/indian-express-bangla/media/media_files/QKaahq4CP9rl8u1ZkwHw.jpg)
মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতই ভেঙ্গে দেওয়া হল পুরনো রোগী কল্যান সিমিতি।
RG Kar Updates: হাসপাতালের রোগী কল্যাণ সমিতিতে বিরাট রদবদল । মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতই ভেঙ্গে দেওয়া হল পুরনো রোগী কল্যান সিমিতি। গঠন করা হয়েছে সাত সদস্যের নতুন কমিটি। মঙ্গলবার রাজ্যের তরফে এবিষয়ে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এদিকে সাগর দত্তের ঘটনার প্রেক্ষিপ্তে ফের কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। পুজোর মধ্যে কর্মবিরতির সিদ্ধান্ত নিয়ে এবার জুনিয়ার ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন সিনিয়র ডাক্তাররা।
জুনিয়র চিকিৎসকের ডাকে আজ মহালয়ার দিন আরজি করের নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে পথে নামবে নাগরিক সমাজ। মঙ্গলবার থেকে ফের কর্মবিরতিতে গিয়েছেন জুনিয়ার ডাক্তাররা। সরকারের কাছে জানানো হয়েছে ১০ দফা দাবি। আজ মহালয়ায় দেবী পক্ষের সূচনাতেই আরজি করে নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে রাজ্যের সমস্ত কলেজ-হাসপাতাল থেকে শুরু করে সমাজের সর্ব স্তরের মানুষ কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলের ডাক দিয়েছেন। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে এই মিছিলে পা মেলাবেন হাজার হাজার সাধারণ মানুষ । দুপুর ১টায় মিছিল শুরু হবে। এদিকে এর মাঝেই হাসপাতালের রোগী কল্যাণ সমিতিতে বিরাট রদবদল আনা হয়েছে রাজ্যের তরফে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি মতই রাজ্যের প্রতিটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নতুন করে রোগী কল্যাণ সমিতি গঠনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
দেবীপক্ষে প্রতিবাদী মহিলাদের 'গায়ে হাত', দুপুরে জুনিয়ার ডাক্তারদের ডাকে রাজপথে 'জনগর্জন'
পাশাপাশি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে অভিযোগ জানানোর জন্য খোলা হয়েছে গ্রিভ্যান্স সেল। মঙ্গলবার এ ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নবান্ন। নতুন সার্কুলার জারি করা আগে হাসপাতালগুলির রোগী কল্যাণ সমিতির মাথায় থাকতেন জনপ্রতিনিধিরা। আরজি করের ঘটনার পরই পুরনো রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। নতুন জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সাত সদস্যের কমিটি নিয়ে গঠন করা হয়েছে নতুন রোগী কল্যাণ সমিতি। অধ্যক্ষর পাশাপাশি থাকবেন হাসপাতালের সুপার, অধ্যক্ষ মনোনীত এক সদস্য, কর্মরত সিনিয়র চিকিৎসক, রোগী কল্যান সমিতিতে থাকছেন এক জুনিয়র চিকিৎসক, নার্স ও এক জনপ্রতিনিধি।
মহালয়ার দিন আবহাওয়ার 'ম্যাজিক' বদল, বৃষ্টিতে ভাসবে কলকাতা! জানুন লেটেস্ট ওয়েদার আপডেট
আরজি কর কাণ্ডে নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে মহালয়ায় অভিনব 'ভোরদখলের' সাক্ষী থাকল গোটা বাংলা। কোথাও মানব বন্ধন, আবার কোথাও ঘাটে ঘাটে তর্পণের মাঝেই তিলোত্তমার বিচারের দাবিতে জলে ভাসল 'প্রতিবাদের প্রদীপ'। এর মাঝেই টালিগঞ্জের করুনাময়ীতে প্রতিবাদ মিছিলের উপর হামলার বেনজির ঘটনা। প্রকাশ্যে রাস্তায় আন্দোলনকারীদের উপর মারধরের ঘটনা ঘটল খাস কলকাতাই। এঘটনাকে কেন্দ্র করে প্রবল অস্বস্তিতে শাসকদল।