/indian-express-bangla/media/media_files/2025/04/23/PscRfC4fL5BIo9eyJpkd.jpg)
pahalgam shooting: পাহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত্যু-মিছিল। জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি সেনার।
Pahaldam Terror Attack: 'দিল্লি থেকে ঘাড় ধরে তাড়ানো হবে পাকিস্তানিদের' মুখ্যমন্ত্রীর ঘোষণায় তৃপ্তির স্বাদ পাচ্ছেন ভারতীয়রা। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেছেন- কেন্দ্রের সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।
ভিসায় দিল্লিতে আসা সকল পাকিস্তানি নাগরিকদের তাদের দেশে অবিলম্বে ফেরত পাঠানো হবে। মুখ্যমন্ত্রী বলেছেন যে বিষয়টির গুরুত্ব পর্যবেক্ষণ করা হচ্ছে এবং কেন্দ্রের সিদ্ধান্ত কঠোরভাবে মেনে চলবে দিল্লি সরকার।
পহেলগাঁও কাণ্ডে প্রতিবাদের ঝড় আছড়ে পড়ল লন্ডনের রাস্তায়, ভারতীয়দের 'গলা কাটার ইঙ্গিত' পাক আধিকারিকের
পহেলগাঁও কাণ্ডের জের! দিল্লিতে বসবাসকারী সকল পাকিস্তানি নাগরিককে পাকিস্তানে ফেরত পাঠানো হবে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা টুইট করে একথা জানিয়েছেন। তিনি বলেছেন, ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক ২৭ এপ্রিল, ২০২৫ থেকে পাকিস্তানি নাগরিকদের জন্য জারি করা সমস্ত ভিসা বাতিল করেছে, চিকিৎসা, কূটনৈতিক ভিসা ছাড়া। এর পরে, পাকিস্তানি নাগরিকদের জন্য কোনও নতুন ভিসা জারি করা হবে না। দিল্লি সরকার এই আদেশগুলির কঠোরভাবে পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ' ।
'ওই দেশটা থাকলে আরও বাচ্চা বাবা হারাবে', পাকিস্তানকে ধুলোয় মেশানোর ডাক নিহত জওয়ানের স্ত্রীয়ের
Government of India has revoked all visas for Pakistani nationals, except Medical, Diplomatic & Long-Term visas, effective April 27, 2025. Medical visas will remain valid only till April 29. No new visas to be issued. Please read notification for further information. pic.twitter.com/k9lXhlO7oD
— Delhi Government (@DelhiGovDigital) April 25, 2025
রেখা গুপ্তা বলেন, যদি কোনও পাকিস্তানি কেন্দ্রীয় সরকারের জারি করা আদেশ লঙ্ঘন করেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, বিষয়টি গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করা হচ্ছে।
পাকিস্তানের বিরুদ্ধে ভারতের 'ডিজিট্যাল স্ট্রাইক'! পহেলগাঁওয়ের পরই শুরু 'অ্যাকশন'
উল্লেখ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের ফোন করে নির্ধারিত সময়সীমার বেশি কোনও পাকিস্তানি নাগরিক যাতে রাজ্যে না থাকেন তা নিশ্চিত করতে বলেছেন। মুখ্যমন্ত্রীদের তাদের রাজ্যে বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে তাদের দেশ ছাড়ার বিষয়ে যাবতীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে।