বড় খবর

Daily Horoscope 15 November, 2019: শুক্রে মঙ্গল না শনি ভর করবে? পড়ুন রাশিফল

Ajker Rashifal in Bengali, Today’s Horoscope for all Sun Signs- Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius, Pisces: রাশিফল পড়ে জেনে নিন কেমন কাটবে ?

 

মেষ/ARIES রাশিফল Rashifal (March 21-April 20)

বন্ধুর পাশে দাঁড়াতে না পারায় মনে দুঃখের ছায়া। অতিরিক্ত পরিশ্রমে রক্তচাপ বৃদ্ধি হতে পারে। বন্ধুর ব্যাপারে একটু সাবধান থাকা দরকার। আজ সতর্ক না থাকলে কর্মক্ষেত্রে সম্মানহানি হওয়ার যোগ আছে।

বৃষ / TAURUS রাশিফল Rashifal (April 21 – May 20)

সংসারে সুখ শান্তি বজায় থাকবে। চাকরিতে বদলি হওয়ার যোগ দেখা যাচ্ছে। সংক্রামণে দুর্ভোগ। আজ সারা দিন ব্যবসায় উদ্বেগ দেখা যাবে। ব্যয় বেশি হওয়ায় বাড়িতে কলহ বাধতে পারে।

আরও পড়ুন: চলছে ফ্লিপকার্ট মোবাইল বোনানজা, সাধ্যের মধ্যে পছন্দের স্মার্টফোন

মিথুন GEMINI রাশিফল Rashifal (May 21-June 21)

আজ সারা দিন হিসেবি ভাবে থাকলেও অর্থ খরচ হতে পারে। শারীরিক ক্ষমতা অনুযায়ী কর্ম করুন। অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। আপনার ব্যবহার একটু বাজে হতে পারে। জীবনের মূল্যবান কোনও সিদ্ধান্ত আজ নিতে হতে পারে।

কর্কট CANCER রাশিফল Rashifal (June 22-July 22)

আপনার আজকে সন্তানদের জন্য চিন্তাবৃদ্ধি হতে পারে। ব্যবসায় বা কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন এবং খুব বুঝে কথা বলুন। কুটির শিল্পের সঙ্গে যুক্তদের অগ্রগতি। পড়াশোনায় খুব ভাল সুযোগ আসতে পারে, কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জন্য সংসারে অবহেলা বা অশান্তি। বিদ্যার্থীদের ক্ষেত্রে দিনটি খুব শুভ।

আরও পড়ুন: নতুন ফিচার, টাকা পয়সার লেনদেন এখন ফেসবুক হোয়াটসঅ্যাপে

সিংহ LEO রাশিফল Rashifal (July 23-Aug 23)

অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা।আজ বন্ধুবিচ্ছেদ ঘটতে পারে। আজ কোনও কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে। আর্থিক ভাগ্য ভাল হলেও পরিশ্রম থাকবে প্রচুর। প্রেম ভালবাসার দিকে প্রচুর সফলতা থাকবে।

কন্যা VIRGO রাশিফল Rashifal (Aug 24-Sep 23)

কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে। কোথাও ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়। মা–বাবার সঙ্গে কোনও কারণে বিরোধ। মাথা ঠান্ডা রাখতে হবে। অর্থের ব্যপারে কোনও ক্ষতি হতে পারে। সামনে পেছনে না ভেবে উপার্জনের রাস্তায় পা না দেওয়াই ভাল।

তুলা LIBRA রাশিফল Rashifal (Sep 24-Oct 23)

আজ কর্মক্ষেত্রে আপনি মিশ্র ফল পাবেন। মাত্রাছাড়া রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। ঋণ ফেরত পাবেন কিন্তু তার জন্য বেগ পেতে হবে। রাজনীতিবিদদের জন্য সময়টা খুব অনুকূল।

আরও পড়ুন: প্রেসিডেন্সির ভোটে এসএফআই-এর দাপট, নিশ্চিহ্ন টিএমসিপি

বৃশ্চিক SCORPIO রাশিফল Rashifal (Oct 24-Nov 22)

রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে। নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে সঙ্গে বাড়তি উপায়ের সম্ভাবনা আছে। শারীরিক রাগ বা জেদ বৃদ্ধি পাবার জন্য রক্তচাপ বৃদ্ধি। সকাল থেকে মনের দিকে একটু অবসাদ আসতে পারে।

ধনু SAGITTARIUS রাশিফল Rashifal (Nov 23-Dec 21)

সকাল থেকে অর্শ নিয়ে কষ্ট পেতে পারেন। চোর ডাকাতির জন্য অর্থ অপচয় হতে পারে। জলপথে ভ্রমণ না করাই ভাল হবে।নিজের সম্পত্তি থেকে কিছু অংশ ছাড়তে হতে পারে। আজ অপরের জন্য কোনও কাজ করে মনে আনন্দ।

মকর CAPRICORN রাশিফল Rashifal (Dec 22-Jan 21)

সংসারে সুখ ফিরবে। পরিশ্রম সত্ত্বেও সংসারে অভাব অনটন থাকবে। যানবাহন চলাচল খুব সাবধানে করতে হবে, বিপদের আশঙ্কা। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ। পরিবারের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান।

আরও পড়ুন:পরীক্ষা কিছুতেই পিছবে না, ছাত্রদের লেখাপড়া করার নির্দেশ কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর

কুম্ভ AQUARIUS রাশিফল Rashifal (Jan 22-Feb 19)

কাউকে পরামর্শ না দেওয়াই ভাল। প্রেমের ব্যপারে কোনও বাজে খবর আসতে পারে। ধর্মের কথা আলোচনায় আজ আপনার সুনাম বৃদ্ধি হবে।উপার্জন নিয়ে মনে প্রচুর ক্লেশ বা অশান্তি থাকবে। ভাইস্থানীয় কারও সঙ্গে বিবাদ।

মীন PISCES রাশিফল Rashifal (Feb 20-Mar 20)

মাত্রা ছাড়ানো আবেগ আজ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে। প্রিয় কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে।

Web Title: Horoscope ajker rashifal today november 15 2019 aries taurus gemini cancer leo virgo libra scorpio sagittarius capricorn aquarius pisces

Next Story
ভারতের সঙ্গে কোনও সমঝোতা নয়, কুলভূষণ মামলায় জানাল পাকিস্তান
The moderation of comments is automated and not cleared manually by bengali.indianexpress.com