India Coronavirus Janta Curfew News Highlights: সোমবার বিকেল পাঁচটা থেকে কলকাতা সহ রাজ্যের সব পুর এলাকায় 'লকডাউনে'র সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কিন্তু ইতিমধ্যেই কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন আরও তিনজন। এঁদের মধ্যে দু'জন দ্বিতীয় করোনা-আক্রান্ত যুবকের বাবা-মা, এবং একজন তাঁদের গৃহকর্মী
এদিকে শনিবার ও রবিবার মিলিয়ে ভারতে কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হলো। এই নিয়ে দেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে হল সাত। ৬৩ বছরের মুম্বইয়ের এক বাসিন্দা ছাড়াও করোনার বলি বিহারের এক ব্যক্তি ও সুরাটের এক বৃদ্ধ। আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৭০।
আজ ভারতজুড়ে চলে 'জনতা কার্ফু'। করোনাভাইরাস মোকাবিলায় গত বৃহস্পতিবারই 'জনতা কার্ফু'র ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মারণ ভাইরাস ঠেকাতে আজ তাতে সামিল হয় গোটা দেশ। সকাল সাতটা থেকে রাত ন’টা পর্যন্ত ১৪ ঘন্টা ধরে চলছে 'জনতা কার্ফু'। কার্যত গৃহবন্দি ভারত। সকাল সাতটার কিছুক্ষণ আগেই টুইটে প্রধানমন্ত্রী মোদীর বার্তা, "আসুন, আমরা সবাই এই কার্ফুর অংশীদার হই, যা কোভিড-১৯ মোকাবিলার লড়াইকে পোক্ত করবে। আমরা এখন যে পদক্ষেপ করছি তা পরবর্তী সময়ে সহায়তা করবে। বাড়ির মধ্যে থাকুন, সুস্থ থাকুন।"
Live Blog
Janata curfew Situation in India Highlights. ভারতে জারি 'জনতা কার্ফু'। এই সংক্রান্ত সব খবরের লাইভ আপডেটস-এর জন্য চোখ রাখুন এখানে...
ট্রেন চলছে হাতে গোনা। নেই যাত্রীর ভিড়। 'জনতা কার্ফু'তে সুনসান সদা ব্যস্ত হাওড়া স্টেশন। ভিডিও- শশী ঘোষ pic.twitter.com/AejPrdWUO1
— indianexpress bangla (@iebengali) March 22, 2020
ভারতে কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হল। এই নিয়ে দেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে হল পাঁচ। ৬৩ বছরের মৃত ব্যক্তি মুম্বইয়ের বাসিন্দাষ। জানা গিয়েছে, শনিবার রাতে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। করোনাভাইরাসের রিপোর্ট পজিটিভ আসে। মৃত ব্যক্তির ডায়াবেটিস এবং উচ্চ রক্ত চাপ ও ইসকিমিক হার্টের সমস্যা ছিল বলে মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে। এই নিয়ে মুম্বইতে দ্বিতীয় করোনা আক্রান্তের মৃত্যু হল। এর আগে কর্নাটক, মুম্বই, দিল্লি এবং পাঞ্জাবে মৃত্যু হয়েছিল চার ভারতীয় নাগরিকের।
ভারতে মহারাষ্ট্রে করোনার প্রকোপ সবচেয়ে বেশি। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েচে ৭৪।
নিউমোনিয়া সহ গুরুতর শ্বাসকষ্টের রোগীদেরও এবার কোভিড-১৯ পরীক্ষা বাধ্যতামূলক করল কেন্দ্র। উপসর্গ বা বিদেশ ভ্রমণের কোনও ইতিহাস না থাকলেও করাতে হবে করোনাভাইরাসের পরীক্ষা। সব হাসপাতালগুলির কাছেই নির্দেশিকা পাঠিয়েছে মোদী সরকার। মারণ ভাইরাসের সংক্রমণ রুখতে এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।
বেসরকারি ল্যাবরেটরিতে করোনা পরীক্ষার ক্ষেত্রে দামেরর উর্ধ্বসীমা বেধে দিয়েছে মোদী সরকারর। এক্ষেত্রে দাম ধার্য হয়েছে ৪,৫০০ টাকা। উপযুক্ত চিকিৎসকের নির্দশের ভিত্তিতে, বায়ো সেফটি ও নমুনা সংগ্রহের পকৃত পরিকাঠামো থাকলেই এই পরীক্ষা করা যাবে বলে কেন্দ্রীয় নির্দেশিকায় বলা আছে। বিস্তারিত পড়ুন
আন্তর্জাতিক উড়ান ওঠা-নামায় জারি হয়েছে নিয়ন্ত্রণ। আজ অতি কম সংখ্যার অন্তর্দেশীয় উড়ান ওটা-নামা করছে কলকাতা বিমানবন্দরে।
ছবি: শশী ঘোষ
'জনতা কার্ফু' চলছে। বহু ট্রেন বাতিল। অচেনা ছবি শিয়ালদহের।
ছবি: পার্থ পাল
করোনা ভীতি। ২৩ থেকে ৩১ মার্চ পর্যন্ত গোটা রাজ্যে লকডাউনের ঘোষা করল পাঞ্জাব সরকার। মুখ্যমন্ত্রপীর দফতরের তরফে ঘোষণা করা হয়েছে যে, 'জরুরী ভিভাগ ছাড়া'
রাজ্যে লকডাইন লাগুর সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী ক্যাপটেন অমরিন্দর সিং। সোমবার সকলা ৬টা থেকে ৩১শে মার্চ পর্যন্ত এই লকডাউন লাগু থাকবে।'
অচেনা ছন্দে কলকাতার ওয়েলিংটন স্কোয়ার। নেই নিত্য ভিড়ের ছবি। বন্ধ রয়েছে দোকান।
উত্তর ২৪ পরগনার সদা ব্যস্ত টাকি রোড। 'জনতা কার্ফু'র জেরে স্তব্ধ এই সড়ক। যানবাহনের দেখা নেই। বন্ধ বাজারের সব দোকানপাটও। প্রয়োজন ছাড়া পথে নামেননি মানুষ।
ছবি: শশী ঘোষ
ট্রেনে সফর করলে করোনাভাইরাসের শিকার হতে পারেন। তাই আপাতত ট্রেন সফর এড়িয়ে চলুন। করোনা পরিস্থিতিতে ট্রেনে যাত্রা এড়াতে শনিবার এমন বার্তাই দিল রেলমন্ত্রক। কয়েকটি ক্ষেত্রে দেখা গিয়েছে, ট্রেনের যাত্রীদের মধ্য়ে কেউ কেউ করোনায় আক্রান্ত হয়েছেন। তাই এই পরিস্থিতিতে ট্রেন সফর বিপজ্জনক বলে বর্ণনা করেছে রেল মন্ত্রক। বিস্তারিত পড়ুন
অচেনা রূপে মুম্বইয়ের মেরিন ড্রাইভ। অন্যান্য দিন ভিড়ে ঠাসা থাকে এই মেরিন ড্রাইভ। কিন্তু, আজ একেবারেই ফাঁকা মেরিন ড্রাইভ। মানুষজনের ভিড় নেই। 'জনতা কার্ফু'তে সবাই গৃহবন্দি। ফলে সুনসান বাণিজ্যনগরীর এই এলাকা।
করোনার হানায় বাংলার পড়শি রাজ্য ওড়িশার ৫ জেলায় সপ্তাহব্য়াপী লকডাউন ঘোষণা করা হল। ৫ জেলার সঙ্গে ৮ শহরে লকডাউন ঘোষণা করলেন ওড়িশার মুখ্য়মন্ত্রী নবীন পট্টনায়ক। ওড়িশায় দেশের মধ্য়ে প্রথম রাজ্য় যেখানে প্রায় ৪০ শতাংশ এলাকা স্তব্ধ করে দেওয়া হচ্ছে।
লকডাউন প্রসঙ্গে ওড়িশার মুখ্য়মন্ত্রী নবীন পট্টনায়ক জানিয়েছেন, ”বাস, ট্রেন, বিমান পরিষেবা চালু থাকবে। মুদির দোকান, সবজি বাজার, মাংস, পোলট্রি, ওষুধের দোকান খোলা থাকবে। হাসপাতাল, ব্য়াঙ্ক এটিএম, পুর পরিষেবা, পুলিশ, দমকল, ওড়িশা বিপর্যয় বাহিনী, পেট্রোল পাম্প, জল, বিদ্য়ুত পরিষেবা চালু থাকবে। প্রশাসনিক দফতরও খোলা থাকবে”। বিস্তারিত পড়ুন
পুণেতে এক ৪১ বছরের মহিলা আঙ্গনওয়াড়ি কর্মীর আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। মনে করা হচ্ছে, নভেল করোনাভাইরাসের এটিই দেশে প্রথম ‘সম্প্রদায়গত সংক্রমণ’ বা ‘কমিউনিটি ট্রান্সমিশন’, অর্থাৎ বাইরে থেকে আসা সংক্রমণ নয়, সম্প্রদায়ের মধ্যেই ছড়াচ্ছে রোগ।
মহিলার সংক্রমণের ব্যাপারে তদন্ত করতে পুণেতে পৌঁছেছে কেন্দ্রীয় সরকারের একটি দল। বলা হচ্ছে, ১৬ মার্চ শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া ওই আঙ্গনওয়াড়ি কর্মীর করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ, তবে তা প্রকাশ করা হবে কেন্দ্রীয় দলের তদন্তের পর। সুতরাং ‘কমিউনিটি ট্রান্সমিশন’-এর বিষয়টিও এই মুহূর্তে নিশ্চিত করছেন না কর্তৃপক্ষ। বর্তমানে ভেন্টিলেটরে রয়েছেন ওই মহিলা। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে বলা হয়েছে। বিস্তারিত পড়ুন
করোনাভাইরাস মোকাবিলায় গত বৃহস্পতিবারই 'জনতা কার্ফু'র ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মারণ ভাইরাস ঠেকাতে আজ তাতে শামিল গোটা দেশ। সকাল সাতটা থেকে রাত ন’টা পর্যন্ত- ১৪ ঘন্টা ধরে চলবে 'জনতা কার্ফু'। কোন যুক্তিতে 'জনতা কার্ফু'র ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী? দেখুন...
সুনসান কলকাতার রাজপথ। রাস্তায় বেরোয়নি যানবাহন, নেই মানুষের ভিড়। করোনাভাইরাস মোকাবিলায় গৃহবন্দি শহরবাসী।
সকাল সাতটা থেকে রাত ন’টা পর্যন্ত- ১৪ ঘন্টা ধরে জারি 'জনতা কার্ফু'। কার্যত গৃহবন্দি ভারত। সকাল সাতটার কিছুক্ষণ আগেই টুইটে প্রধানমন্ত্রী মোদীর বার্তা, 'আসুন, আমরা সবাই এই কার্ফুর অংশীদার হই, যা কোভিড-১৯ মোকাবিলার লড়াইকে পোক্ত করবে। আমরা এখন যে পদক্ষেপ করছি তা পরবর্তী সময়ে সহায়তা করবে। বাড়ির মধ্যে থাকুন, সুস্থ থাকুন।'
In a few minutes from now, the #JantaCurfew commences.
Let us all be a part of this curfew, which will add tremendous strength to the fight against COVID-19 menace. The steps we take now will help in the times to come.
Stay indoors and stay healthy. #IndiaFightsCorona pic.twitter.com/11HJsAWzVf
— Narendra Modi (@narendramodi) March 22, 2020
নবান্ন থেকে জারি করা কড়া বার্তায় বলা হয়েছে যে– বিদেশ থেকে আগত কোনও শহরবাসী যদি স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে না যান, তবে তাঁকে জোর করেই গৃহবন্দী করে রাখা হবে। এই মর্মে সতর্কবার্তা নিজেদের সোশাল মিডিয়া পেজে পোস্ট করে কলকাতা পুলিশ। পরে জানানো হয়, দক্ষিণ কলকাতার বালিগঞ্জে দুজন মহিলাকে জোর করে কোয়ারান্টাইনে পাঠিয়েছে পুলিশ।
কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন আরও তিনজন। এঁদের মধ্যে দু’জন দ্বিতীয় করোনা-আক্রান্ত যুবকের বাবা-মা, এবং একজন তাঁদের গৃহকর্মী। শহরের দ্বিতীয় করোনা আক্রান্ত বছর বাইশের ওই তরুণ বালিগঞ্জের বাসিন্দা বলে জানা গিয়েছে। বর্তমানে বেলেঘাটা আইডি হাসপাতালের আইসোলেশনে ভর্তি রয়েছেন তিনি। গত ১৩ মার্চ লন্ডন থেকে কলকাতায় ফেরেন ওই তরুণ। এরপর থেকে ১৬ তারিখ পর্যন্ত ছিলেন হোম কোয়ারেন্টাইনে। পরে ওই তরুণের জ্বর হওয়ায় ১৭ মার্চ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সোয়াব টেস্টে তাঁর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি দেখা যায়। তাঁর পরিবারের ১১ জন সদস্যকেও রাজারহাটে কোয়ারান্টাইনে রাখার সিদ্ধান্ত হয়। পড়ুন বিস্তারিত।
করোনাভাইরাস মোকাবিলায় কলকাতা লকডাউনের ঘোষণা করল রাজ্য সরকার। এছাড়াও লকডাউন থাকবে রাজ্যের ২৩ জেলা সদরও। গণ পরিবহন বন্ধ থাকবে। আওতায় বাইরে থাকবে জরুরি পরিষেবা। সোমবার বিকেল পাঁচটা থেকে ২৭ মার্চ পর্যন্ত চলবে এই লকডাউন।
ভারতে করোনাভাইরাসে মৃতের সংখ্য়া বেড়ে হল সাত। মুম্বই, বিহারের পর এবার গুজরাটের সুরাটে কোভিড-১৯ আক্রান্ত হয়ে ৬৯ বছরের বৃদ্ধে মৃত্যু হয়েছে। এই নিয়ে রবিবার, মারণ ভাইরাসে মৃত্যু হল তিন জনের।
করোনাভাইরাস মোকাবিলায় কলকাতা লকডাউনের ঘোষণা করল রাজ্য সরকার। আগামী ৩১ মার্চ পর্যন্ত কলকাতা লকডাউন থাকবে।
সারা বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণের তুলনায় আফ্রিকা মহাদেশে এ সংক্রমণ অনেকটাই কম। ডিসেম্বরের শেষে চিনের পর বিভিন্ন দেশে এই সংক্রমণ ছড়িয়ে পড়লেও আফ্রিকায় প্রথম করোনা সংক্রমণ দেখা গিয়েছে ১৪ ফেব্রুয়ারি। সে ঘটনা ছিল মিশরের। ৯ মার্চ পর্যন্ত সাব সাহারান আফ্রিকায় এই সংক্রমণ পৌঁছয়নি। ওই দিন বুরকানো ফাসোয় প্রথম সংক্রমণ দেখা গেয়। তার পর থেকে অবশ্য সংখ্যাটাদ্রুত বাড়ছে।
১৯ মার্চের হিসেবে আফ্রিকার ৫৪টি দেশের মধ্যে ৩৬টি দেশ থেকে ৭৩৩ জনের সংক্রমিত হবার কথা জানা গিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬ জনের। বিস্তারিত পড়ুন
বাংলার তারকারা বিগত এক সপ্তাহ ধরেই তাঁদের সোশাল মিডিয়া প্রোফাইলের মাধ্যমে মানুষকে সচেতন করেছেন। ২১ মার্চ রাত থেকেই তাঁরা আবারও সাধারণ মানুষকে আবেদন জানিয়েছেন জনতা কারফিউয়ের দিনে বাড়িতে থাকতে এবং প্রয়োজনে আরও বেশিদিন ঘরবন্দি থাকতে।
অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী তাঁর সোশাল মিডিয়া প্রোফাইলে লিখেছেন, ”বাড়িতে থাকুন। প্লিজ বাড়ীতে থাকুন। দয়া করে বাড়িতে থাকুন। অনুরোধ করছি, বাড়িতে থাকুন। হাত জোড় করছি, বাড়িতে থাকুন।অপরাধ নেবেন না। দয়া করে বাড়িতে থাকুন। খুব খুব খুউউব ইমার্জেন্সী না হলে বেরোবেন না।নিজে বাঁচতে আর অন্যদের বাঁচাতে বাড়িতে থাকুন। আজ (রবিবার) তো অবশ্যই বাড়ি তে থাকবেন।খুব দরকার না পড়লে কাল ও বাড়ি তে থাকুন। পরশুও। তরশুও। তার পরের দিনও। বাড়িতে থাকুন।প্লিজ…… ????”
দেব, রুদ্রনীল ঘোষ, চিত্রনাট্যকার-অভিনেতা পদ্মনাভ দাশগুপ্ত, প্রত্যেকেই তাঁদের সোশাল মিডিয়া প্রোফাইলে বাড়িতে থাকতে অনুরোধ করেছেন নাগরিকদের। বিস্তারিত পড়ুন
ছুটির দিনে ভিড় জমে কালীঘাট মন্দিরে। তবে, 'জনতা কার্ফু'র জেরে জনমানবহীন কালীঘাট মন্দির চত্ত্বর।
ছবি: শশী ঘোষ
দেশজুড়ে ৩১ মার্চ পর্যন্ত ‘লকডাউনের’ সুপারিশ করল কেন্দ্রীয় সরকার। তবে, এ বিষয়ে চূড়ান্ত সব সিন্ধান্ত নেবে রাজ্য সরকারগুলিই। উল্লেখিত সময়কালের মধ্যে সবরকম অ-জরুরি পরিষেবা ও যোগাযোগ ব্যবস্থা বন্ধের সুপারিশ করা হয়েছে। দেশের যে ৭৫টি জেলায় ইতিমধ্যে করোনা আক্রান্তেরা নিশ্চিত হয়েছেন সেই জেলাগুলিতে বিশেষ করে এই সুপারিশ বলবৎ করতে বলা হয়েছে। এর বাইরে স্থানীয় পরিস্থিতি বিবেচনা করে রাজ্যগুলি জেলার সংখ্যা বাড়াতেও পারে। কেন্দ্র জানিয়ে দিয়েছে, মালবাহী ট্রেন ছাড়া সবধরণের যাত্রীবাহী ট্রেন (লোকাল ট্রেন সহ) ৩১ মার্চ পর্যন্ত চলবে না। সড়ক পথে যানবাহন চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ হয়েছে। ৩১শে মার্চ পর্যন্ত চলবে না কোনও মেট্রো রেলও। বিস্তারিত পড়ুন
'জনতা কার্ফু'র দিন শ্যাবাজার পাঁচ মাথার মোড় একেবারেই ফাঁকা।
ছবি: শশী ঘোষ
আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশে সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে রেলমন্ত্রক। ২২ মার্চ রাত পর্যন্ত গুটি লোকাল ও কলকাতা মেট্রো চললেও সোমবার থেকে সেগুলিও বন্ধ করে দেওয়া হবে। তবে, পণ্যবাহী ট্রেন চলাচল করবে। রেল বোর্ডের তরফে এমনটাই জানানো হয়েছে। বিস্তারিত পড়ুন
ভারতে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪১। এদিকে বিহারেও ৩৮ বছরের যুবক করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তাঁর কিডনি সমস্যা ছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ভারতে করোনার প্রাদুর্ভাব। লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতে স্বাস্থ্যমন্ত্রক থেকে পাওয়া নথি কপালে চিন্তার ভাঁজ বাড়াতে বাধ্য। ১৭ মার্চ পর্যন্ত পাওয়া নথিতে দেখা যাচ্ছে, ৮৪ হাজার ভারতীয় প্রতি একটি করে আইসোলেশন শয্যা নির্ধারিত রয়েছে। প্রতি ৩৬ হাজার ভারতীয়র জন্য কোয়ারেন্টাইন শয্যা সংখ্যা মাত্র একটি। ১১ হাজার ৬০০ জনের জন্য মাত্র একজন চিকিৎসক ধার্য রয়েছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের কথায়, স্বাস্থ্যমন্ত্রকের এই নথিই প্রধানমন্ত্রীকে মোদীকে ‘জনতা কার্ফু’ জারির সিদ্ধান্তকে তরান্বিত করেছে। এছাড়াও প্রধানমন্ত্রীর মুখে বারে বারে শোনা গিয়েছে ভিড় এড়িয়ে চলার পরামর্শ। স্বাস্থমন্ত্রকের নথি জনস্বাস্থ্যের কঙ্কালসারকেই প্রকাশ্যে আনল বলে মনে করা হচ্ছে। বিস্তারিত পড়ুন
গুটিকয়েক মাত্র যাত্রী।স্টেশনে বহুক্ষণ পর পর ট্রেনের আনাগোনা। শিয়ালদহ স্টেশনে প্রবেশের মুখেই থার্মাল গান হাতে দাঁড়িয়ে রক্ষী। তাঁর নজর এড়ায় কার সাধ্যি! টিকিট কাউন্টার ফাঁকা। ট্রেনের ইতিউতি বসে রয়েছে এক-দু'জন যাত্রী। কবে শিয়ালদহ স্টেশনের এমন দৃশ্য দেখা গিয়েছে তা কষ্ট করেও মনে করা যাবে না। 'জনতা কার্ফু'তে কার্যত স্তব্ধ ব্যস্ততম এই স্টেশন।
ছবি: শশী ঘোষ