Advertisment

Arvind Kejriwal Bail: অবশেষে জেলমুক্তি, জামিন পেলেন কেজরিওয়াল, খুশির হাওয়া আপ শিবিরে

Arvind Kejriwal Bail Granted: দিল্লির মদ নীতি কেলেঙ্কারি মামলায় জামিন পেয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তিনি গত ১৭৭ দিন ধরে তিহার জেলে বন্দী ছিলেন। আজ সন্ধ্যার মধ্যে তিনি জেল থেকে বেরিয়ে আসবেন বলেই জানা গিয়েছে। বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি উজ্জল ভূঁইয়ার বেঞ্চ আজ কেজরিওয়ালের জামিন মঞ্জুর করেন ।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
kejriwal bail

জামিন পেলেন কেজরিওয়াল।

Arvind Kejriwal Bail Granted: সুপ্রিম কোর্ট দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন মঞ্জুর করেছে। মদ নীতি কেলেঙ্কারিতে গত ছয় মাস ধরে জেলবন্দী ছিলেন তিনি। দুমাস আগে, লোকসভা নির্বাচনের সময় দিল্লির মুখ্যমন্ত্রীকে কয়েক দিনের জন্য অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে শীর্ষ আদালত। 

Advertisment

দিল্লির মদ নীতি কেলেঙ্কারি মামলায় জামিন পেলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তিনি গত ১৭৭ দিন ধরে তিহার জেলে বন্দী ছিলেন। আজ সন্ধ্যার মধ্যে তিনি জেল থেকে বেরিয়ে আসবেন বলেই জানা গিয়েছে। বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি উজ্জল ভূঁইয়ার বেঞ্চ আজ কেজরিওয়ালের জামিন মঞ্জুর করেন । সিবিআই গ্রেফাতারি মামলায় ১০ লাখ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করে। পাশাপাশি জামিনের উপর বেশ কিছু শর্ত রেখেছে শীর্ষ আদালত। 

অবশেষে স্বস্তি। জামিন পেলেন কেজরিওয়াল। আজকের সুপ্রিম সিদ্ধান্তে্র দিকে নজর ছিল গোটা দেশের। দিল্লির মদ নীতি কেলেঙ্কারি মামলায় কেজরিওয়ালের জামিনের আবেদনের উপর রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট। এর আগে ইডি মামলায় আদালত কেজরিওয়ালকে ১২ জুলাই জামিন দেয়।

‘লেডি ম্যাকবেথ’ বলে উল্লেখ, মমতা তুমুল 'নিশানা' , সামাজিক বয়কটের ডাক রাজ্যপালের

দিল্লির মদ নীতি কেলেঙ্কারি মামলায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আবেদনের উপর আজ রায় ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। সকাল সাড়ে ১০টায় বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ কেজরিওয়ালের জামিন মঞ্জুর করেন। সিবিআই গত ২৬ জুন কেজরিওয়ালকে গ্রেফতার করে। দিল্লির মুখ্যমন্ত্রী এই গ্রেফতারিকে অবৈধ বলে জামিনের আবেদন করেছিলেন। গত ৫ সেপ্টেম্বর শুনানি শেষে আদালত তার রায় সংরক্ষণ করে। উল্লেখ্য গত ১২ জুলাই ইডি মামলায় সুপ্রিম কোর্ট মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে জামিন দেয়। আজ কেজরিওয়ালের জামিন মঞ্জুর হওয়ার পর ১৭৭ দিন পর তিনি জেল থেকে বেরিয়ে আসবেন। 

সিসোদিয়ার বাসভবনের সামনে মিষ্টি বিতরণ

 

মেট্রো যাত্রীদের জন্য পুজোর মুখে দুর্দান্ত আনন্দের খবর! আহ্লাদে আটখানা হবেনই

সুপ্রিম কোর্ট ১২ জুলাই ইডি গ্রেফতারি মামলায় কেজরিওয়ালকে জামিন দেয়। এর পর আপ সুপ্রিমোকে গ্রেফতার করে সিবিআই। এরপর সুপ্রিম কোর্টে দুটি পিটিশন দাখিল করেন কেজরিওয়াল। প্রথমটি সিবিআইয়ের গ্রেপ্তারের বিরুদ্ধে এবং দ্বিতীয়টি সিবিআই মামলায় জামিন সংক্রান্ত। গত ৫ সেপ্টেম্বর এ বিষয়ে সুপ্রিম কোর্টে শুনানি হয়। এরপর আদালত মামলার রায় সংরক্ষণ করেন। অবশেষে আজ সুপ্রিম কোর্ট দিল্লির মুখ্যমন্ত্রীর জামিন মঞ্জুর করে। 

 

Arvind Kejriwal supreme court
Advertisment