Advertisment

India-Russia News: প্রতিরক্ষা,সামরিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ায় জোর ভারত-রাশিয়ার, বাংলাদেশ সংকটের মাঝে শক্তি বাড়াতে বিরাট কৌশল

India-Russia News: ভারত-রাশিয়া শীর্ষ বৈঠকে দুটি দেশই প্রতিরক্ষা এবং সামরিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
India-Russia ties

ভারত ও রাশিয়ার বন্ধুত্ব সম্পর্কে ওয়াকিবহাল গোটা বিশ্ব

Rajnath Singh Meets Putin:  ভারত ও রাশিয়ার বন্ধুত্ব সম্পর্কে ওয়াকিবহাল গোটা বিশ্ব । কঠিন সময়ে দুই দেশ বরাবর একে অপরের পাশে থেকেছে, সমর্থন করেছে। পুতিনের সঙ্গে বৈঠকে রাজনাথ সিং বলেন,' বিশ্বের গভীরতম সমুদ্রের চেয়েও গভীর’।  

Advertisment

রাজনাথ সিং সম্প্রতি মস্কো সফরে রয়েছেন। মঙ্গলবার মস্কোতে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠক করেন।  এ সময় তিনি বলেন, ভারত ও রাশিয়ার বন্ধুত্ব বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে উচ্চ, গভীর সমুদ্রের চেয়েও গভীর। উভয় নেতা বলেন, দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে সম্মত হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দীপ্ত কন্ঠে পুতিনকে জানিয়েছেন,ভারত সবসময় রাশিয়ার পাশে ছিল ভবিষ্যতেও থাকবে।  

ভারতের প্রবল চাপে দিশেহারা বাংলাদেশ, হিন্দু নির্যাতন স্বীকারে বাধ্য হল ইউনূস সরকার

ভারত ও রাশিয়া সময়ে সময়ে একে অপরের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। সেটা ১৯৭১ সালের যুদ্ধ হোক বা রাষ্ট্র সংঘে স্থায়ী সদস্যপদ পাওয়ার দাবিতে   রাশিয়া সবসময় ভারতকে সাহায্য করেছে। একইভাবে ভারতও তার বন্ধু রাশিয়াকে প্রতিটি পদক্ষেপে সাহায্য করেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ হোক বা ইউক্রেন শান্তি সম্মেলন, ভারত সবসময়ই রাশিয়ার পক্ষে দাঁড়িয়েছে। অপরিশোধিক তেল কেনা নিয়ে আমেরিকা ভারতের ওপর চাপ সৃষ্টি করলেও ভারত মাথা নত করেনি এবং  রাশিয়ার প্রতি সমর্থন অব্যাহত রেখেছে। এই কারণেই গোটা বিশ্ব এটাও জানে যে যাই হোক না কেন ভারত ও রাশিয়া তাদের বন্ধুত্বকে কোনকিছুর বিনিময়ে নষ্ট হতে দেবে না। এখন পুতিন সিরিয়ায় তার বন্ধুত্বের আরেকটি সাম্প্রতিক উদাহরণ দেখিয়েছেন।

উপকূলরক্ষী বাহিনীর রক্তচক্ষুকে এড়াতে পারল না বাংলাদেশ, আটক ৭৮ বাংলাদেশি

আসলে সিরিয়ায় বাশার-আল-আসাদের সরকারের পতন ঘটে। বিদ্রোহীরা তাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করে। জীবন বাঁচাতে রাশিয়াই আসাদকে নিরাপদ আশ্রয় দেয়। ভারত-রাশিয়া শীর্ষ বৈঠকে দুটি দেশই প্রতিরক্ষা এবং সামরিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য মোদী অক্টোবরে বার্ষিক ব্রিকস সম্মেলনে যোগ দিতে রাশিয়া সফর করেছিলেন। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী বছর ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট পুতিন।

russia India
Advertisment