Advertisment

‘লেডি ম্যাকবেথ’ বলে উল্লেখ, বোসের তুমুল 'নিশানায়' মমতা, সামাজিক বয়কটের ডাক

CV Ananda Bose: মুখ্যমন্ত্রীকে সামাজিক ভাবে বয়কটের ডাক দিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোস বলেন, "আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো পাবলিক প্ল্যাটফর্ম শেয়ার করব না। আমি মুখ্যমন্ত্রী জড়িত এমন কোনও পাবলিক প্রোগ্রামে অংশ নেব না“।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
mamata governor

‘লেডি ম্যাকবেথ’, মমতাকে ভয়ঙ্কর নিশানা, সামাজিক বয়কটের ডাক রাজ্যপালের



CV Ananda Bose: রাজ্য সরকার "তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে" বুঝতে পারেনি "মানুষ ও সমাজের অনুভূতি"! মুখ্যমন্ত্রীকে এবার তুমুল নিসানা করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় মমতাকে  "সামাজিকভাবে বয়কট"-এর ডাক দিয়েছেন তিনি। আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রতিবাদের আঁচ ছড়িয়ে পড়েছে দিকে দিকে। আন্দোলনকারীদের ন্যায় বিচারের দাবিতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ  বলেও উল্লেখ করেন রাজ্যপাল।

Advertisment

মেট্রো যাত্রীদের জন্য পুজোর মুখে দুর্দান্ত আনন্দের খবর! আহ্লাদে আটখানা হবেনই

মুখ্যমন্ত্রীকে সামাজিক ভাবে বয়কটের ডাক দিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোস বলেন, "আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো পাবলিক প্ল্যাটফর্ম শেয়ার করব না। আমি মুখ্যমন্ত্রী জড়িত এমন কোনও পাবলিক প্রোগ্রামে অংশ নেব না,“আমি সামাজিকভাবে মুখ্যমন্ত্রীকে বয়কট করছি।” সেখানেই রাজ্যের উদ্ভুত পরিস্থিতির কথা তুলে ধরে সিভি আনন্দ বোসের মুখে শোনা গিয়েছে ‘লেডি ম্যাকবেথ’প্রসঙ্গও। রাজভবনের তরফে কলকাতার পুলিশ কমিশনারের প্রতি পদক্ষেপের কথা বলা হলেও, তা করা হয়নি সেপ্রসঙ্গেও তিনি ক্ষোভ উগরে দিয়েছেন। সংবিধানে উল্লিখিত বিধান লঙ্ঘনের জন্য মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সক্রিয় পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন বোস।

প্রশাসনই দায়ী, কোনও ইগোর লড়াই নেই', বৈঠক ভেস্তে যাওয়ায় দাবি জুনিয়র ডাক্তারদের

“বর্তমান পরিস্থিতিতে রাজ্যপাল কী পদক্ষেপ গ্রহণ করেছেন তা নিয়ে আমাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে" বলে উল্লেখ করে রাজ্যপাল বলেন, আমি মানুষের কাছ থেকে অনেক প্রশ্নের মুখোমুখি হয়েছি… আমি ভারতের সংবিধানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমি বাংলার মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আমি আরজি কর কাণ্ডে নির্যাতিতার বাবা-মা এবং যারা ঘটনার প্রতিবাদে সামিল হয়েছেন তাদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমার মূল্যায়নে, সরকার জনগণ ও সমাজের অনুভূতি বোঝার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে,"।

 

পাশাপাশি তিনি বলেন, "রাজভবনের তরফে সংবিধানের ১৬৭ ধারা মুখ্যমন্ত্রীকে মেনে চলার জন্য নির্দেশও জারি করেছেন তিনি। পাশাপাশি আরজি কর ঘটনায় কলকাতা পুলিশ কমিশনারের ভূমিকার তীব্র সমালোচনা করেন তিনি। রাজ্যপাল বলেন, “মানুষ দাবি জানাচ্ছে, তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য। কিন্তু এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করা হয়নি। তাঁর বিরুদ্ধে ফৌজদারি পদক্ষেপ করা উচিত।”

ডাক্তারিতে ভর্তির নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ! সন্দীপ ঘনিষ্ঠ বিরূপাক্ষের কুকীর্তি প্রকাশ্যে

Chief Minister Mamata cv ananda bose
Advertisment