/indian-express-bangla/media/media_files/2024/12/24/6E2dcRKN9r1QL1rqV3Hc.jpg)
বাড়ি ফেয়ার টানই কাল হল! মুর্শিদাবাদে হিংসায় বাবা-ছেলে খুনে এবার পুলিশের জালে খুনের 'মাস্টারমাইন্ড'
Latest Kolkata News Highlights: বাড়ি ফেয়ার টানই কাল হল! মুর্শিদাবাদে বাবা-ছেলে খুনে এবার পুলিশের জালে 'মাস্টারমাইন্ড', গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হল না। পাকুর স্টেশন থেকে গ্রেফতার হামলার ঘটনায় অন্যতম চক্রী ইকবাল শেখ। ওয়াকফ অশান্তিতে মুর্শিদাবাদে বাবা-ছেলে খুনে গ্রেফতার আরও এক। জানা গিয়েছে ধৃতের নাম ইকবাল শেখ। এই নিয়ে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল আট। শুক্রবার রাতে পাকুর স্টেশন সংলগ্ন এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে রাজ্য পুলিশের STF, পুলিশ সূত্রে খবর, ইকবাল সামশেরগঞ্জে বাবা-ছেলে খুনের ঘটনায় অন্যতম মাস্টারমাইন্ড। ধৃতকে শনিবার জঙ্গিপুর আদালতে পেশ করা হয়। জানা গিয়েছে ঘটনার পর ওড়িশায় গা ঢাকা দেন অভিযুক্ত
আবারও এক তৃণমূলকর্মীকে খুনের অভিযোগ। উত্তর দিনাজপুরের ইটাহারের জয়হাট পঞ্চায়েতের এই ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়েছে। সোনাডাঙি এলাকার নিহত ওই তৃণমূলকর্মীর নাম সুব্রত দেবনাথ। বাড়ির কাছেই শ্রীমতী নদী থেকে তাঁর রক্তাক্ত নগ্ন মৃতদেহ উদ্ধার হয়েছে। স্থানীয়রাই নদীর পাড়ে মৃতদেহ দেখে খবর দেন পুলিশে। খুনের অভিযোগ তুলেছে পরিবার। শুক্রবার রাতে বাড়ি থেকে বেরিয়ে আচমকা নিখোঁজ হয়ে গিয়েছিলেন সুব্রত। সকালে স্থানীয়রা নদীতে তাঁর ক্ষতবিক্ষত মৃতদেহ দেখতে পান। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
BJP-র ডাকাবুকো নেতা দিলীপ ঘোষকে নিয়ে নিরন্তর চর্চা! সম্প্রতি বেসরকারি টিভি চ্যানেল টিভি ৯ বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে দিলীপ ঘোষের বেশ কিছু মন্তব্য নিয়ে তুমুল জল্পনা তৈরি হয়েছে। দিঘায় জগন্নাথ ধামের উদ্বোধনে যাওয়া প্রসঙ্গে বলতে গিয়ে ওই সাক্ষাৎকারে বিজেপি নেতা বলেছেন, "মোদীজি উদ্বোধন করলে মন্দির আর মমতা করলে মন্দির নয়, এই বিচার আমার নয়। রাম রাম, জগন্নাথ জগন্নাথ, বিশ্বনাথ বিশ্বনাথ। আমি তাঁর কাছে যাব। কে মন্দির উদ্বোধন করেছে, চার দিন পর লোকে ভুলে যাবে।" তবে তাঁর দিঘার জগন্নাথ ধামে যাওয়া নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তাতে তিনি নিজেও যে খানিকটা অস্বস্তিতে একথাও ঘুরিয়ে হলেও স্পষ্ট করেছেন দিলীপ। বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাঁকে দিঘার মন্দিরে ওই দিন যেতে নিষেধ করলে তিনি যেতেন না বলেও জানিয়েছেন দিলীপ ঘোষ।
-
May 03, 2025 15:24 IST
Kolkata News Live Updates:ভারতের উত্তর-পূর্বাঞ্চল দখলের হুঁশিয়ারি
বাংলাদেশের একজন প্রাক্তন সেনা কর্মকর্তা এবং প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের ঘনিষ্ঠের মন্তব্য নিয়ে চর্চা বেড়েছে। কাশ্মীরের পহেলগাঁওয়ে বর্বরোচিত জঙ্গি হামলায় হাত রয়েছে পাকিস্তানের। এই ব্যাপারে একপ্রকার নিশ্চিত ভারতীয় গোয়েন্দারা। পাকিস্তানকে জবাব দিতে ইতিমধ্যেই কড়া ব্যবস্থা নেওয়া শুরুও করেছে ভারত। এই পরিস্থিতিতে এবার বাংলাদেশর প্রধানমন্ত্রী মহম্মদ ইউনূসের ঘনিষ্ঠ তথা সেদেশের প্রাক্তন সেনাকর্তার একটি মন্তব্য যেন আগুনে ঘি ঢেলেছে। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) এএলএম ফজলুর রহমান লিখেছিলেন, “ভারত যদি পাকিস্তানে আক্রমণ করে, তাহলে বাংলাদেশেরও উচিত উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য দখল করা। আমি মনে করি এই বিষয়ে একটি যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে চিনের সঙ্গে আলোচনা শুরু করা প্রয়োজন।”
-
May 03, 2025 15:09 IST
Kolkata News Live Updates:বৃদ্ধের কোটি টাকা হাতিয়ে চম্পট
আবারও ডিজিটাল অ্যারেস্টের (Digital Arrest) মামলায় গ্রেফতারি। সল্টলেক থানা এলাকার এক বৃদ্ধের অভিযোগের ভিত্তিতে ঝাড়গ্রামের লালগড়ে হানা দিয়েছিল বিধান নগর কমিশনারেটের বিশেষ দল। সেখান থেকেই সন্দীপ মিশ্র নামে এক প্রতারককে গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু নথিপত্র এবং দুটি মোবাইল ফোন। ধৃতকে হেফাজতে চেয়ে আদালেত আবেদন জানিয়েছে পুলিশ। ধৃতকে জেরা করে এই চক্রে যুক্ত বাকিদের খোঁজে তল্লাশি চালাবে পুলিশ।
বিস্তারিত পড়ুন- Digital Arrest: ফের ডিজিটাল অ্যারেস্ট-এর জুজু! বৃদ্ধের কোটি টাকা হাতিয়ে চম্পট, শেষমেশ জালে প্রতারক
-
May 03, 2025 13:12 IST
Kolkata News Live Updates:চিনের সঙ্গে হাত মিলিয়ে ভারত দখলের হুঙ্কার বাংলাদেশের!
চিনের সঙ্গে হাত মিলিয়ে ভারত দখলের হুঙ্কার বাংলাদেশের! ভারত-পাক উত্তেজনার মধ্যেই 'বিস্ফোরক' মন্তব্য করে আন্তর্জাতিক রাজনীতির উত্তাপ বাড়িয়ে দিলেন ইউনূস ঘনিষ্ঠ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এক শীর্ষ কর্মকর্তা। তিনি হুঙ্কার দিয়ে বলেছেন, 'উত্তর-পূর্ব ভারত দখল করতে বাংলাদেশের উচিত চিনের সঙ্গে হাত মেলানো', আর এই মন্তব্যের প্রেক্ষিপ্তে দু'দেশের সম্পর্ক আরও তলানিতে ঠেকেছে।
বিস্তারিত পড়ুন- Bangladesh India Relation: চিনের সঙ্গে হাত মিলিয়ে ভারত দখলের হুঙ্কার বাংলাদেশের! বিতর্কিত মন্তব্যে তোলপাড় বিশ্বজুড়ে
-
May 03, 2025 13:10 IST
Kolkata News Live Updates:কতক্ষণ খোলা দিঘার মন্দির? দর্শনে কী কী নিয়ম মানতেই হবে?
অক্ষয় তৃতীয়ার পুণ্য তিথিতে দিঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটন হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। তারপর থেকেই খুলে গিয়েছে মন্দির। দিঘায় নবনির্মিত এই জগন্নাথ ধাম নিয়ে বঙ্গবাসীর উৎসাহ-উদ্দীপনার শেষ নেই। মন্দিরের দরজা খুলে যাওয়ার পরেই কাতারে-কাতারে ভক্তের ভিড়ও জমতে শুরু করেছে। গত বুধবার মন্দিরের উদ্বোধনের পর বৃহস্পতিবার সকাল থেকেই দিঘার মন্দিরে ভিড় বাড়ছে পুণ্যার্থীদের। সুবিশাল এই তীর্থক্ষেত্রে জগন্নাথ দর্শনের নিয়ম কী কী? প্রতিদিন কতক্ষণ খোলা থাকছে মন্দির? এমনই বেশ কিছু প্রশ্নর উত্তর মিলবে বিশেষ এই প্রতিবেদনে।
বিস্তারিত পড়ুন- Digha Jagannath Temple: ভিড় বাড়ছে দিঘার জগন্নাথ-ধামে, কতক্ষণ খোলা মন্দির? দর্শনে কী কী নিয়ম মানতেই হবে?
-
May 03, 2025 12:41 IST
Kolkata News Live Updates:মঙ্গলকোটে ব্যবসায়ীকে নৃশংস খুন, ধৃত যুবক
ভারী ওজনের বাটখাড়া দিয়ে মাথায় আঘাত করে ধান ব্যবসায়ীকে রবীন্দ্রনাথ রায় (৬২)কে খুনের অভিযোগে গ্রেফতার হল এক যুবক। ধৃতের নাম অমিত মাঝি। নৃশংস এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের মুরুলিয়া গ্রামে। খুনের ধারায় মামলা রুজু করে মঙ্গলকোট থানার পুলিশ শুক্রবার ধৃত অমিথ মাঝিকে পেশ করে কাটোয়া মহকুমা আদালতে। বিচারক তাঁকে ৫ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। গতকালই কাটোয়া মহকুমা হাসপাতাল মর্গে হয় নিহত ব্যবসায়ী রবীন্দ্রনাথ রায়ের মৃতদেহের ময়নাতদন্ত। অভিযুক্তের দৃষ্টান্তমূলক সাজার দাবি করেছে নিহতের পরিবার।
বিস্তারিত পড়ুন- Purba Bardhaman News: মঙ্গলকোটে ব্যবসায়ীকে নৃশংস খুন, ধৃত যুবক, হামলার কারণ নিয়ে এখনও ধন্দে পুলিশ!
-
May 03, 2025 11:36 IST
Kolkata News Live Updates:দিলীপের মন্তব্যে সীমাহীন জল্পনা
দিলীপ ঘোষকে নিয়ে চর্চা যেন থামছেই না। দিঘায় জগন্নাথ ধামের দ্বারোদঘাটনের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বেশি কিছুক্ষণের আলাপচারিতা রীতিমতো বিতর্ক তৈরি করেছে। সেই বিতর্ক অবশ্য রয়েছে বঙ্গ BJP-তেই। তবে কি দিলীপ ঘোষ তৃণমূলে যাচ্ছেন? সম্প্রতি টিভি নাইন বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে দিলীপ ঘোষ বলেছেন, "আমাকে যাঁরা বিশ্বাস করেন, তাঁরা দিলীপ ঘোষকে দেখে বিজেপি করতে এসেছেন। তারা জানেন এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন, দিলীপ ঘোষ কোনওদিনও তৃণমূলে যাবেন না।" একান্ত সেই আলাপচারিতায় বিধায়ক থাকাকালীন বিধানসভায় আব্দুল মান্নান এবং ফিরহাদ হাকিমকে জড়িয়ে তাঁর মজার কিছু স্মৃতিও তুলে ধরেছেন বিজেপি নেতা।
-
May 03, 2025 10:50 IST
Kolkata News Live Updates:কঠিন সিদ্ধান্ত পুরসভার
তিলোত্তমা মহানগরীর দিকে দিকে পরপর বেশ কয়েকটি বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর কঠিন সিদ্ধান্ত নিয়েই ফেলল কলকাতা পুরসভা। বন্ধ হচ্ছে কলকাতা শহরের সমস্ত রুফ-টপ ক্যাফে এবং রেস্তোরাঁ। আপাতত সরকারি তদন্ত কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কলকাতার আনাতে-কানাচে থাকা সমস্ত রুফ-টপ ক্যাফে-রেস্তোরাঁ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠিন নির্দেশের পরেই এই ব্যাপারে কড়া পদক্ষেপের পথে হেঁটেছে কলকাতা পুরসভা।
বিস্তারিত পড়ুন- Kolkata News:কলকাতায় একের পর অগ্নিকাণ্ডের জেরে শেষমেশ নড়ল টনক, কঠিন সিদ্ধান্ত পুরসভার
-
May 03, 2025 10:21 IST
Kolkata News Live Updates:শতাব্দী প্রাচীন স্কুলের পড়ুয়াদের এ কী হাল!
মাধ্যমিকে রামপুরহাট শহরের শতাব্দীপ্রাচীন স্কুলে খারাপ ফল হওয়ায় বিতর্ক তৈরি হয়েছে। স্কুলের ১৮২ জন ছাত্রের মধ্যে ওই স্কুলে ৮২ জন অনুত্তীর্ণ হওয়ায় পঠন-পাঠনের মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ১৮৮৬ সালে প্রতিষ্ঠিত হয় রামপুরহাট হাইস্কুল। ওই স্কুল থেকে বহু ছাত্র পড়াশোনা করে রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে এমনকী বিদেশেও বড়-বড় পদে সুনামের সঙ্গে কাজ করছেন। রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ও এই স্কুল থেকেই পড়াশোনা করেছেন। অধুনা প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষ প্রয়াত অমল মুখোপাধ্যায়ও এই স্কুলেরই ছাত্র ছিলেন।
বিস্তারিত পড়ুন- Madhyamik Result 2025: মাধ্যমিকের ফলে লজ্জায় মাথা হেঁট! স্বনামধন্য শতাব্দী প্রাচীন স্কুলের পড়ুয়াদের এ কী হাল!
-
May 03, 2025 09:26 IST
Kolkata News Live Updates:জোড়াফুলের আরও কাছে দিলীপ?
তাঁকে নিয়ে চর্চার শেষ নেই! দিঘায় জগন্নাথ ধামের দ্বারোদঘাটনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বেশ কিছুক্ষণের আলাপচারিতায় দিলীপ ঘোষ এখন রোজই খবরের শিরোনামে। তবে কি BJP-র সঙ্গে তাঁর সম্পর্ক ফুরিয়ে আসছে? ধীরে ধীরে তৃণমূলের দিকেই ঝুঁকছেন দাপুটে নেতা? নিজে অবশ্য বারবার বলছেন, তিনি বিজেপিতেই আছেন ও থাকবেন। বরং তাঁকে নিয়ে যাঁরা সমালোচনা করছেন তাঁদের বিরুদ্ধে লাগাতার তোপ দেগে চলেছেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি। শনিবার ফের একবার স্বভাবসিদ্ধ ঢঙেই তাঁকে নিয়ে চলা সাম্প্রতিকতম বিতর্কের জবাব দিতে দেখা গেল প্রাক্তন সাংসদকে।
বিস্তারিত পড়ুন- Dilip Ghosh: 'গত ৩ বছরে দলের কোনও কর্মসূচিতে থাকি?', পদ্ম-দূরত্ব বাড়িয়ে জোড়াফুলের আরও কাছে দিলীপ?
-
May 03, 2025 09:25 IST
Kolkata News Live Updates:প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস
আজও রাজ্যের জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার বিকেলের দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা প্রবল। তুমুল ঝড়-জলের পূর্বাভাস জেলায়-জেলায়। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেই আজ বিকেলের পর ঝড়-বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে করছেন আবহাওয়াবিদরা। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে একাধিক জেলায়। আজ কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
বিস্তারিত পড়ুন- Dilip Ghosh: 'গত ৩ বছরে দলের কোনও কর্মসূচিতে থাকি?', পদ্ম-দূরত্ব বাড়িয়ে জোড়াফুলের আরও কাছে দিলীপ?