/indian-express-bangla/media/media_files/2025/05/05/hYiBaYn0IH0wiEsd2V7j.jpg)
একের পর এক উস্কানি পাকিস্তানের! এবার অবশেষে বড়সড় সিদ্ধান্ত নিয়েই নিল ভারত
Pahalgam Terror Attack: ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে ভারত সরকার। এবার বড় সিদ্ধান্ত নিয়েই নিল ভারত। পাকিস্তানের জনপ্রিয় নিউজ পোর্টাল ‘বেলুচিস্তান টাইমস’ এবং ‘বেলুচিস্তান পোস্ট’-এর এক্স অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে। প্রশাসনের দাবি, এই অ্যাকাউন্টগুলির মাধ্যমে ভারতবিরোধী ও উস্কানিমূলক প্রচার চালাচ্ছিল।
পহেলগাঁও কাণ্ডে বদলার আগুনে ফুঁসছে দেশবাসী, এর মাঝেই বিরাট বার্তায় ভয়ঙ্কর কিছুর ইঙ্গিত?
এর আগেও ভারত সরকার পাকিস্তান পিপলস পার্টির সভাপতি বিলাওয়াল ভুট্টো জারদারি এবং পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পিটিআই (PTI) প্রতিষ্ঠাতা ইমরান খান-এর এক্স অ্যাকাউন্ট ব্লক করে দেয়। এই অ্যাকাউন্টগুলির মাধ্যমেও ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো হচ্ছিল বলে প্রশাসনের দাবি। উল্লেখ্য, কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণাত্মক মনোভাব গ্রহণ করছে। এই প্রসঙ্গে, ভারত পাকিস্তানের বিরুদ্ধে অনেক ধরণের নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং ক্রমাগত পাকিস্তানকে কোনঠাসা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
/indian-express-bangla/media/media_files/2025/05/05/hr5NuHEl3tdYASFaaRhC.jpg)
ধনে-প্রাণে মারা পড়ার জোগাড়! পহেলগাঁও কান্ডেজের, এবার পাকিস্তানের প্রতি বিরাট পদক্ষেপ ভারতের
ভারত পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের এক্স অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করেছিল। খাজা আসিফ তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে ভারতের বিরুদ্ধে ক্রমাগত বিদ্বেষের বীজ বপন করছিলেন। এমনকি তিনি ভারতের উপর পারমাণবিক হামলা চালানোর হুমকিও দিয়েছিলেন। পাশাপাশি ভারত পাকিস্তানের কিছু বেশ কিছু ইউটিউব চ্যানেলও দেশে ব্যান করেছিল। যার মধ্যে রয়েছে ডন নিউজ, জিও নিউজ, ক্রিকেটার শোয়েব আখতারের চ্যানেল সহ একাধিক ইউটিউব চ্যালেন।