Advertisment

Sagar Dutta Medical College: সাগর দত্তে তুলকালাম, হাসপাতালে আরজি করের জুনিয়র ডাক্তাররা, স্বাস্থ্য সচিবকে ঘিরে স্লোগান

Sagar Dutta Medical College-Junior Doctor's Protest: রোগী মৃত্যুকে কেন্দ্র করে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে তুলকালাম কাণ্ড ঘটে যায়। পুলিশের সামনে নার্স, স্বাস্থ্যকর্মীদের মারধরের অভিযোগের রোগীর পরিবারের বিরুদ্ধে। জুনিয়র ডাক্তারদেরও মারধরের অভিযোগ।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Sagar Dutta Medical College,সাগর দত্ত মেডিক্যাল কলেজ

সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। ফাইল ছবি।

Sagar Dutta Medical College & Hospital: সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে তুলকালাম। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের পাশে এসে পৌঁছালেন আরজি করের জুনিয়র ডাক্তাররা। ঘটনার পরই এদিন হাসপাতালে আসেন স্বাস্থ্য সচিব, পুলিশ কমিশনার। সিপির সামনেই উঠল 'হায় হায়' স্লোগান। নার্স স্বাস্থ্যকর্মী, জুনিয়র ডাক্তাররা বিক্ষোভ দেখাচ্ছেন হাসপাতাল প্রাঙ্গনেই। চলছে স্লোগান। ঘটনার পর এদিনই হাসপাতালে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন স্বাস্থ্য সচিব , স্বাস্থ্য অধিকর্তা, জেলাশাসক, ব্যারাকপুরের পুলিশ কমিশনার সহ অন্যান্য আধিকারিকরা। ঘটনাস্থল এসে জুনিয়র ডাক্তারদের  বিক্ষোভের মুখে পড়েন তাঁরা। ব্যারাকপুরের পুলিশ কমিশনার আলোক রাজোরিয়া বলেন, যে ঘটনা ঘটেছে সেটা উচিত নয়, ২৫০-এর বেশি সিসিটিভি বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। সিভিটিভি ফুটেজ দেখে বাকীদেরও দেখে গ্রেফতার করা হবে।  

Advertisment

ফের জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। এবার ঘটনাস্থল সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল। ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে। রোগী মৃত্যুকে কেন্দ্র করে চূড়ান্ত উত্তেজনা ছড়িয়ে পড়ে কলকাতা শহরের এই হাসপাতালে। রোগীর পরিবারের বিরুদ্ধে জুনিয়র ডাক্তারদের মারধরের অভিযোগ ওঠে। পুলিশের সামনেই ডাক্তারদের উপর হামলার অভিযোগ। এরপরেই হাসপাতালে সুরক্ষার দাবিতে কর্মবিরতি শুরু করেন জুনিয়র ডাক্তাররা।

ফের জুনিয়র ডাক্তারদের উপর হামলার অভিযোগ। ফের শহর কলকাতার সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক নিগ্রহের অভিযোগ। সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপরেই জুনিয়র ডাক্তারদের উপর হামলার অভিযোগ ওঠে রোগীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এমনকী মহিলা চিকিৎসকদের ঘর থেকে টেনে বের করে মারধর করার অভিযোগ ওঠে রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। 

ঘটনাস্থলে পুলিশ পৌঁছলেও পরিস্থিতি সামাল দিয়ে তাঁরা 'ব্যর্থ' হয়েছেন বলে অভিযোগ। মহিলাদের ওয়ার্ডে ঢুকে বেপরোয়াভাবে ভাঙচুর চালায় রোগীর পরিজনেরা। এরপর গতকাল রাতেই থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছে। 

আরও পড়ুন- Durga Puja 2024: মণ্ডপ জুড়ে রোমান স্থাপত্যের নিদর্শন, অনেক বড় পুজোকেই চ্যালেঞ্জ জানাবে এই জেলার পুজো

আরও পড়ুন- West Bengal Weather Update: আজও কাঁপানো বৃষ্টি একাধিক জেলায়! পুজোর মুখে ফের প্রবল দুর্যোগ? জানুন টাটকা আপডেট

এদিকে হাসপাতালে সুরক্ষার দাবিতে কর্মবিরতি শুরু করে দেন জুনিয়র ডাক্তাররা। গতকাল রাত থেকেই সাগর দত্তে কর্মবিরতি ঘোষণা করে দেন জুনিয়ার ডাক্তাররা। কর্মবিরতির জেরে ব্যাপকভাবে ব্যাহত রোদী পরিষেবা। অচলাবস্থা কাটেনি শনিবার সকালেও। এদিন সকালেও হাসপাতালের সামনে রীতিমতো অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। 

আরও পড়ুন- Rajanya Haldar: প্রতিবাদের কাহিনী 'আগমনী' মুক্তির আগেই TMCP নেতা-নেত্রী 'ঘ্যাচাৎ', কিসের আপশোস 'তিলোত্তমা' রাজন্যার?

protest Sagar Dutta Medical College and Hospital Strike Junior Doctors
Advertisment