Advertisment

'টুকড়ে টুকড়ে গ্যাং'-এর বিষয়ে কোনও তথ্য নেই, স্বীকার অমিত শাহের মন্ত্রকের

ভারতীয় রাজনীতিতে 'টুকড়ে টুকড়ে গ্যাং' শব্দের আমদানি বিজেপি নেতৃত্বের হাত ধরেই।

author-image
IE Bangla Web Desk
New Update
amit shah, অমিত শাহ, শাহ, বিজেপি সভাপতি অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, amit shah tukde tukde gang, অমিত শাহ টুকরে টুকরে গ্যাং, টুকরে টুকরে গ্যাং, amit shah nrc, cab, cab news, caa protest, caa protest today, caa protest latest news, সিএএ, ক্যাব, এনআরসি, কংগ্রেস, cab protest, cab today news, citizenship amendment bill, citizenship amendment bill 2019, citizenship amendment bill protest, citizenship amendment bill protest today, citizenship amendment bill 2019 india, citizenship amendment bill live news, cab news, citizenship amendment act, citizenship amendment act latest news

অমিত শাহ। ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

সম্প্রতি 'টুকড়ে টুকড়ে গ্যাং' নিয়ে মাঝে মধ্যেই সরব হতে দেখা গিয়েছে বিজেপি নেতাদের। মোদী থেকে অমিত শাহ, সকলের মন্তব্যেই উঠে এসেছে 'টুকড়ে টুকড়ে গ্যাং'-এর কথা। কিন্তু সেই কথা নিয়েই এরপর দ্বিমত প্রকাশ খোদ অমিত শাহের মন্ত্রকেরই। লোকসভায় এদিন লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি বলেন যে আইনের ভাষার উপর ভিত্তি করে ‘টুকড়ে টুকড়ে গ্যাং’ শব্দ আদেও আছে কি না সে বিষয়ে তাঁর কাছে কোনও তথ্য নেই।

Advertisment

আরও পড়ুন: ‘অমিত শাহকে কারেন্ট খাইয়েছে দিল্লির জনতা’

প্রসঙ্গত, ভারতীয় রাজনীতিতে 'টুকড়ে টুকড়ে গ্যাং' শব্দের আমদানি বিজেপি নেতৃত্বের হাত ধরেই। কংগ্রেস সদস্য ভিনসেন্ট এইচ পালা এবং জসবীর সিং গিলের প্রশ্নের জবাবে এই উত্তর দেয় অমিত শাহের মন্ত্রক। প্রশ্নে বলা হয় যে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এমন কোনও গ্রুপকে চিহ্নিত করা গিয়েছে কি না? তবে বিজেপির এই উত্তরের অর্থ এই যে বিজেপি নেতারা টুকরে টুকরে গ্যাংয়ের কথা বললেও আসলে এর কোনও অস্তিত্ব নেই।

আরও পড়ুন: ‘কোথায় মন্দা? দেশের মানুষ তো জ্যাকেট, প্যান্ট পরছে’, দাবি বিজেপি সাংসদের

উল্লেখ্য, পদ্ম শিবিরের দাবি যে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়কে বিছিন্নতাবাদীদের আখড়া এবং কানহাইয়া কুমার, উমর খালিদদের দেওয়া ‘ভারত তেরে টুকড়ে হোঙ্গে, ইনশাল্লাহ ইনশাল্লাহ' স্লোগান দেয়। এরপর থেকেই বিজেপি বিরোধীদের 'টুকড়ে টুকড়ে গ্যাং' বলেই আক্রমণ করে আসছিলেন গেরুয়া শিবিরের নেতারা।

Read the story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

amit shah
Advertisment