Jammu Kashmir: উৎসব আবহে ভয়াবহ গ্রেনেড হামলা। প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল উপত্যকা। জানা গিয়েছে শ্রীনগর বাজার এলাকায় ট্যুরিস্ট রিসেপশন সেন্টারের কাছে এই বিস্ফোরণ ঘটে। স্বাভাবিক ভাবেই বিস্ফোরণের ঘটনায় এলাকায় প্রবল আতঙ্ক ছড়িয়েছে।
আরও পড়ুন- সাড়ে তিন টাকার খরচে গোটা বছরের রিচার্জের টেনশন থেকে মুক্তি! পড়ুন ভাইফোঁটার ধামাকা নিউজ
নির্বাচন পর্ব মিটতেই একের পর সন্ত্রাসবাদী হামলায় রক্তাক্ত উপত্যকা। রবিবার শ্রীনগরে ভরা বাজারে গ্রেনেড হামলায় কমপক্ষে ১২ জন আহত হয়েছে। এই ঘটনায় ফের প্রশ্নের মুখে জম্মু কাশ্মীরের নিরাপত্তা। এদিন গ্রেনেড হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে গর্জে উঠেছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।
শ্রীনগরের 'সানডে মার্কেটে' গ্রেনেড হামলায় স্তম্ভিত শহরের বাসিন্দারা। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই হামলার তীব্র নিদা জানিয়েছে। পাশাপাশি তিনি নিরাপত্তা বাহিনীকে সন্ত্রাসবাদকে নির্মূলে সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহাও শীর্ষ পুলিশ আধিকারিকদের সন্ত্রাসবাদীদের কড়া জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন।
কংগ্রেস নেতা তারিক হামিদ এবং রশিদ আলভিও হামলার নিন্দা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে গর্জে উঠে লিখেছেন,“গত কয়েকদিন ধরে উপত্যকার কিছু অংশে হামলা ও এনকাউন্টারের খবর বারে বারে সংবাদ শিরোনামে উঠে এসেছে। শ্রীনগরের রবিবার বাজারে নিরীহ দোকানদারদের উপর গ্রেনেড হামলার ঘটনা খুবই উদ্বেগজনক। নিরীহ নাগরিকদের টার্গেট করার কোনো যুক্তি থাকতে পারে না। নিরাপত্তা সংস্থার উচিত যত তাড়াতাড়ি সম্ভব আক্রমণের এই সুনামি বন্ধ করার জন্য যথাসম্ভব চেষ্টা করা যাতে মানুষ কোনো ভয় ছাড়াই তাদের জীবনযাপন করতে পারে।"
'সন্ত্রাস নির্মূলে যা করতে হবে তাই করুন'-
জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা রবিবার কেন্দ্রশাসিত অঞ্চলের শীর্ষ পুলিশ অফিসার এবং অন্যান্য নিরাপত্তা আধিকারিকদের গ্রেনেড হামলার পরিপ্রেক্ষিতে জঙ্গিদের 'উপযুক্ত জবাব' দেওয়ার নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন- সাড়ে তিন টাকার খরচে গোটা বছরের রিচার্জের টেনশন থেকে মুক্তি! পড়ুন ভাইফোঁটার ধামাকা নিউজ
রবিবার জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে একটি বড় গ্রেনেড হামলায় প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, অন্তত ১২ জন সাধারণ মানুষ আহত হয়েছেন। তাঁদের শ্রী মহারাজা হরি সিং হাসপাতালে (SMHS) ভর্তি করা হয়েছে। এসএমএইচএস মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. তাসনিম শওকত বলেন, "আহতদের মধ্যে আটজন পুরুষ ও একজন মহিলা রয়েছেন। বর্তমানে সবার অবস্থা স্থিতিশীল।" হামলার পর, কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।