Advertisment

Indians evacuated from Syria: ইসলামিক বিদ্রোহীদের দখলে সিরিয়া, ৭৫ জন নাগরিককে নিরাপদে লেবাননে সরাল ভারত

India evacuates 75 citizens from Syria: বিদেশ মন্ত্রক বলেছে যে, ভারতীয় নাগরিকরা নিরাপদে লেবাননে পাড়ি দিয়েছে এবং বিমান পেলেই তাঁরা ভারতে ফিরে আসবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Syria Evacuation: ভারত জম্মু ও কাশ্মীরের তীর্থযাত্রী-সহ সিরিয়া থেকে ৭৫ জন নাগরিককে নিরাপদে সরাল

Syria Evacuation: ভারত জম্মু ও কাশ্মীরের তীর্থযাত্রী-সহ সিরিয়া থেকে ৭৫ জন নাগরিককে নিরাপদে সরাল

India evacuates 75 citizens from Syria: ইসলামপন্থী বিদ্রোহীরা সিরিয়ার ক্ষমতা দখল করার জেরে এবং রাষ্ট্রপতি বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় ভারত জম্মু ও কাশ্মীরের তীর্থযাত্রী-সহ সিরিয়া থেকে ৭৫ জন নাগরিককে নিরাপদে সরাল।

Advertisment

এটি সিরিয়ার নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে ভারত সরকারের মূল্যায়নের প্রতি একটি সংকেত।

বিদেশ মন্ত্রক বলেছে যে, ভারতীয় নাগরিকরা নিরাপদে লেবাননে পাড়ি দিয়েছে এবং বিমান পেলেই তাঁরা ভারতে ফিরে আসবে।

বিদেশ মন্ত্রক থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে যে এই উদ্ধারকাজ করা হচ্ছে সেই দেশে সাম্প্রতিক ঘটনাবলীর পর।

Advertisment

“উদ্ধারকৃতদের মধ্যে জম্মু ও কাশ্মীরের ৪৪ জন ‘জাইরিন’ যাঁরা সাইদা জয়নাবে আটকা পড়েছিলেন। সমস্ত ভারতীয় নাগরিকরা নিরাপদে লেবাননে পাড়ি দিয়েছেন এবং বিমান পেলেই তাঁরা দেশে ফিরে আসবেন,” বিবৃতিতে জানানো হয়েছে।

আরও বলা হয়েছে যে, দামাস্কাস এবং বেইরুটে ভারতের দূতাবাসগুলির দ্বারা সমন্বিত উদ্ধারকাজ "নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে আমাদের মূল্যায়ন এবং সিরিয়ায় ভারতীয় নাগরিকদের অনুরোধের" পরে কার্যকর করা হয়েছিল। এটি সিরিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতির প্রথম নিরাপত্তা মূল্যায়ন।

আরও পড়ুন আসাদ সরকারের পতন, ISIS-কে হুঙ্কার বাইডেনের, চলল ভয়ঙ্কর এয়ার স্ট্রাইক

“ভারত সরকার বিদেশে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। সিরিয়ায় থাকা ভারতীয় নাগরিকদের আপডেটের জন্য তাদের জরুরি হেল্পলাইন নম্বর +963 993385973 (এছাড়াও হোয়াটসঅ্যাপে) এবং ইমেল আইডি (hoc.damascus@mea.gov.in) এ দামাস্কাসের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে,” বিবৃতিতে বলা হয়েছে।

কী হয়েছে সিরিয়ায়?

১৪ দিনের গৃহযুদ্ধের পর প্রেসিডেন্ট আসাদের সরকারের পতন হয়েছে। নভেম্বরের শেষের দিকে, সিরিয়া অচলাবস্থার আশঙ্কার কারণ হয়ে দাঁড়ায় যখন সিরিয়ার বিদ্রোহীদের নিয়ে গঠিত সশস্ত্র বাহিনী পরের কয়েক দিনের মধ্যে একের পর এক বড় শহরগুলি দখল করতে শুরু করে। রবিবার (৮ ডিসেম্বর) আসাদ সরকারের পতন হয়, যার আরব সমাজতান্ত্রিক বাথ পার্টি ১৯৬০-এর দশক থেকে ক্ষমতায় ছিল।

আসাদ, ২০০০ সাল থেকে দেশ শাসন করছেন, ১৯৭১ সাল থেকে তাঁর বাবা হাফেজ আল-আসাদের কাছ থেকে উত্তরাধিকার পেয়েছিলেন, হায়াত তাহরির আল-শামের নেতৃত্বে ইসলামপন্থী বিদ্রোহীরা সিরিয়ার রাজধানীতে অগ্রসর হওয়ায় দেশ ছেড়ে পালাতে বাধ্য হন।

আরও পড়ুন আসাদের শাসনের অবসান, রাজনৈতিক বন্দীদের মুক্তি, 'স্বাধীনতা' স্লোগানে মুখরিত সিরিয়া

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি বিবৃতিতে, বিরোধী যোদ্ধাদের একটি দল বলেছে যে তারা দামাস্কাসকে "মুক্ত" করেছে এবং "অত্যাচারী আল-আসাদকে উৎখাত করেছে", যোগ করে যে কারাগারে বন্দি সকল কয়েদিদের মুক্তি দেওয়া হয়েছে।

HTS-এর আল-জাওলানি, এখনও পর্যন্ত, সংখ্যালঘুদের ভয় প্রশমিত করার চেষ্টা করেছে। ২৯ নভেম্বর, তিনি সৈন্যদের বলেছিলেন, আলেপ্পো দখলের পর, প্রথম অগ্রাধিকার হল সাধারণ নাগরিকদের সম্পত্তি ও জীবন রক্ষা করা এবং নিরাপত্তা প্রতিষ্ঠা করা এবং সকল সম্প্রদায়ের মানুষের ভয়কে শান্ত করা।

Evacuation drive India MEA Syria Lebanon
Advertisment