/indian-express-bangla/media/media_files/0OQb4DzX7V15cCwsPP4Y.jpg)
পহেলগাঁওয়ের ঘটনায় প্রতিশোধের আগুনে ফুঁসছে দেশ, এর মাঝেই বড় বিবৃতি দিয়েই দিল ইরান
Iran on India-Pakistan Relation: পহেলগাঁও হামলার পর প্রতিশোধের আগুনে ফুঁসছে দেশ। ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার মাঝেই এবার বড় পদক্ষেপ ইরানের। জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুতে তীব্র ক্ষোভে ফেটে পড়েছে ভারতীয়রা। যার আঁচ ইতিমধ্যে দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে আন্তর্জাতিক মহল থেকেও প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। ইরান ও সৌদি আরব দুই প্রতিবেশী দেশকেই সংযম প্রদর্শন এবং উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে।
ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানান, “ভারত ও পাকিস্তান আমাদের প্রতিবেশী এবং তাদের সঙ্গে আমাদের শতাব্দী প্রাচীন সাংস্কৃতিক ও সভ্যতার সম্পর্ক রয়েছে। অন্যান্য প্রতিবেশীদের মতো, ইরানের কাছে ভারত ও পাকিস্তানের বিশেষ অগ্রাধিকার রয়েছে।” তিনি আরও বলেন, "বর্তমানে যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে ইসলামাবাদ এবং নয়াদিল্লির মধ্যে আরও ভালো বোঝাপড়া তৈরি করতে ইরান কূটনৈতিক ভাবে সব রকম সাহায্য করতে প্রস্তুত।"
India and Pakistan are brotherly neighbors of Iran, enjoying relations rooted in centuries-old cultural and civilizational ties. Like other neighbors, we consider them our foremost priority.
— Seyed Abbas Araghchi (@araghchi) April 25, 2025
Tehran stands ready to use its good offices in Islamabad and New Delhi to forge greater… pic.twitter.com/5XsZnEPg2D
ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে সৌদি আরবও উদ্বেগ প্রকাশ করেছে। সৌদি বিদেশমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ ফোনে জয়শঙ্কর এবং পাকিস্তানের বিদেশমন্ত্রীর সঙ্গে আলাদা আলাদা ভাবে কথা বলেছেন। উল্লেখ্য, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে বিশ্বশান্তি রক্ষায় ইরান ও সৌদি আরবের এই উদ্যোগ আন্তর্জাতিক স্তরে বিশেষ প্রশংসা পেয়েছে।
পহেলগাঁও কাণ্ডে প্রতিবাদের ঝড় আছড়ে পড়ল লন্ডনের রাস্তায়, ভারতীয়দের 'গলা কাটার ইঙ্গিত' পাক আধিকারিকের
এদিকে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিন্দার ভারতীয় প্রবাসী সমাজ। এরই প্রেক্ষিতে লন্ডনে পাকিস্তান হাইকমিশনের সামনে বিক্ষোভে অংশ নেন তারা। ঠিক সেই সময়ই ভারতীয়দের প্রতি 'প্রতিশোধমূলক অঙ্গভঙ্গির' অভিযোগ উঠেছে পাকিস্তান সেনাবাহিনীর একজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে।
লন্ডনে পাকিস্তান হাইকমিশনের সেনাবাহিনী ও বিমান বাহিনীর উপদেষ্টা কর্নেল তৈমুর রাহাত-এর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি এক হাতে ভারতীয় বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন অভিনন্দন বর্তমানের একটি পোস্টার ধরে আছেন এবং হঠাৎ অপর হাত দিয়ে তিনি প্রবাসী ভারতীয়দের লক্ষ্য করে 'গলা কাটার ইঙ্গিত' করছেন।
কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিরীহ পর্যটকদের হত্যার প্রতিবাদে শুক্রবার ৫০০ জনেরও বেশি প্রবাসী ভারতীয় লন্ডনে পাকিস্তান হাইকমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা হাতে প্ল্যাকার্ড, ব্যানার এবং ভারতের জাতীয় পতাকা নিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে স্লোগান তোলেন। এই প্রতিবাদ ছিল সন্ত্রাসের বিরুদ্ধে এবং শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য।
'তাড়ানো হবে পাকিস্তানিদের'! লাখো ভারতীয়দের আবেগ ছুঁয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর
এবিষয়ে ভারতীয়দের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে “এই প্রতিবাদ ছিল ন্যায়বিচার ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে। কিন্তু পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তাদের আচরণ ছিল অত্যন্ত লজ্জাজনক। যখন বিশ্ব এই ঘটনায় শোক প্রকাশ করছে, তখন দূতাবাসে উচ্চস্বরে সঙ্গীত বাজানো হয়েছে, অবমাননাকর অঙ্গভঙ্গি করা হয়েছে।”