Advertisment

Durga Puja 2024: মণ্ডপ জুড়ে রোমান স্থাপত্যের নিদর্শন, অনেক বড় পুজোকেই চ্যালেঞ্জ জানাবে এই জেলার পুজো

Durga Puja 2024: শহর থেকে জেলা, দিকে দিকে পুজো মণ্ডপ তৈরির কাজ এখন শেষ পর্যায়ে। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও থিম পুজোর ছড়াছড়ি। বিগ বাজেটের সেই পুজোগুলি নজর কাড়ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Dakshin Barasat Balak Sangha's Durga Puja theme is Roman Empire, দক্ষিণ বারাসত, বালক সংঘ, রোমান সাম্রাজ্য

মণ্ডপ তৈরির কাজ এখন শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। ছবি: মীনা মণ্ডল।

Durga Puja 2024: থিম পুজোর তুফানি ছটায় তাবড় পুজোকমিটিকে টেক্কা দিতে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে নেমেছে দক্ষিণ ২৪ পরগনার একাধিক পুজো। তাদেরই অন্যতম দক্ষিণ বারাসতের বালক সংঘ। প্রতি বছরের মত এবারও থিমে অভিনবত্ব এনে বাকিদের টেক্কা দিতে তৈরি হচ্ছে পুজো মণ্ডপ। এবার বালক সংঘের পুজোর থিম রোমান সাম্রাজ্যে স্থাপত্যের বিভিন্ন দিক। এক ফ্রেমে হারিয়ে যাওয়া কলোসিয়াম থেকে শুরু করে অ্যাম্ফিথিয়েটার- সবই থাকবে।

Advertisment

মণ্ডপ তৈরির কাজ এখন একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। পুজো প্রস্তুতি এখন তুঙ্গে। এবছর এই ক্লাবের পুজো ৮১ বছরে পড়েছে। মণ্ডপ ঘিরে তুলে ধরা হয়েছে ইতিহাসের অনবর্ধ রোমান স্থাপত্যের বিভিন্ন রূপ। সেই মণ্ডপে মায়ের মূর্তি হবে প্রায় ১৬ ফুটের। যদিও প্রতিমা গড়ার কাজ প্রায় শেষ। মণ্ডপে প্রতিমা আনাও হয়ে গিয়েছে। এখন জোর কদমে চলছে শেষ মুহূর্তের কাজ। এ বছর তাদের পূজোর বাজেট প্রায় ১০ লক্ষ টাকা ছুঁইছুঁই। পুজো কমিটির এক সদস্য বললেন, "দুর্গাপুজো মানেই বাঙালির কাছে একটা আনন্দের মুহূর্ত। এই পুজোর ক'টা দিন আনন্দ-হইহুল্লোড় করে কাটিয়ে ফেলি। তবে এখন কলকাতার সঙ্গে আমাদের জেলার পুজোগুলিও সমানে টক্কর দিচ্ছে।"

পুজো কমিটির আর এক সদস্য জানিয়েছেন, বিভিন্ন থিমের ছড়াছড়ি থাকছে এখন জেলার পুজোগুলিতেও। তাঁদের মণ্ডপও থিম নির্ভর। প্রায় তিন মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে মণ্ডপ নির্মাণ করা হচ্ছে। মণ্ডপ তৈরির কাজ এখন প্রায় শেষের মুখে। ওই সদস্য আরও বলেছেন, "আমাদের পুজো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালভাবে উদ্বোধন করতে পারেন।"

আরও পড়ুন- West Bengal Weather Update: আজও কাঁপানো বৃষ্টি একাধিক জেলায়! পুজোর মুখে ফের প্রবল দুর্যোগ? জানুন টাটকা আপডেট

আরও পড়ুন- Rajanya Haldar: প্রতিবাদের কাহিনী 'আগমনী' মুক্তির আগেই TMCP নেতা-নেত্রী 'ঘ্যাচাৎ', কিসের আপশোস 'তিলোত্তমা' রাজন্যার?

আরও পড়ুন- Rajanya-Prantik: সদ্য-প্রাক্তন TMCP-র প্রান্তিক-রাজন্যা, তাঁদের বিতর্কিত স্বল্প দৈর্ঘ্যের ছবিতে কী আছে?

গত কয়েক বছরে জেলাগুলিতেও থিম পুজোর রমরমা। রীতিমতো বড় বাজেটের পুজো করে জেলার একাধিক ক্লাব। দক্ষিণ ২৪ পরগনা জেলায় কাকদ্বীপ, নামখানা, জয়নগর, দক্ষিণ বারাসত, বারুইপুর, সোনারপুর চত্বরে একাধিক বিগ বাজাটের পুজো প্রতিবারই নানা চমক নিয়ে হাজির হয়। 

South 24 Pgs Durga Puja Durgapuja
Advertisment