Advertisment

মোদীর হস্তক্ষেপের পরে মুক্তি'! যুদ্ধক্ষেত্র থেকে দেশে ফিরলেন ৬ ভারতীয়

Russian Army: 'প্রধানমন্ত্রী মোদীর হস্তক্ষেপের পরে মুক্তি'! অবশেষে দেশে ফিরলেন ৬ ভারতীয়। তাদের মধ্যে তিনজন কর্ণাটকের বাকী তিনজনের মধ্যে একজন তেলেঙ্গানার, একজন কাশ্মীর ও একজন কলকাতার বাসিন্দা।

author-image
IE Bangla Web Desk
New Update
'প্রধানমন্ত্রী মোদীর হস্তক্ষেপের পরে মুক্তি'!

'প্রধানমন্ত্রী মোদীর হস্তক্ষেপের পরে মুক্তি'!

Russian Army: 'রাশিয়ার সেনাবাহিনীতে যোগদান করেছেন এমন প্রায় ৪৫ জন ভারতীয় নাগরিককে অব্যাহতি দিয়েছে রুশ আর্মি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য জানিয়ে বলেন, প্রায় ৫০ জন ভারতীয় এখনও যুদ্ধক্ষেত্রে আটকে রয়েছেন তাদের মুক্তির চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি। 

Advertisment

সূত্রের খবর, ৪৫ জন ভারতীয় নাগরিকের মধ্যে ২২ জন ইতিমধ্যেই দেশে ফিরেছেন। শুক্রবার সকালে ছজনের একটি দল দেশে ফিরে এসেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক মস্কো সফরের সময়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিশ্রুতি দিয়েছিলেন সকল ভারতীয় যাদের ভুল বুঝিয়ে রুশ সেনাবাহিনীতে যুক্ত করা হয়েছিল তাদের অবিলম্বে মুক্তি দেওয়া হবে।  

আরও পড়ুন - অবশেষে জেলমুক্তি, জামিন পেলেন কেজরিওয়াল, খুশির হাওয়া আপ শিবিরে

'প্রধানমন্ত্রী মোদীর হস্তক্ষেপের পরে মুক্তি'! অবশেষে দেশে ফিরলেন ৬ ভারতীয়। তাদের মধ্যে তিনজন কর্ণাটকের বাকী তিনজনের মধ্যে একজন তেলেঙ্গানার, একজন কাশ্মীর ও একজন কলকাতার বাসিন্দা। এজেন্টদের দ্বারা প্রতারিত হয়ে সকলেই রুশ সেনাবাহিনীতে যোগ দেন বলে খবর। ৬ জন যুবক শুক্রবার সকালে দেশে ফিরে এসেছেন। তাদের মধ্যে রয়েছে তেলঙ্গানার মহম্মদ সুফিয়ান এবং কর্ণাটকের তিন যুবক – মহম্মদ ইলিয়াস সাঈদ হুসাইনি, মহম্মদ সামির আহমেদ, এবং নাঈম আহমেদ।  

আরও পড়ুন - ‘লেডি ম্যাকবেথ’ বলে উল্লেখ, বোসের তুমুল 'নিশানায়' মমতা, সামাজিক বয়কটের ডাক

সুফিয়ানের ভাই সাইয়েদ সালমান ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, “তারা এবং বেশ কয়েকজন ভারতীয় সহ অন্তত ৫৫ জনকে রুশ বাহিনী থেকে মুক্তি দেওয়া হয়েছে। চুক্তিতে তাদের প্রতারিত করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি রাশিয়া সফরে গিয়ে বিষয়টি উত্থাপন করার পরে তাদের মুক্তি দেওয়া হয়"। হায়দরাবাদের বাসিন্দা মহম্মদ আফসানের, গত নভেম্বরে যুদ্ধক্ষেত্রে মৃত্যু হয়। এরপর পরিবারগুলির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সুফিয়ান, দুবাইয়ের একটি কোম্পানিতে কাজ করত বলেও জানিয়েছেন তার ভাই। ভুয়ো এজেন্টের সংস্পর্শে সে মস্কোতে চাকরির জন্য যায়।  সেখানে তাকে রুশ সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয়।  

 

Indo-Russia modi Vladimir Putin
Advertisment