Advertisment

৩৩টি যুদ্ধবিমান কিনছে ভারত-মোদী-পুতিন ফোনে কথা-লখনউতে থাকবেন প্রিয়াঙ্কা-২০২৩ থেকে বেসরকারি ট্রেন

India, National Today Latest News: আজ কী ঘটল দেশে? আপডেটেড থাকতে আপনাকে যে খবর জানতেই হবে, দিনের সব গুরুত্বপূর্ণ খবর এই প্রতিবেদনে।

author-image
IE Bangla Web Desk
New Update
India latest news, দেশের খবর, ভারতের খবর

দেশের খবর একনজরে।

চিনের সঙ্গে সীমান্ত উত্তেজনার আবহে বিপুল টাকায় যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র কিনছে ভারত। এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্য়দিকে, লখনউতে এবার থেকে থাকবেন প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেস অন্দরে এমনই খবর। আবার, ২০২৩ সালের এপ্রিলের মধ্য়েই সম্ভবত দেশে বেসরকারি ট্রেন পরিষেবা শুরু হবে, বৃহস্পতিবার একথা জানালেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্য়ান ভি কে যাদব। দেশের এমনই সব খবর পড়ে নিন এক এক করে...

Advertisment

লাদাখে সংঘাতের আবহে ৩৩টি যুদ্ধবিমান কিনছে ভারত

aircraft ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

চিনের সঙ্গে সীমান্ত উত্তেজনার আবহে বিপুল টাকায় যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র কিনছে ভারত। যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র কেনার জন্য খরচ করা হবে ৩৮ হাজার ৯০০ কোটি টাকা।

* সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, রাশিয়া থেকে আনা হচ্ছে ২১টি মিগ ২৯ যুদ্ধবিমান।

* ১২টি সুখোই এসইউ-৩০এমকেআই বিমান নেওয়া হবে হিন্দুস্তান অ্য়ারোনটিক্স লিমিটেড থেকে।

* এছাড়াও ৫৯ মিগ -২৯ বিমান রয়েছে, যার আধুনিকীকরণ করার অনুমোদন দেওয়া হয়েছে।

* কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বাধীন বৈঠকে এ ব্য়াপারে সিদ্ধান্ত নেওয়া হয়। (Read in English)

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

দেশের অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে

২০২৩ সালের এপ্রিলেই চালু হতে পারে বেসরকারি ট্রেন: রেল

rail, রেল প্রতীকী ছবি।

২০২৩ সালের এপ্রিলের মধ্য়েই সম্ভবত দেশে বেসরকারি ট্রেন পরিষেবা শুরু হবে, বৃহস্পতিবার একথা জানালেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্য়ান ভি কে যাদব। মেক ইন ইন্ডিয়া নীতি মেনেই ট্রেনের সব কোচ তৈরি করা হবে বলে জানানো হয়েছে রেলের তরফে।

*উল্লেখ্য়, বেসরকারি সংস্থাকে দিয়ে যাত্রীবাহী ট্রেন চালাতে চায় ভারতীয় রেল। ১০৯টি রুটে ১৫১টি ট্রেন চালানোর দায়িত্ব বেসরকারি সংস্থার হাতে তুলে দিতে চায় রেল। এজন্য় টেন্ডার ডাকা হয়েছে।

* এরফলে প্রায় ৩০ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে বলে রেলের তরফে জানানো হয়েছে।

দেশের অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে

লখনউতে থাকবেন প্রিয়াঙ্কা, সাজছে কউল হাউস

Priyanka Gandhi ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

লখনউতে এবার থেকে থাকবেন প্রিয়াঙ্কা গান্ধী। দিল্লির সরকারি বাংলো খালি করার কেন্দ্রীয় নির্দেশের পর এমনই সিদ্ধান্ত নিয়েছেন সোনিয়া কন্য়া। কংগ্রেস সূত্রে খবর, লখনউতে শীলা কউলের বাড়িতে থাকবেন প্রিয়াঙ্কা। সেই বাড়ি সংস্কারের কাজ করা হচ্ছে।

* উত্তর প্রদেশ কংগ্রেসের মুখপাত্র লালন কুমার জানিয়েছেন, বাংলো খালি করার কেন্দ্রীয় নোটিসের অনেক আগে থেকেই লখনউতে গিয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা।

* আরেক কংগ্রেস নেতা দীপক সিং বলেছেন, ''বাড়িতে আজ কাজ শুরু হয়েছে। ৬ মাস ধরে সংস্কারের কাজ চলছে। প্রিয়াঙ্কার জন্য় সাজানো হচ্ছে বাড়িটি''।

* উল্লেখ্য়, আগামী ১ অগাস্টের মধ্য়ে নয়া দিল্লিতে সরকারি বাংলো ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে সোনিয়া-কন্য়াকে।

*কেন্দ্রীয় নগর ও আবাসন মন্ত্রকের তরফে নোটিসে জানানো হয়েছে, যাঁরা এসপিজি নিরাপত্তা পান, তাঁদের জন্য় ওই বাংলো বরাদ্দ করা হয়। যেহেতু গত নভেম্বরে প্রিয়াঙ্কার এসপিজি নিরাপত্তা প্রত্য়াহার করা হয়েছে, তাই ওই বাংলো ছাড়তে বলা হয়েছে। (Read in English)

দেশের অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে

মোদী-পুতিন ফোনে কথা, একসঙ্গে করোনা পরবর্তী লড়াইয়ে জোর

modi, putin, মোদী, পুতিন ফাইল ছবি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা পরবর্তী সময়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করা নিয়ে মোদী-পুতিন কথা বলেছেন বলে জানা যাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে পুতিনকে অভিনন্দন জানিয়েছেন নমো। পাশাপাশি সে দেশে সংবিধান সংশোধনে ভোট প্রক্রিয়া সফল ভাবে সম্পন্ন করার জন্য়ও পুতিনকে অভিনন্দন জানিয়েছেন মোদী।

* ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, করোনা পরবর্তী বিশ্বকে ঘুরে দাঁড় করানোর জন্য় প্রয়োজনীয় পদক্ষেপ করেছে দু'দেশ।

* চলতি বছরের শেষের দিকে দ্বিপাক্ষিক সম্মেলনে পুতিনের সফর নিয়ে কথা বলেছেন মোদী। বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ''দ্বিপাক্ষিক সম্পর্কে আরও গতি আনার বিষয়ে দু'দেশই জোর দিয়েছেন''।

* উল্লেখ্য়, রাশিয়ায় সংবিধান বদলের পক্ষেই ভোট পড়েছে। যার সুবাদে ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন পুতিন। রুশ নাগরিকদের এই সিদ্ধান্তের পরই মোদীর সঙ্গে কথা হল পুতিনের। (Read in English)

দেশের অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে

এয়ার বাবলের মাধ্য়মে আন্তর্জাতিক বিমান চালাতে তৎপর ভারত

air, বিমান ফাইল ছবি।

এয়ার বাবলের মাধ্য়মে আন্তর্জাতিক উড়ান পরিষেবা শুরু করতে উদ্য়োগী হল ভারত। আমেরিকা, কানাডা ও ইউরোপের দেশগুলির সঙ্গে এ নিয়ে আলোচনা চাালাচ্ছে নয়া দিল্লি। বাবলের মাধ্য়মে দ্বিপাক্ষিক ভাবে যাতে বিমান পরিষেবা চালু করা যায়, সে নিয়ে আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন এয়ারপোর্ট অথিরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্য়ান অরবিন্দ সিং।

* গত ২৩ জুন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, আমেরিকা, ব্রিটেন, জার্মানি, ফ্রান্সের মতো দেশের সঙ্গে পৃথকভাবে বাবলের মাধ্য়মে বিমান পরিষেবা চালু করা যায় কিনা সে ব্য়াপারে বিবেচনা করা হচ্ছে।

* অরবিন্দ সিং বলেছেন, ''সর্বসম্মতিক্রমে আন্তর্জাতিক বিমান পরিষেবা শুরু করার চেষ্টা চালানো হচ্ছে। এয়ার বাবলের মাধ্য়মে হবে এটা''। (Read in English)

দেশের অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে

ইতিহাসে এই প্রথমবার! ১০০ শতাংশ সঠিক সময়ে চলছে ট্রেন

publive-image

যা কোনওদিনও হয়নি তেমন ঘটনারই সাক্ষী হতে হচ্ছে ২০২০ সালকে। করোনা হোক কিংবা লকডাউন। সেই আবহেই এক 'ঐতিহাসিক' সুখবর দিলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি জানিয়েছেন ইতিহাসে এই প্রথমবার ১০০ শতাংশ সঠিক সময়ে চলছে ট্রেন।

কথাতেই আছে রেলের টাইমটেবিল কিংবা স্টেশনের বড় ঘড়িটির সঙ্গে সময় মিলিয়ে নিয়ে শিখতে হয় সময়ানুবর্তিতা। যদিও পরবর্তীতে টাইমটেবিল কিংবা ঘড়ি কোনটির সঙ্গে তাল মেলাতে পারেনি ট্রেনগুলি। কিন্তু লকডাউনের ষষ্ঠ ধাপে সেটাই সম্ভব হল। রেলমন্ত্রী বলেন, "ট্রেনগুলি সঠিক সময়ে দ্রুততার সঙ্গে চলছে। বাড়ানো হয়েছে পরিষেবাও। ১ জুলাই ২০২০ সালে ১০০ শতাংশ সঠিক সময় মেনে ইতিহাস রচনা করল রেল।"

পীযূষ গোয়েলের মতানুযায়ী ট্রেনগুলি নির্দিষ্ট সময় মেনেই চলছে। তবে এটা ঠিক যে এখন মোট ট্রেনের সংখ্যা অনেকটাই কম। ফলে রেলপথ কার্যত ফাঁকাই। এর আগে ২৩ জুন ৯৯.৫৪ শতাংশ সঠিক সময়ে চলেছিল রেলপরিষেবা। একটি ট্রেন লেট করায় তা 'ইতিহাস' তৈরি করতে পারেনি।

তবে দেশে যেহেতু এখন করোনার দাপট অব্যাহত তাই ১২ অগাস্ট পর্যন্ত বন্ধ রাখা হয়েছে সমস্ত রেল পরিষেবা। কেবল ১২ জোড়া স্পেশাল ট্রেন চলাচল করছে রাজধানী রুট মেনে। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব সমস্ত জেনারেল এবং রিজিওনাল ম্যানেজারদের জানিয়ে দিয়েছে এই স্পেশাল ট্রেনগুলি যেন সঠিক সময়ে ছাড়ে সেই বিষয়ে বিশেষভাবে নজর রাখতে।

দেশের অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে

চিনকে 'ডিজিট্যাল স্ট্রাইক'-এ জবাব দিয়েছে ভারত, মত কেন্দ্রীয় মন্ত্রীর

publive-image

ভারত-চিন গালওয়ান সীমান্তে চিনা সেনার গুলিতে ২০ জন ভারতীয় জওয়ানের শহীদ হওয়ার পর থেকেই চিন এবং চিনা পণ্য ব্যবহারের বিরুদ্ধে সরব হয়েছে গোটা দেশ। সেই আবহেই সোমবার ভারতে চলা ৫৯টি জনপ্রিয় চিনা অ্যাপ ব্যান করল মোদী সরকার। টিকটক, ইউসি ব্রাউজার, ক্যাম স্ক্যামারের মত অ্যাপগুলিকে নিষিদ্ধ ঘোষণা করে চিনকে 'ডিজিট্যাল স্ট্রাইক'-এ জবাব দিয়েছে ভারত, বৃহস্পতিবার এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ।

এদিন বাংলায় একটি ভার্চুয়াল র‍্যালি করার সময় মন্ত্রী বলেন, "ভারতের সুরক্ষা এবং সার্বভৌমত্বের জন্য, দেশবাসীর ডিজিটাল সুরক্ষা এবং গোপনীয়তার জন্য আমরা টিকটক-সহ ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করেছি। ভারত সীমান্ত রক্ষা করতে জানে। দেশবাসীকে রক্ষা করতে পারে। কীভাবে ডিজিটাল স্ট্রাইক করতে হয় সেটাও ভারতই জানে।"

বাংলায় ক্ষমতাসীন তৃণমূল সরকারকেও আক্রমণ করতে ছাড়েননি রবি শঙ্কর প্রসাদ। বিজেপি মন্ত্রী বলেন, “আমরা বাংলায় এক অদ্ভুত ব্যাপার লক্ষ করছি। কিছুদিন আগে পর্যন্ত তৃণমূলের তরফে বলা হচ্ছিল যে আমরা কেন দেশে চিনা অ্যাপগুলিকে বন্ধ করছি না। আর এখন ওনারা বলছেন কেন আমরা এই অ্যাপ নিষিদ্ধ করলাম! এটা আশ্বর্যের বিষয়। দেশের এমন একটা সঙ্কটের সময় তাঁরা কেন সরকারের সহায়তা করেন না এটাই অবাক করছে আমায়।"

আরও পড়ুন, ‘অ্যাপ বাতিলই যথেষ্ট নয়, চিনকে জুতসই জবাব দেওয়া দরকার’, মুখ খুললেন মমতা

বুধবার ডিজিটাল ইন্ডিয়ার পাঁচ বছর পূর্তি উপলক্ষে ভার্চুয়াল সম্মেলন থেকে মন্ত্রী বলেন, "বিভিন্ন কারণে সমস্ত বিদেশী অ্যাপ্লিকেশনগুলির উপর দেশের যে নির্ভরতা তা বন্ধ করতে হবে।" তিনি বলেন, “আমরা যে নিষেধাজ্ঞা আরোপ করেছি তার বিবরণে যেতে চাই না। জরুরি ক্ষমতা প্রয়োগ করে এবং আইনী প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে এক্ষেত্রে। তবে আমি মনে করি এটি ভারতীয়দের তৈরি পণ্য ও অ্যাপ্লিকেশনগুলির জন্য একটি দুর্দান্ত সুযোগ।"

publive-image নিষিদ্ধ ঘোষণা করা ৫৯টি অ্যাপের তালিকা

প্রসঙ্গত, টিকটক ব্যান নিয়ে মোদী সরকারকেই দুষেছেন অভিনেত্রী এবং তৃণমূল সাংসদ নুসরত জাহান। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে তিনি জানান, চিনা অ্যাপ নিষিদ্ধ হওয়ায় তাঁর কোনও সমস্যা নেই, কিন্তু এর পেছনের ”কারণটা” জানতে চান সাংসদ। নুসরত জাহান বললেন, ”কিন্তু কিছু চিনা অ্যাপ নিষিদ্ধ করাটা কেন্দ্র সরকারের আই ওয়াশ। ভারতে যে যে চিনা সংস্থা ইতিমধ্যেই বিনিয়োগ করেছে এবং ডিমনিটাইজেশনের পর প্রধানমন্ত্রীর ছবি সহ সেগুলোর প্রথম পাতায় বিজ্ঞাপন বেরিয়েছে তার কী হবে? তাহলে প্রধানমন্ত্রীর সফর ও কূটনীতির ফল কী হল? এই সমস্ত প্রশ্নের উত্তর নেই।”Read the full story in English

দেশের অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে

রামদেবের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে আদালতে মামলা দায়ের

Patanjali ছবি: টুইটার।

বাবা রামদেবের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবি জানিয়ে দিল্লি আদালতের দ্বারস্থ হলেন এক আইনজীবী। করোনা নিরাময়ে পতঞ্জলি ওষুধ তৈরি করেছে বলে মিথ্য়া দাবি করে মানুষকে ঠকানো হয়েছে, এ অভিযোগ তুলে রামদেব ও অন্য়ান্য়দের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবিতে আদালতে আবেদন করেছেন ওই আইনজীবী।

* আবেদন করেছেন আইনজীবী তুষার আনন্দ। সংবাদমাধ্য়মে রামদেব মিথ্য়া দাবি করেছেন বলে তাঁর অভিযোগ।

* উল্লেখ্য়, করোনা নিরমায়ে পতঞ্জলি ওষুধ তৈরি করেছে বলে দাবি করেন রামদেব। (Read in English)

দেশের অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে

এএসআই সংরক্ষিত সব সৌধ খুলছে ৬ জুলাই থেকে

asi ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

এএসআই সংরক্ষিত সব সৌধ খুলছে আগামী ৬ জুলাই থেকে। বৃহস্পতিবার একথা জানিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ পটেল। সূত্রের খবর, সমস্ত সৌধে যাওয়ার সময় মাস্ক পরা বাধ্য়তামূলক করা হতে পারে।

* এর আগে, জুন মাসে ৩ হাজারটি সৌধের মধ্য়ে ৮২০টি এএসআই সংরক্ষিত সৌধ খোলা হয়।

* গত ১৭ মার্চ থেকে করোনা পরিস্থিতিতে বন্ধ করা হয় সৌধগুলি। (Read in English)

দেশের অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে

তবলিঘি মামলায় সুপ্রিম কোর্টে তথ্য় পেশ কেন্দ্রের

publive-image

তবলিঘি জামাতকাণ্ডে আড়াই হাজারেরও বেশি বিদেশির ভিসা বাতিল, কালোতালিকাভুক্ত করার মতো নির্দেশিকা আলাদা আলাদা ভাবে জারি করা হয়েছে বলে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র সরকার।

* কেন্দ্র জানিয়েছে, ১১টি দেশের তবলিঘি জামাতের বিদেশি সদস্য়দের বিরুদ্ধে ২০৫টি এফআইআর দায়ের করা হয়েছে।

* এখনও পর্যন্ত ২ হাজার ৭৬৫ বিদেশিকে কালোতালিকাভুক্ত করা হয়েছে।

* ২ হাজার ৬৭৯ জন বিদেশির ভিসা বাতিল করা হয়েছে।

* কেন্দ্রের তরফে এও জানানো হয়েছে, ১৯০৬টি লুক আউট সার্কুলার জারি করা হয়েছে তবলিঘির বিদেশি সদস্য়ের বিরুদ্ধে। কালোতালিকাভুক্ত ও লুক আউট সার্কুলার জারি করার আগে ২২৭ জন ভারত ছেড়েছিলেন। (Read in English)

দেশের অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে

আধা সামরিক বাহিনীতে এবার রূপান্তরকামীরা?

capf canteens, আধা সামরিক বাহিনী, swadeshi products, সিএপিএফ, আধা সামরিক বাহিনীর ক্য়ান্টিন, dabur, samsung products, eureka forbes, made in india products, imported products, pm modi, narendra modi amit shah, indian express bangla প্রতীকী ছবি।

আধা সামরিক বাহিনীতে এবার কাজ করার সুযোগ পাবেন রূপান্তরকামীরা? আধা সামরিক বাহিনীতে রূপান্তরকামীদের নিয়োগ করা নিয়ে সিএপিএফ-এর থেকে মতামত জানতে চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

*জানা যাচ্ছে, গত ১ জুলাই এ ব্য়াপারে একটি চিঠি দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

* ২ জুলাইয়ের মধ্য়ে এ ব্য়াপারে মতামত জানতে চাওয়া হয়েছে।

* ভারতীয় সেনা বা আধা সামরিক বাহিনীতে রূপান্তরকামীদের নিয়োগ করার বিধান এখনও নেই। (Read in English)

দেশের সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে

tmc bjp tiktok india china standoff
Advertisment