Bengaluru murder case:বেঙ্গালুরুতে তরুণীকে খুনের পর দেহ ৩০ টুকরো করে ফ্রিজে রাখার ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে দেশজুড়ে। ওড়িশা থেকে মিলল অভিযুক্তের দেহ! পুলিশের সন্দেহ আত্মহত্যা করেই মৃত্যু হয়েছে অভিযুক্তের। বুধবার ওড়িশার ভদ্রক জেলা থেকে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ মিলেছে। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি নিহত তরুণীর সহকর্মী ছিলেন। এসবের মাঝে সামনে এসেছে 'বিস্ফোরক' তথ্য। আত্মহত্যার মাত্র কয়েক ঘন্টা আগে অভিযুক্ত তার মাকে গোটা ঘটনার বিষয়টি জানিয়েছিলেন।
উল্লেখ্য গত ২১ শে সেপ্টেম্বর মহিলার দেহ টুকরো টুকরো করে ফ্রিজে ভরে রাখেন অভিযুক্ত ব্যক্তি। অভিযুক্তের মা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন,মঙ্গলবার রাত ১০টা নাগা তিনি বাড়িতে আসেন। তরুণীকে হত্যার পর থেকে তিনি পলাতক ছিলেন বলে অভিযোগ।
গঙ্গার তলায় মেট্রোয় চড়ে এবার হবে ঠাকুর দেখা, পুজোয় রয়েছে চমকের ছড়াছড়ি
অভিযুক্তের মা জানিয়েছেন, "তাকে খুব উত্তেজিত দেখাচ্ছিল। আমি তাকে জিজ্ঞাসা করাতেই সে বলে যে সে একটি ভয়ঙ্কর ভুল করেছে। আমি যখন তাকে চাপ দিই, তখন সে বলেছিল যে সে বেঙ্গালুরুতে এক মহিলাকে সে খুন করেছে”। তিনি আরও দাবি করেছেন যে অপরাধের কয়েক দিন আগে, মহিলার নির্দেশে একদল যুবক তাকে হুমকি দিয়েছিল। তারপর তিনি ওই মহিলার বাড়িতে যান। যেখানে তাদের মধ্যে ঝগড়া হয়। আমার ছেলে জানিয়েছে যে সে তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে"। দেহ টুকরো টুকরো করার বিষয়ে মাকে কিছুই জানায় নি সে।
সরকারি হাসপাতালের নিরাপত্তায় বিরাট বরাদ্দ, পুলিশে নিয়োগ নিয়েও বড় ঘোষণা মমতার
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন পাতার একটি একটি সুইসাইড নোটও মিলেছে অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে। সেখানে মৃত মহিলার সঙ্গে অন্য পুরুষের সম্পর্কের বিষয়ে লেখা ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।