/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/ls-modi-7-1.jpg)
ধনে-প্রাণে মারা পড়ার জোগাড়! পহেলগাঁও কান্ডেজের, এবার পাকিস্তানের প্রতি বিরাট পদক্ষেপ ভারতের
India Bans All Imports from Pakistan: পাকিস্তানকে বিরাট ধাক্কা! পহেলগাঁও কাণ্ডের জের! তাৎক্ষণিকভাবে পাকিস্তান থেকে আসা সকল পণ্য আমদানি নিষিদ্ধ করেছে ভারত।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় এবার পাকিস্তানকে আরও কোনঠাসা করল ভারত। সন্ত্রাসবাদী হামলার পর ভারতের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে পাকিস্তান থেকে সমস্ত আমদানি বন্ধ করা হয়েছে। জাতীয় নিরাপত্তা এবং জনস্বার্থের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত বলেই জানা গিয়েছে। এখন সরকারের অনুমতি ছাড়া পাকিস্তান থেকে কোনও জিনিস ভারতে আনা যাবে না।
পহেলগাঁও জঙ্গি হামলার পর, ভারত পাকিস্তানের বিরুদ্ধে আরও একটি কঠোর পদক্ষেপ নিয়েছে। কেন্দ্রীয় সরকার তাৎক্ষণিকভাবে পাকিস্তান থেকে আসা সকল ধরণের আমদানি নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে। জাতীয় নিরাপত্তা এবং জনস্বার্থ নীতির অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চিনের সঙ্গে হাত মিলিয়ে ভারত দখলের হুঙ্কার বাংলাদেশের! বিতর্কিত মন্তব্যে তোলপাড় বিশ্বজুড়ে
বাণিজ্য মন্ত্রকের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "পাকিস্তান থেকে রপ্তানি করা বা উৎপন্ন সব ধরনের পণ্যের আমদানি বা পরিবহন তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা থেকে যে কোনও ছাড় কেবল সরকারের অনুমতির উপর ভিত্তি করে দেওয়া হবে।" বিশেষজ্ঞদের মতে, ভারতের এই সিদ্ধান্ত পাকিস্তানের অর্থনীতির উপর মারাত্মক প্রভাব ফেলবে এবং আন্তর্জাতিক মহলে ভারতের অবস্থান আরও জোরালো হবে। সরকারের এই পদক্ষেপ এমন এক সময়ে এসেছে যখন জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার বদলায় ফুঁসছে দেশবাসী। হামলার ঘটনায় পাকিস্তান-মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠনগুলির যোগসূত্র রয়েছে।
Direct or indirect Import or transit of all goods originating in or exported from Pakistan, whether or not freely importable or otherwise permitted, shall be prohibited with immediate effect. pic.twitter.com/KBamc3DhdW
— ANI (@ANI) May 3, 2025
পুলওয়ামা হামলার পর ভারত এর আগে পাকিস্তানের কাছ থেকে 'মোস্ট ফেভারড নেশন' (এমএফএন) মর্যাদা প্রত্যাহার করে এবং আমদানি শুল্ক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে। এবার সরকার সরাসরি সমস্ত আমদানির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করে পাকিস্তানকে একটি কড়া বার্তা দিয়েছে।
মোদীজি উদ্বোধন করলে মন্দির, আর মমতা করলে মন্দির নয়?, দিলীপের মন্তব্যে সীমাহীন জল্পনা