Advertisment

RGKar Protest Updates: দেবীপক্ষে প্রতিবাদী মহিলাদের 'গায়ে হাত', দুপুরে জুনিয়ার ডাক্তারদের ডাকে রাজপথে 'জনগর্জন'

RGKar Protest Updates: আরজি কর কাণ্ডে নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে মহালয়ায় অভিনব 'ভোরদখলের' সাক্ষী থাকল গোটা বাংলা। আরজি কর কাণ্ডে নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে মহালয়ায় অভিনব 'ভোরদখলের' সাক্ষী থাকল গোটা বাংলা।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Junior Doctor protest1

ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্‌স ফ্রন্টের তরফে আজ ফের মিছিলের ডাক

RGKar Protest Updates: আরজি কর কাণ্ডে নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে মহালয়ায় অভিনব 'ভোরদখলের' সাক্ষী থাকল গোটা বাংলা। কোথাও মানব বন্ধন, আবার কোথাও  ঘাটে ঘাটে তর্পণের মাঝেই তিলোত্তমার বিচারের দাবিতে জলে ভাসল 'প্রতিবাদের প্রদীপ'। এর মাঝেই টালিগঞ্জের করুনাময়ীতে প্রতিবাদ মিছিলের উপর হামলার বেনজির ঘটনা। প্রকাশ্যে রাস্তায় আন্দোলনকারীদের উপর মারধরের ঘটনা ঘটল খাস কলকাতাতেই। এঘটনাকে কেন্দ্র করে প্রবল অস্বস্তিতে শাসকদল।  

Advertisment

মাথাভাঙ্গা, নৈহাটির পর এবার খাস কলকাতা। প্রতিবাদ মিছিলের উপর বারে বারে নেমে এসেছে শাসকের খাঁড়া। দেওয়া হচ্ছে হুমকি। এই আবহে টালিগঞ্জের প্রতিবাদ মিছিলে তৃণমূল কাউন্সিলার রত্না শূরের দলবলের বিরুদ্ধে মারধরের অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমার। রাজপথে মারে নাক ফাটল, ঝরল রক্ত। শিশু, মহিলাদর রেয়াত করা হয়নি বলে অভিযোগ। তৃণমূল কাউন্সিলার রত্না শূরের নেতৃত্বে হামলার অভিযোগ। হরিদেবপুর থানায় বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রতিবাদে অংশ নেওয়া সাধারণ মানুষ। পালটা প্রতিবাদীদের দুষেছেন তৃণমূল কাউন্সিলার রত্না শূর।  

বিশ্ব কাঁপিয়ে দুরন্ত বিজয় বাঙালি গবেষকের! কঠিন সংগ্রামে আন্তর্জাতিক স্বীকৃতি অধ্যাপকের

 আরজি কর কাণ্ডের প্রতিবাদে গতকাল শহর জুড়ে নানান কর্মসূচি হয়। সখানে অংশ নেন চিকিৎসক থেকে শুরু করে সাধারণ নাগরিক। এমনই একটি কর্মসূচি হয়েছিল টালিগঞ্জের করুণাময়ীতে। নাগরিক সমাজের সেই মিছিলেই হামলার অভিযোগ। মিছিলে থাকা মহিলা, শিশুদেরও মারধর করা হয় বলে অভিযোগ। ৪০ জনের মিছিলে শতাধিক মানুষের হামলার ঘটনা। এই ঘটনার পরে হরিদেবপুর থানায় বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা।

মহালয়ার দিন আবহাওয়ার 'ম্যাজিক' বদল, বৃষ্টিতে ভাসবে কলকাতা! জানুন লেটেস্ট ওয়েদার আপডেট

এদিকে চিকিৎসকের ডাকে আজ মহালয়ার দিন নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে পথে নামবে নাগরিক সমাজ। মঙ্গলবার থেকে ফের কর্মবিরতিতে জুনিয়ার ডাক্তাররা। সরকারের কাছে ১০ দফা দাবি জানানো হয়েছে। আজ মহালয়ায় দেবী পক্ষের সূচনাতেই আরজি করে নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে রাজ্যের সমস্ত কলেজ-হাসপাতাল থেকে শুরু করে সমাজের সর্ব স্তরের মানুষ কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলের ডাক দিয়েছেন। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্‌স ফ্রন্টের তরফে এই মিছিলে পা মেলাবেন হাজার হাজার সাধারণ মানুষ । দুপুর ১টায় মিছিল শুরু হবে।

RGKar medical college & hospital
Advertisment