজপথে 'জনগর্জন'
ডিজিসিএ জানিয়েছে যে হেলিকপ্টারটিতে দুজন পাইলট এবং একজন এএমই ছিলেন, যদিও কোনও যাত্রী ছিলেন না। হেলিকপ্টারে থাকা তিনজন ক্রু মেম্বারেরই মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। যে দুই ক্যাপ্টেনের মৃত্যু হয়েছে তাদের নাম ক্যাপ্টেন পিল্লাই এবং ক্যাপ্টেন পরমজিৎ। সকাল ৭টা নাগাদ হেলিকপ্টারটি টেক অফ করে। এ এলাকায় ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটেছে বলেই প্রাথমিক তথ্য অনুসারে জানা গিয়েছে।
রাজ্যের প্রতিশ্রুতি মতই রোগী কল্যান সমিতিতে বিরাট রদবদল, ডানা ছাঁটা হল জনপ্রতিনিধিদের
Maharashtra | Two people feared dead in a helicopter crash near Bavdhan in Pune district. Two ambulances and four fire tenders present at the spot.
— ANI (@ANI) October 2, 2024
(Pic Source: Pune Fire Department) https://t.co/3iuStSLkgLpic.twitter.com/mp09RSpP7m
সর্বশেষ তথ্য অনুযায়ী, অক্সফোর্ড গলফ ক্লাবের হেলিপ্যাড থেকে উড়ার কিছু সময় পরেই এই দুর্ঘটনা ঘটে। সকাল ৭টা থেকে ৭টা ১০ মিনিটের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। এই এলাকায় ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তদন্তের পরই দুর্ঘটনায় আসল কারণ জানা যাবে।
আগস্ট মাসেও পুনেতে হেলিকপ্টার দুর্ঘটনা
এর আগে ২৪ আগস্ট পুনেতে হেলিকপ্টার দুর্ঘটনা হয়। সেই ঘটনায় চারজন গুরুতর আহত হন। একটি বেসরকারি সংস্থার এই হেলিকপ্টার মুম্বইয়ের জুহু থেকে হায়দ্রাবাদের উদ্দেশ্যে যাত্রার সময় দুর্ঘটনার কবলে পড়ে। সেই দুর্ঘটনারও কারণ ছিল আবহাওয়া ও প্রযুক্তিগত ত্রুটি।