Advertisment

India-Pakistan: 'সন্ত্রাসের আঁতুড় ঘর, পাক প্রধানমন্ত্রীর ভাষণ স্রেফ তামাশা', রাষ্ট্রসংঘে প্রতিবেশী দেশকে ধুইয়ে দিল ভারত

India-Pakistan: ভারতীয় কূটনীতিক বলেন, "গোটা বিশ্ব জানে, পাকিস্তান দীর্ঘকাল ধরে প্রতিবেশী ভারতের বিরুদ্ধে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে একটি 'অস্ত্র' হিসাবে ব্যবহার করেছে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
terroism

'সন্ত্রাসের আঁতুড় ঘর, পাক প্রধানমন্ত্রীর ভাষণ স্রেফ তামাশা', রাষ্ট্রসংঘে প্রতিবেশী দেশকে ধুইয়ে দিল ভারত

India-Pakistan: 'পাকিস্তান সন্ত্রাসের আঁতুড় ঘর, প্রধানমন্ত্রী শাহবাজের বক্তৃতা স্রেফ তামাশা', রাষ্ট্রসংঘে প্রতিবেশী দেশকে ধুইয়ে দিল ভারত।  

Advertisment

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কাশ্মীর ইস্যু রাষ্ট্রসংঘে উত্থাপন করেন। যার প্রতিক্রিয়া জানিয়ে পাকিস্তানকে কার্যত কোনঠাসা করেছে ভারত।  ভারতীয় কূটনীতিবিদ ভাবিকা মঙ্গলানন্দন রাষ্ট্রসংঘে 'রাইট টু রিপ্লাই' চলাকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভাষণকে তামাশা বলে অভিহিত করেছেন। পাকিস্তানকে সন্ত্রাসের আঁতুড় ঘর বলেও উল্লেখ করেছেন। পাক প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায়, ভাবিকা মঙ্গলানন্দন বলেছেন, পাকিস্তান জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনকে প্রভাবিত করতে সন্ত্রাসবাদকে হাতিয়ার করছে।  তিনি আরও বলেন, বিশ্বের যে কোনও প্রান্তে দাঁড়িয়ে  হিংসার বিরুদ্ধে কথা বলা পাকিস্তানের জন্য স্রেফ ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়।

জুনিয়র ডাক্তারদের মারধর-ওয়ার্ডে ভাঙচুর, সাগর দত্তে কর্মবিরতি চিকিৎসকদের

'পাক প্রধানমন্ত্রীর ভাষণ রসিকতা'

ভারতীয় কূটনীতিক বলেন, "গোটা বিশ্ব জানে, পাকিস্তান  দীর্ঘকাল ধরে প্রতিবেশী ভারতের বিরুদ্ধে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে একটি 'অস্ত্র' হিসাবে ব্যবহার করেছে, আমাদের সংসদে, আমাদের আর্থিক রাজধানী মুম্বইয়ে যে সন্ত্রাসবাদী হামলা চালানো হয়েছে তার পিছনেও রয়েছে পাকিস্তানের হাত। ভাবিকা মঙ্গলানন্দন বলেছেন  পাকিস্তানের পক্ষে যে কোনও আন্তর্জাতিক মঞ্চে হিংসার বিরুদ্ধে কথা বলা সবচেয়ে বড় ভণ্ডামি

ভিত্তিহীন অভিযযোগ দাবি পাকিস্তানের

ভারতের জবাব দেওয়ার পর পাকিস্তানের হাইকমিশনার ভারতের বিরুদ্ধে সরব হয়ে অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ভারতে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে। পাকিস্তানের হাইকমিশনারের অভিযোগ, "আরএসএস-বিজেপি সরকার দলিত, সংখ্যালঘু এবং কাশ্মীরি জনগণের উপর নৃশংসতা চালাচ্ছে। যদিও ভারতের তরফে প্রতিক্রিয়া জানিয়ে ভাবিকা মঙ্গলানন্দন স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে সন্ত্রাসবাদের সঙ্গে কোনো আপস করা যাবে না। তিনি পাকিস্তানকে সতর্ক করে দিয়েছিলেন যে ভারতের বিরুদ্ধে আন্তঃসীমান্ত সন্ত্রাসের পরিণতি অবশ্যই হবে ভয়ানক।

শাহবাজ জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা অপসারণেরও সমালোচনা করেছেন। তিনি বলেন, ভারতের উচিত এই সিদ্ধান্ত প্রত্যাহার করা এবং সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য পাকিস্তানের সঙ্গে আলোচনা করা। 

মণ্ডপ জুড়ে রোমান স্থাপত্যের নিদর্শন, অনেক বড় পুজোকেই চ্যালেঞ্জ জানাবে এই জেলার পুজো

UN India india pakistan
Advertisment